WBP Bengali gk mcq 2024

WBP Bengali gk mcq 2024

সুল-ই-কুল’ নীতি প্রবর্তন করেন —
(A) আকবর
(B) ঔরঙ্গজেব (C) জাহান্দার শাহ (D) মহম্মদ শাহ
Answer:- আকবর

শিবাজীর রাজ্যভিষেক হয়েছিল
(A) 1672 খ্রীঃ
(B) 1673 খ্রীঃ (C) 1674 খ্রীঃ (D) 1975 খ্রীঃ
Answer:- 1674 খ্রীঃ

রঞ্জিত সিং কোন মিশলের নেতা ছিলেন ?
(A) সুকারচাকিয়া মিসল
(B) ভেঙ্গি মিসল (C) কানহেয়া মিসল (D) গোবিন্দ মিসল
Answer:- সুকারচাকিয়া মিসল

রাণা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল —
(A) কাছোয়া
(B) শিশোদিয়া (C) সোলাঙ্কি (D) পরামার
Answer:- শিশোদিয়া

মুঘল সাম্রাজ্যের সরকারী ভাষা ছিল—
(A) উর্দু
(B) ফার্সি (C) ফার্সি এবং আঞ্চলিক ভাষা (D) তুর্কি
Answer:- ফার্সি

ভাস্কো-দা-গামা কবে ভারতে পদার্পণ করেন ?
(A) 1498 খ্রিস্টাব্দে
(B) 1409 খ্রিস্টাব্দে (C) 1496 খ্রিস্টাব্দে (D) 1492 খ্রিস্টাব্দে
Answer:- 1498 খ্রিস্টাব্দে

বাবরনামা’ -র লেখক ছিলেন
(A) আবুলফজল
(B) ফিরদৌসি (C) আফিফ (D) বাবর ।
Answer:- বাবর

বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিল ?
(A) ফরাসি
(B) ওলন্দাজ (C) পোর্তুগিজ (D) ইংরেজ
Answer:- পোর্তুগিজ

বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেন ?
(A) গোপাল
(B) বল্লাল সেন (C) লক্ষ্মন সেন (D) ধর্মপাল
Answer:- বল্লাল সেন

বক্সারের যুদ্ধ ঘটে
(A) 1762 খ্রিস্টাব্দে
(B) 1764 খ্রিস্টাব্দে (C) 1768 খ্রিস্টাব্দে (D) 1772 খ্রিস্টাব্দে
Answer:- 1764 খ্রিস্টাব্দে

ফতেপুর সিক্রীতে ইবাদতখানা-র নির্মাতা ছিলেন
(A) শাহজাহান
(B) ওরংজেব (C) আকবর (D) জাহাঙ্গীর
Answer:- আকবর

নিম্নলিখিত হিন্দুদের মধ্যে কে প্রথম দিন-ই-ইলাহি / তৌহিদ-ই-ইলাহিতে যোগ দেন ?
(A) মন সিংহ
(B) টোডরমল (C) ভগবন্ত দাস (D) বীরবল
Answer:- বীরবল

নিম্নলিখিত কোন ব্যক্তি দীন-ই-ইলাহির একজন সদস্য হয়েছিলেন ?
(A) রাজা মান সিং
(B) টোডরমল (C) তানসেন (D) রাজা বীরবল
Answer:- রাজা বীরবল

নিম্নোক্ত দিল্লী সুলতানদের মধ্যে কে দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত হতে এবং বিশ্ববিজয় করতে চেয়েছিলেন
(A) আলাউদ্দিন খিলজী
(B) গিয়াসউদ্দিন বলবন (C) মহম্মদ বিন-তুঘলক (D) এঁদের কেউই নন
Answer:- আলাউদ্দিন খিলজী

নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন ?
(A) নিকলো কন্টি
(B) ফ্রাঙ্কোয়া বার্নিয়ের (C) স্যার টমাস রো (D) আথানসিয়াস নিকিতিন
Answer:- স্যার টমাস রো

দীন-ই-ইলাহি’ কে প্রবর্তন করেন ?
(A) ফিরোজ শাহ তুঘলক
(B) মহম্মদ বিন তুঘলক (C) কবির (D) আকবর ।
Answer:- আকবর

দাস বংশের প্রতিষ্ঠাতা কে ?
(A) ইলতুৎমিস
(B) বলবন (C) নাসিরুদ্দিন (D) কুতুবউদ্দিন আইবক
Answer:- কুতুবউদ্দিন আইবক

রাওলাট আইন কবে প্রবর্তিত হয় ?
ক) ১৯১১ খ্রিঃ
খ) ১৯১৫ খ্রিঃ গ) ১৯১৯ খ্রিঃ ঘ) ১৯৩৪ খ্রিঃ
Answer:- ১৯১৯ খ্রিঃ

ভারতীয় সংবিধানের কতগুলি সিডিউল আছে ?
ক) ১২ টি
খ) ২৩ টি গ) ২৬ টি ঘ) ১১ টি
Answer:- ১২ টি

ওজোন স্তরের ছিদ্রের কারণ __?
ক) মিথেন
খ) আয়োডিন গ) কার্বলিক অ্যাসিড ঘ) CFC
Answer:- CFC

বিশ্ব শিক্ষক দিবস কবে পালন করা হয় ?
ক) ৫ সেপ্টেম্বর
খ) ৫ অক্টোবর গ) ৫ নভেম্বর ঘ) ৫ আগস্ট
Answer:- ৫ অক্টোবর

গণপরিষদের সভাপতি কে ছিলেন ?
ক) বি আর আম্বেদকর
খ) সরোজনী নাইডু গ) শার্দুল ঠাকুর ঘ) রাজেন্দ্র প্রসাদ
Answer:- রাজেন্দ্র প্রসাদ

তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) ইন্দ্রনাথ ঠাকুর গ) দধীন্দ্রনাথ ঠাকুর ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর
Answer:- দেবেন্দ্রনাথ ঠাকুর

ভারতের দীর্ঘতম গিরিপথ কোনটি ?
ক) ডুংরি লা পাস
খ) বিনিহালপাস গ) জোলিলা ঘ) কোনটি নয়
Answer:- ডুংরি লা পাস

পশ্চিমবঙ্গের মোট কতগুলি জাতীয় উদ্যান রয়েছে ?
ক) ৪ টি
খ) ৫ টি গ) ৬ টি ঘ) ৭ টি
Answer:- ৬ টি

কোন সংখ্যার ⅕অংশ 10- এর 5 গুণ হবে?
A. 100 B. 200 C. 250 D. 405
Answer:- 250

হিউয়েন সাং যখন নালন্দা গিয়েছিলেন তখন নীচের মধ্যে কে নালন্দা মঠের প্রধান ছিলেন?
(a) বুদ্ধঘোষ (b) পদ্মবোধি (c) শীলভদ্র (d) পদ্মসম্ভব
Answer:- শীলভদ্র

ধারা 32 ভারতীয় সংবিধানের কোন অংশের অন্তর্গত?
(a) অংশ 𝐈 (b) অংশ 𝐈𝐈𝐈 (c) অংশ 𝐈𝐕 (d) অংশ 𝐈𝐈
Answer:- অংশ 𝐈𝐈𝐈

পঞ্চায়েতিরাজ ব্যবস্থার সঙ্গে ভারতের সংবিধানের কোন তফশিল সম্পর্কিত?
(a) অষ্টম তফসিল (b) একাদশ তফসিল (c) দ্বাদশ তফসিল (d) প্রথম তফসিল
Answer:- দ্বাদশ তফসিল

GST কততম সংশোধনী আইন হিসেবে চালু করা হয়েছিল?
(a) 101 (b) 102 (c) 103 (d) 100
Answer:- 101

1859 সালের বিদ্রোহে, যেটিতে বাংলার কৃষকরা নীল উৎপাদন করতে অস্বীকার করেছিল, এটি কি নামে পরিচিত?
(a) লাল বিদ্রোহ (b) সবুজ বিদ্রোহ (c) হলুদ বিদ্রোহ (d) নীল বিদ্রোহ
Answer:- নীল বিদ্রোহ

14 জুলাই, 1942 সালে কংগ্রেস ওয়ার্কিং কমিটি কর্তৃক ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব কোথায় পাস হয়েছিল?
(a) কলকাতা (b) ওয়ার্ধা (c) দিল্লির (d) মুম্বাই
Answer:- ওয়ার্ধা

ভারতের প্রথম হাইকোর্ট __ সালে প্রতিষ্ঠিত হয়।
(a) 1862 (b) 1867 (c) 1830 (d) 1860
Answer:- 1862

ভারতের সংবিধানের নিম্নলিখিত কোন ধারায় অভিন্ন নাগরিক বিধির উল্লেখ রয়েছে?
(a) ধারা 370 (b) ধারা 44 (c) ধারা 12 (d) ধারা 377
Answer:- ধারা 44

নিচের কোন শাসক জিতল নামক তাম্র মুদ্রার প্রচলন করেছিলেন?
(a) ফিরোজ শাহ তুঘলক (b) ইলতুৎমিস (c) কুলি কুতুব শাহ (d) মহম্মদ বিন তুঘলক
Answer:- ইলতুৎমিস

ফতেপুর সিক্রি কার দ্বারা মুঘল সাম্রাজ্যের রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল?
(a) হুমায়ুন (b) জাহাঙ্গীর (c) আকবর (d) বাবর
Answer:- আকবর

সীমান্ত গান্ধী কাকে বলা হয়?
(a) মহাত্মা গান্ধী (b) খান আব্দুল গফফর খান (c) বাল গঙ্গাধর তিলক (d) মহম্মদ আলি জিন্নাহ
Answer:- খান আব্দুল গফফর খান

ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
(a) ডঃ রাজেন্দ্র প্রসাদ (b) সি রাজাগোপালাচারী (c) ডাঃ সচ্চিদানন্দ সিনহা (d) লর্ড মাউন্টব্যাটেন
Answer:- সি রাজাগোপালাচারী

প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে কী বলা হত ?
(A) গ্রামণী (B) গ্রামমুখ (C) পাঞ্চাল (D) বালি
Answer:- গ্রামণী

নীচের কোনটি কনিষ্কের রাজধানী ?
(A) কনৌজ (B) উজ্জয়িনী (C) পাটলিপুত্র (D) পেশােয়ার
Answer:- পেশােয়ার

নীচের কোন শাসক মহারাজাধিরাজ উপাধিতে ভূষিত ছিলেন ?
(A) কনিষ্ক (B) চন্দ্রগুপ্ত মৌর্য (C) অশােক (D) সমুদ্রগুপ্ত
Answer:- চন্দ্রগুপ্ত মৌর্য

গুপ্তযুগে কে “ উত্তর রামচরিত ” নাটক রচনা করেছিলেন ?
(A) কালিদাস (B) বিশাখদত্ত (C) ভারবি (D) ভবভূতি
Answer:- ভবভূতি

হর্ষবর্ধনের রাজত্বের সমসাময়িক বাংলার রাজা কে ছিলেন ?
(A) লক্ষ্মণ সেন (B) ধর্মপাল (C) ভাস্কর বর্মণ (D) শশাঙ্ক
Answer:- শশাঙ্ক

সম্রাট অশােকের সাম্রাজ্যে নীচের কোন অঞ্চলটি অন্তর্ভুক্ত ছিল না ?
(A) মাদ্রাজ (B) তক্ষশীলা (C) কাশ্মীর (D) কনৌজ
Answer:- মাদ্রাজ

সংস্কৃত নাটক “ রত্নাবলী ” কে লিখেছিলেন ?
(A) বানভট্ট (B) হর্ষবর্ধন (C) শ্রীহর্ষ (D) কালিদাস
Answer:- হর্ষবর্ধন

ভারতের কোন যুগকে অনেক ঐতিহাসিক ইংল্যান্ডের রানি এলিজাবেথের যুগ ও গ্রীসের পেরিক্লিসের যুগের সঙ্গে তুলনা করেছেন ?
(A) গুপ্ত যুগ (B) সুলতান যুগ (C) মৌর্য যুগ (D) মােগল যুগ
Answer:- গুপ্ত যুগ

ভারতের ইতিহাসে গুপ্তচরবৃত্তির সূত্রপাত প্রথম কোন সময়ে হয় ? 
(A) বৈদিক যুগে (B) মৌর্য যুগে (C) গুপ্ত যুগে  (D) মােগল যুগে
Answer:- মৌর্য যুগে

ভারতের প্রথম কার্পাস বয়ন কলটি কোথায় গড়ে ওঠে ?
(A) মুম্বাই (B) আমেদাবাদ (C) সুরাট (D) ফোর্ট গ্নস্টার
Answer:- ফোর্ট গ্নস্টার

ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কোথায় গড়ে ওঠে ?
(A) চেন্নাই (B) বিশাখাপত্তনম (C) মুম্বাই (D) চণ্ডীগড়
Answer:- বিশাখাপত্তনম

ভারতের প্রথম বিমানশিল্প কারখানা কোথায় ?
(A) কানপুর (B) বিশাখাপত্তনম (C) ব্যাঙ্গালাের (D) কোচি
Answer:- ব্যাঙ্গালাের

নীচের কোন স্টিল প্লান্ট স্টেনলেস স্টিল (Stainless steel) উৎপাদনের জন্য বিখ্যাত ?
(A) সালেম (B) দুর্গাপুর (C) ভিলাই (D) রাউরকেল্লা
Answer:- সালেম

নীচের চারটির মধ্যে কোথায় একটি সার কারখানা আছে ?
(A) সিন্ধ্রী (B) রাঁচি (C) আমেদাবাদ (D) কোচি
Answer:- সিন্ধ্রী

মানুষের খাদ্য পরিপাক শুরু হয় কোথায় ?
[ A ] মুখগহ্বর
[ B ] পাকস্থলী [ C ] গ্ৰাসনালি [ D ] জেজুনাম
Answer:- মুখগহ্বর

মানুষের দেহে সবচেয়ে ছােটো অস্থি হল—
[ A ] ফিমার
[ B ] স্টেপিস [ C ] মেলিয়াস [ D ] হিউমেরাস
Answer:- স্টেপিস

ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার ইচ্ছে প্রকাশ করা হয়েছে?
(A) 40 নং ধারা
(B) 41 নং ধারা (C) 42 নং ধারা D)43নং ধারা
Answer:- 40 নং ধারা

কোন খনিজ পদার্থের অভাবে গলগণ্ড রােগ হয় ?
( a ) ক্লোরিন
( b ) আয়ােডিন ( c ) ফুয়ােরিন ( d ) আয়রণ
Answer:- আয়ােডিন

নিম্নের কোন জোড়টি অন্যদের থেকে ভিন্ন ?
A. 13-16 B. 32-45 C. 12-15 D.16-30
Answer:- 16-30

ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল ?
(A) জুলাই, 1947
(B) জুন, 1946 (C) আগস্ট, 1947 (D) আগস্ট, 1946
Answer:- জুলাই, 1947

মারাঠা ‘ পত্রিকা প্রকাশিত করেছিল?
(A) বি জি তিলক
(B) এম.জি. রানাডে। (C) সাভারকার (D) দেশমুখ
Answer:- বি জি তিলক

লাইফ ডিভাইন কে লিখেছেন?
(A) আরবীন্দ ঘোষ
(B) বোন নিবেদিতা। (C) স্বামী বিবেকানন্দ (D) কেশবচন্দ্র সেন
Answer:- আরবীন্দ ঘোষ

চোখের জলে কোন উৎসেচক থাকে ?
A. লাইসোজাইম B. হাইড্রোজেন C. অক্সিজেন D. কার্বন-ডাই অক্সাইড
Answer:- লাইসোজাইম

পায়রার বায়ুথলির সংখ্যা রয়েছে কতগুলি ?
A. ৭ টি B. ৮ টি C. ৯ টি D. ১০ টি
Answer:- ৯ টি

জল ও কার্বন-ডাই অক্সাইড কিসের উপাদান ?
A. সোডা ওয়াটার B. সাধারণ পানি C. কার্বন-ডাই অক্সাইড D. জল ও কার্বন-ডাই অক্সাইড
Answer:- সোডা ওয়াটার

ভারতের সর্ববৃহৎ নগরী কী ?
A. মুম্বাই B. দিল্লি C. কলকাতা D. চেন্নাই
Answer:- মুম্বাই

ভারতের সর্ববৃহৎ রাজ্য কী ?
A. রাজস্থান B. মহারাষ্ট্র C. উত্তর প্রদেশ D. তামিলনাড়ু
Answer:- রাজস্থান

ভারতের সর্ববৃহৎ জনসংখ্যার রাজ্য কী ?
A. উত্তর প্রদেশ B. বিহার C. মহারাষ্ট্র D. তামিলনাড়ু
Answer:- মহারাষ্ট্র

কোন সংখ্যার 40% থেকে 150 এর 20% বিয়োগ করলে বিয়োগফল হয় 2 ?
[A] 70 [B] 80 [C] 100 [D] 105
Answer:- 80

সুদের হার 5% হ্রাস পাওয়ায় কোন টাকার 4 বছরের সরল সুদ 100 টাকায় হ্রাস পায়।তবে আসল কত ?
[A] 500 টাকা [B] 5000 টাকা [C] 400 টাকা [D] 4000 টাকা
Answer:- 500 টাকা

একটি সংখ্যাকে প্রথমে 20% বাড়িয়ে এবং পরে আবার 20% বাড়ালে সংখ্যাটি মোটের উপর কত % বাড়বে ?
[A] 40% [B] 363% [C] 42% [D] 44%
Answer:- 44%

তিনটি সংখ্যার অনুপাত 3:4:6 এবং তাদের গসাগু 12 হলে লসাগু কত ?
[A] 72 [B] 96 [C] 192 [D] 144
Answer:- 144

যদি “A” দ্বারা “গুণ” বোঝায়, “B” দ্বারা “বিয়োগ” বোঝায়, “C” দ্বারা “যোগ” বোঝায় এবং “D” দ্বারা “ভাগ” বোঝায়। তাহলে
7 B 17 C 88 D 11 A 6 = ? (a) 27 (b) 28 (c) 38 (d) 26
Answer:- 38

একটি নির্দিষ্ট কোড ভাষায়, “BORROW” কে “769965” এবং “BOMB” কে “7647” হিসাবে লেখা হয়।  কিভাবে “WOMB” কোড ভাষায় লেখা হয়?
(a) 5647 (b) 5467 (c) 5677 (d) 5776
Answer:- 5647

বিনীত রমনের চেয়ে লম্বা কিন্তু জ্যোতির চেয়ে খাটো।  সুমিত সবচেয়ে খাটো।  দীপক সুমিতের চেয়ে লম্বা কিন্তু রমনের চেয়ে খাটো।  সবচাইতে লম্বা কে?
(a) জ্যোতি (b) রমন (c) বিনীত (d) দীপক
Answer:- জ্যোতি

সীসার আকরিক নিচের কোনটি?
(a) বক্সাইট (b) গ্যালেনা (c) ক্যালামাইট (d) ডলোমাইট
Answer:- গ্যালেনা

দাক্ষিণাত্য ক্ষত কোন শাসকের সাথে সম্পর্কিত?
(a) আলাউদ্দিন খিলজী (b) আকবর (c) ঔরঙ্গজেব (d) নিজাম
Answer:- ঔরঙ্গজেব

নিম্নের কোনটি উদ্ভিদের সংবহন মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়?
(a) রক্ত (b) হিমসায়ানিন তরল (c) জল (d) গ্লুকোজ
Answer:- জল

ময়ূরাক্ষী নদীর উৎপত্তিস্থল কোথায়?
(a) হিমালয় পর্বত (b) বিহারীনাথ পাহাড় (c) গঙ্গা নদী (d) ত্রিকূট পাহাড়
Answer:- ত্রিকূট পাহাড়

এদের মধ্যে কোনটি দৈর্ঘ্যের একক নয়?
(a) আলোকবর্ষ (b) মাইক্রন (c) এ ইউ (A.U) (d) রেডিয়ান
Answer:- রেডিয়ান

গ্রানাইট শিলা থেকে কোন মাটির সৃষ্টি হয়?
(a) বেলে (b) এঁটেল (c) কাদামাটি (d) সবকটি
Answer:- বেলে

যেসব জীব জলাশয়ের নিচে বসবাস করে তাদের কি বলা হয়?
(a) নেকটন (b) বেনথস (c) ফাইটোপ্লাংটন (d) জুপ্লাংকটন
Answer:- বেনথস

শ্বাসনালী বা ট্রাকিয়ার সাহায্যে নিম্নের কোন প্রাণী শ্বাসকার্য চালায়?
(a) প্রজাপতি (b) চিংড়ি (c) কেঁচো (d) হাইড্রা
Answer:- প্রজাপতি

এক অনু কাপড় কাচার সোডায় কত অনু জল উপস্থিত আছে?
(a) 8 (b) 5 (c) 7 (d) 10
Answer:- 10

শব্দের প্রাবল্যের একক কি?
(a) হার্জ (b) সমমেল (c) ওয়াট (d) ডেসিবেল
Answer:- ডেসিবেল

মালিক কাফুর কার সেনাপতি ছিলেন?
A. আলাউদ্দিনের B. ইলতুৎমিসের C. রাজিয়ার D. বলবনের
Answer:- আলাউদ্দিনের

শ্রীলংকার জাতীয় ভাষা কি?
A. তামিল B. কন্নড় C. সিংহলি D. তেলুগু
Answer:- সিংহলি

স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি কে?
A. হীরালাল জে কানাইয়া B. এ এন রায় C. বি পি সিনহা D. পিএন ভগবতী
Answer:- হীরালাল জে কানাইয়া

Leave a Comment