Most Important Bengali mcq gk for WBP/KP
Computer প্রোগ্রামের ত্রুটিকে বলা হয়
(A) স্পাম (B) ফোলিস (C) ভাইরাস (D) বাগস্
Answer:- বাগস্
নীচের কোন সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে ?
(A) ইউরিয়া (B) অ্যামোনিয়াম নাইট্রেট (C) পটাশিয়াম নাইট্রেট (D) অ্যামোনিয়াম ফসফেট
Answer:- ইউরিয়া
পিতল কোনটির মিশ্রণ ?
(A) তামা ও দস্তা (B) তামা ও টিন (C) তামা, নিকেল ও দস্তা (D) তামা, অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম
Answer:- তামা ও দস্তা
ভারতীয় দণ্ডবিধির কোন ধারায় ব্যভিচার সংক্রান্ত আইনের উল্লেখ রয়েছে ?
(A) 496 (B) 497 (C) 498 (D) 499
Answer:- 497
সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসনবিভাগীর ক্ষমতা দেয়া হয়েছে ?
(A) 156 (B) 155 (C) 154 (D) 153
Answer:- 154
ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রকার
(A) একস্তর (B) দ্বিস্তর (C) তিনস্তর (D) চারস্তর
Answer:- তিনস্তর
ফ্লাড অফ ফায়ার’ বইটি কার লেখা ?
(A) অমিত মিত্র (B) অমিত চৌধুরী (C) অমিতাভ ঘোষ (D) অতুল কে ঠাকুর
Answer:- অমিতাভ ঘোষ
World Day for War Orphans কবে পালিত হয় ?
(A) 3রা জানুয়ারি (B) 4ঠা জানুয়ারি (C) 5ই জানুয়ারি (D) 6ই জানুয়ারি
Answer:- 6ই জানুয়ারি
অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়েছিল ?
(A) সিঙ্গাপুর -এ (B) টোকিও -তে (C) বার্লিন -এ (D) রোম -এ
Answer:- সিঙ্গাপুর -এ
কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে ‘ভারত ছাড়’ আন্দোলনের প্রস্তাব প্রথম গ্রহণ করে ?
(A) ওয়ার্ধা (B) বারানসী (C) কলকাতা (D) দিল্লী
Answer:- ওয়ার্ধা
অসহযোগ আন্দোলন কোন সালে সাময়িকভাবে মূলতুবী রাখা হয়েছিল ?
(A) 1918 (B) 1920 (C) 1922 (D) 1924
Answer:- 1922
ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ’ — কে প্রতিষ্ঠা করেন ?
(A) রাসবিহারী বসু (B) সুভাষ চন্দ্র বসু (C) মহাত্মা গান্ধী (D) জহরলাল নেহেরু
Answer:- রাসবিহারী বসু
বিখ্যাত পাকিস্তান প্রস্তাব কোথায় পাশ হয় ?
(A) লাহোর (B) দিল্লী (C) বোম্বে (D) লক্ষ্ণৌ
Answer:- লাহোর
সম্প্রতি কোন দেশে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে ভাষণ দিয়েছেন?
ক অস্ট্রেলিয়া খ. নিউজিল্যান্ড গ. ইতালি d আমেরিকা
Answer:- নিউজিল্যান্ড
সুং দাও সম্প্রতি মারা গেছেন। তিনি কে ছিলেন?
ক গায়ক খ. ফুটবলার গ. বিজ্ঞানী d সমাজকর্মী
Answer:- বিজ্ঞানী
কোন রাজ্য সরকার সম্প্রতি স্থানীয় সংস্থা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ব্যক্তিদের জন্য ‘দুই সন্তান’ নীতি বাতিল করেছে?
ক রাজস্থান খ. অন্ধ্রপ্রদেশ গ. বিহার d গুজরাট
Answer:- অন্ধ্রপ্রদেশ
কোন রাজ্য সরকার সম্প্রতি ‘উপস্থিতি’ পোর্টাল চালু করেছে?
ক ছত্তিশগড় খ. গোয়া গ. পশ্চিমবঙ্গ d জম্মু ও কাশ্মীর
Answer:- ছত্তিশগড়
সম্প্রতি কে ডিবিএস গ্রুপের প্রথম মহিলা সিইও নিযুক্ত হয়েছেন?
ক দীনেশ উৎকল খ. তাং সি জো গ. তান সু শান d আর. শ্রীজেশ
Answer:- তান সু শান
সম্প্রতি কোন বিমানবন্দরে ‘পাঞ্জাব সহায়তা কেন্দ্র’ খোলা হয়েছে?
ক লখনৌ খ. কলকাতা বিমানবন্দর গ. দিল্লি বিমানবন্দর d গুয়াহাটি বিমানবন্দর
Answer:- লখনৌ
কোন রাজ্য সরকার সম্প্রতি ভারতের তৃতীয় বৃহত্তম বাঘ সংরক্ষণের অনুমোদন দিয়েছে?
ক ছত্তিশগড় খ. গুজরাট। গ.মধ্যপ্রদেশ d হিমাচল প্রদেশ
Answer:- ছত্তিশগড়
কে সম্প্রতি সশস্ত্র বাহিনীর মেডিকেল সার্ভিসের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন?
ক বিকাশ লাখেরা খ. উত্তম দুবে গ. অনুপম কাপুর d সতীশ ঝা
Answer:- অনুপম কাপুর
সম্প্রতি ভারত এবং কোন দেশ তাদের পররাষ্ট্র দফতরে পরামর্শ করেছে?
ক কানাডা খ. জাম্বিয়া গ. জাপান d অস্ট্রেলিয়া
Answer:- জাম্বিয়া
ভারতের দ্বিতীয় বৃহত্তম জনবহুল রাজ্য কোনটি?
A) উত্তর প্রদেশ B) বিহার C) পশ্চিমবঙ্গ D) মহারাষ্ট্র
Answer:- মহারাষ্ট্র
ভারতে প্রথম কোথায় বায়োস্ফিয়ার রিজার্ভ প্রতিষ্ঠিত হয়েছিল?
A) নকরেক B) সুন্দরবন C) নীলগিরি D) পেরিয়ার
Answer:- নীলগিরি
ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হয়েছিলেন কে?
A) লর্ড ক্যানিং B) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক C) লর্ড লিটন D) লর্ড ক্লাইভ
Answer:- লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
রাজ্যসভার সভাপতি হলেন-
A)ভারতের রাষ্ট্রপতি B) ভারতের উপ-রাষ্ট্রপতি C) ভারতের প্রধানমন্ত্রী D) ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী
Answer:- ভারতের উপ-রাষ্ট্রপতি
ভারতের ‘সংবিধান দিবস’ পালিত হয় কবে?
A) 26শে জানুয়ারী B) 25শে অক্টোবর C) 5ই জানুয়ারী D) 26শে নভেম্বর
Answer:- 26শে নভেম্বর
শিবসমুদ্রম জলপ্রপাত নিম্নের কোন নদীর উপর অবস্থিত আছে?
A) নর্মদা B) মহানদী C) কাবেরী D) বরাহী
Answer:- কাবেরী
কোন সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়েছে?
A) 1991 B) 1990 C) 1992 D) 1994
Answer:- 1992
কখন মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসাবে নামকরণ করা হয়?
A) 14 জানুয়ারি, 1969 B) 4 ডিসেম্বর, 1969 C) 27 জানুয়ারি, 1969 D) 16 আগস্ট, 1969
Answer:- 14 জানুয়ারি, 1969
সোমাসিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
A) মধ্যপ্রদেশ B) কর্ণাটক C) অন্ধপ্রদেশ D) মহারাষ্ট্র
Answer:- অন্ধপ্রদেশ
দুইজন প্রার্থীর একটি নির্বাচনে মোট 6৪টি ভোট অবৈধ ঘোষণা করা হয়। বিজয়ী প্রার্থী 52% ভোট অর্জন করেন এবং 9৪ ভোটে জয়ী হন। মোট ভোটের সংখ্যা কত?
(a) 2300 (b) 2400 (c) 2450 (d) 2518
Answer:- 2518
ভারতবর্ষের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি❓
a) জিম করবেট
b) সুন্দরবন c) বক্সা d) কোনটাই নয়
Answer:- জিম করবেট
কোন গ্যাস অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী ❓
a) কার্বন ডাই অক্সাইড
b) মিথেন c) কার্বন মনোক্সাইড d) সালফার ডাই অক্সাইড
Answer:- সালফার ডাই অক্সাইড
ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি ❓
a) নেপাল
b) পাকিস্তান c) মায়ানমার d) চীন
Answer:- চীন
যে সকল উদ্ভিদ মরুভূমি অঞ্চলে জন্মায় তাদের কি বলে ❓
a) জেরোফাইট উদ্ভিদ
b) হ্যালোফাইট উদ্ভিদ c) মেসোফাইট উদ্ভিদ d) কোনটাই নয়
Answer:- জেরোফাইট উদ্ভিদ
ইলেকট্রনিক জেনারেটর কে আবিষ্কার করেন ❓
a) মাইকেল ফ্যারাডে
b) নিউটন c) ডারউইন d) রজার বেকন
Answer:- মাইকেল ফ্যারাডে
মিড ডে মিল প্রথম শুরু হয় কোথায় ❓
a) পাঞ্জাব
b) তামিলনাড় c) হরিয়ানা d) বিহার
Answer:- তামিলনাড়ু
সিটি অফ প্যালেস কাকে বলা হয় ❓
a) কলকাতা
b) মুম্বাই c) হায়দ্রাবাদ d) দিল্লি
Answer:- কলকাতা
রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন❓
a) দেবেন্দ্রনাথ ঠাকুর
b) রাজা রামমোহন রায় c) স্বামী বিবেকানন্দ d) রামকৃষ্ণ পরমহংস দেব
Answer:- স্বামী বিবেকানন্দ
কোন গ্রহকে “স্বর্গের দেবতা” বলা হয় ❓
a) পৃথিবী
b) নেপচুন c) বৃহস্পতি d) বুধ
Answer:- বৃহস্পতি
গোল্ডেন গ্লোব পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয় ❓
a) ভারত
b) রাশিয়া c) আমেরিকা d) ফ্রান্স
Answer:- আমেরিকা
আন্তর্জাতিক পরিবার দিবস হল –
a) 15 মে
b) 10 মে c) 27 মে d) 25 মে
Answer:- 15 মে
সবচেয়ে ক্ষুদ্রতম মেমোরি একক হল –
a) বিট
b) বাইট c) মেগাবাইট d) গিগাবাইট
Answer:- বিট
আলজেরিয়ার মুদ্রার নাম-
a) দিনার
b) পুলা c) সেভি d) ফ্রাঙ্ক
Answer:- দিনার
ভারতীয় সংবিধানের কয়টি ভাগ বা অংশ আছে ❓
a) 20 টি
b) 24 টি c) 26 টি d) 28 টি
Answer:- 24 টি
রাজঘাট কার সমাধিস্থল ❓
a) ইন্দিরা গান্ধী
b) লাল বাহাদুর শাস্ত্রী c) মহাত্মা গান্ধী d) এদের কেউই নন
Answer:- মহাত্মা গান্ধী
নতুন রাজ্য গঠন করা বা বর্তমান রাজ্যের সীমানা পরিবর্তন করার অধিকারী হলো –
a) রাষ্ট্রপতি
b) নির্বাচন কমিশন c) সংসদ d) সুপ্রিম কোর্ট
Answer:- সংসদ
নিচের কোন আইআইটি 6G এর জন্য বুদ্ধিমান রিসিভার তৈরি করছে?
(a) IIT কানপুর (b) IIT গুয়াহাটি (c) IIT ইন্দোর (d) IIT রাঁচি
Answer:- IIT ইন্দোর
সম্প্রতি ‘আন্তর্জাতিক ছাত্র দিবস’ পালিত হয়েছে কোন দিন?
(a) 18 নভেম্বর
(b) 17 নভেম্বর (c) 16 নভেম্বর (d) 15 নভেম্
Answer:- 17 নভেম্বর
নিচের মধ্যে কে শীর্ষ বিশ্বব্যাপী গ্রীনহাউস গ্যাস নির্গমনকারী হয়েছেন?
(a) সাংহাই (b) ওয়াশিংটন (c) টোকিও (d) নিউ ইয়র্ক
Answer:- সাংহাই
সম্প্রতি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ T20I উইকেট সংগ্রাহক কে হয়েছেন?
(a) ভুবনেশ্বর কুমার (b) জসপ্রিত বুমরাহ (c) আরশদীপ সিং (d) উপরের কোনটিই নয়
Answer:- আরশদীপ সিং
ভারতের কোন রাজ্যে “ক্রান্তিয় শুষ্ক চিরহরিৎ” অরণ্য বেশি রয়েছে?
(A) পশ্চিমবঙ্গ
(B) রাজস্থান (C) গুজরাট (D) তামিলনাড়ু
Answer:- তামিলনাড়ু
ভারতের প্রথম “সিমেন্ট” কারখানা কোথায় গড়ে ওঠে?
(A) কলকাতা
(B) হায়দ্রাবাদ (C) চেন্নাই (D) মুম্বাই
Answer:- চেন্নাই
ভারতের প্রথম সফল “কাগজের কল” গড়ে ওঠে কোথায়?
(A) শ্রীরামপুর
(B) ঘুসুড়ি (C) রিষরা (D) বালিগঞ্জ
Answer:- বালিগঞ্জ
ভারতের প্রথম “বস্ত্রবয়ন শিল্প” গড়ে ওঠে কোন শহরে?
(A) ঘুসুড়ি
(B) রিষরা (C) শ্রীরামপুর (D) বালিগঞ্জ
Answer:- ঘুসুড়ি
স্বাধীন ভারতের শিল্পে “মিশ্র অর্থনীতির” প্রবক্তা কে ছিলেন?
(A) অমর্ত্য সেন (B) শ্যামাপ্রসাদ মুখার্জী (C) প্রশান্ত চন্দ্র মহলানবিশ (D) এম এস স্বামিনাথন
Answer:- শ্যামাপ্রসাদ মুখার্জী
M5D, O7G, Q10J, ?, U19P
(a) S14M (b) S15N (c) N15S (d) N16S
Answer:- S14M
325, 259, 204, 160, 127, 105, ?
(a) 94 (b) 96 (c) 98 (d) 100
Answer:- 94
A, CD, GHI, ?, UVWXY
(a) LMNO (b) MNO (c) MNOP (d) NOPQ
Answer:- MNOP
চেনচু’ উপজাতিভুক্ত মানুষদের দেখতে পাওয়া যায় প্রধানত-
A) আন্দামান-নিকোবর B) অন্ধ্রপ্রদেশ C) পশ্চিমবঙ্গ D) পাঞ্জাব
Answer:- অন্ধ্রপ্রদেশ
নিচের মধ্যে কোন গ্রহটি অভ্যন্তরীণ সৌরজগতের সদস্য?
A) মঙ্গল B) শনি C) নেপচুন D) বৃহস্পতি
Answer:- মঙ্গল
1857 সালের মহাবিদ্রোহের সময় লখনউয়ের শাসক কে ছিলেন?
A) বেগম হযরত মহল B) মৌলভী আহমদুল্লাহ শাহ C) তাতিয়া টোপি D) মৌলভী লিয়াকত আলী
Answer:- বেগম হযরত মহল
India Divided বইটি কে লিখেছেন?
A) ভগৎ সিংহ B) মহাত্মা গান্ধী C) রাজেন্দ্র প্রসাদ D) সুভাষচন্দ্র বসু
Answer:- রাজেন্দ্র প্রসাদ
চোখের কোন অংশে প্রতিবিম্ব তৈরি হয়?
A) কর্নিয়া B) লেন্স C) রেটিনা D) অপটিক্যাল স্নায়ু
Answer:- রেটিনা
তড়িৎ পরিবাহিতা সবচেয়ে বেশি-
A) Al B) Au C) Cu D) Ag
Answer:- AG
সবরমতী নদী নিচের কোন পর্বতমালায় উৎপন্ন হয়েছে?
A) পশ্চিমঘাট B) বিন্ধ্য C) আরাবল্লী D) সাতপুরা
Answer:- আরাবল্লী
ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে ভারত একটি ‘Union of States’?
A) ধারা 1 B) ধারা 2 C) ধারা 19 D) ধারা 17
Answer:- ধারা 1
ছত্রিশগড় রাজ্য তৈরি হয়েছে কোন রাজ্য ভেঙে?
A) মধ্যপ্রদেশ B) ঝাড়খন্ড C) পাঞ্জাব D) ওড়িশা
Answer:- মধ্যপ্রদেশ
হর্ষচরিত রচনা করেন নিম্নের কে?
A) হরিসেন B) কালিদাস C) বাণভট্ট D) হর্ষবর্ধন
Answer:- বাণভট্ট
ভারতে দ্বিতীয়বারের মতো এশিয়ান গেমস কোন সালে অনুষ্ঠিত হয়?
A) 1951 B) 2015 C) 1982 D) 1978
Answer:- 1982
পর্তুগীজদের প্রথম রাজধানী কোথায় ছিল?
A) গোয়া B) কোচিন C) চন্দননগর D) মাদ্রাজ
Answer:- কোচিন
নিম্নের কোন শহরটি ‘গার্ডেন সিটি’ নামে পরিচিত?
A) সিমলা B) পুনে C) বেঙ্গালুরু D) জয়পুর
Answer:- বেঙ্গালুরু
প্রতিবছর কোন তারিখে পালিত হয় জাতীয় যুব দিবস?
A) 12 জানুয়ারী B) 11 ফেব্রুয়ারী C) 9 জানুয়ারী D) 10 জানুয়ারী
Answer:- 12 জানুয়ারী
কোনটি ‘গ্রিনহাউস গ্যাস’ নয়?
A) মিথেন B) হাইড্রোজেন C) কার্বন-ডাই-অক্সাইড D) নাইট্রাস অক্সাইড
Answer:- হাইড্রোজেন
সম্প্রতি ডাঃ ইয়ামিনী কৃষ্ণমূর্তি মারা গেছেন। তিনি কে ছিলেন?
ক ডাক্তার খ. অভিনেত্রী গ. ক্লাসিক্যাল ড্যান্সার d গায়ক
Answer:- ক্লাসিক্যাল ড্যান্সার
সম্প্রতি সুপ্রিম কোর্ট আয়োজিত ‘বিশেষ লোক আদালত’ কোথায় শেষ হয়েছে?
ক আহমেদাবাদ খ. নতুন দিল্লি গ. অমৃতসর d কলকাতা
Answer:- নতুন দিল্লি
কোথায় সম্প্রতি দেশব্যাপী অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা?
ক জার্মানি খ.আফগানিস্তান গ. বাংলাদেশ d শ্রীলঙ্কা
Answer:- বাংলাদেশ
আয়ুষ মন্ত্রক সম্প্রতি কার সাথে একটি দাতা চুক্তি স্বাক্ষর করেছে?
ক বিআরও খ. WHO গ. WTO d নাবার্ড
Answer:- WHO
টাটার সেমিকন্ডাক্টর ইউনিটের নির্মাণ কাজ সম্প্রতি কোথায় শুরু হয়েছে?
ক আহমেদাবাদ খ. অমৃতসর গ. মরিগানভ d ভোপাল
Answer:- মরিগানভ
সম্প্রতি 14 তম ভারত-ভিয়েতনাম প্রতিরক্ষা নীতি সংলাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
ক দুবাই খ. নিউইয়র্ক গ. নতুন দিল্লি d কলম্বো
Answer:- নতুন দিল্লি
কোন রাজ্য সরকার সম্প্রতি মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মাইনীয় সম্মান যোজনা চালু করেছে?
ক হরিয়ানা খ.ঝাড়খণ্ড গ. মধ্য প্রদেশ d বিহার
Answer:- হরিয়ানা
সম্প্রতি কোথায় দুই দিনব্যাপী আকাশবাণী সঙ্গীত উৎসব অনুষ্ঠিত হয়েছে?
ক কলকাতা খ. লখনও গ. নতুন দিল্লি d ভোপাল
Answer:- কলকাতা
কোন গ্যাসের জন্য পিতল বায়ুতে রাখলে বিবর্ণ হয়ে যায়?
A) নাইট্রোজেন B) হাইড্রোজেন সালফাইড C) অক্সিজেন D) কার্বন ডাই অক্সাইড
Answer:- হাইড্রোজেন সালফাইড
কত সালে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথাকে অপরাধ বলে ঘোষণা করে বাতিল করেছিলেন?
A) 1826 B) 1825 C) 1829 D) 1827
Answer:- 1829
লোহার পারমাণবিক ক্রমাঙ্ক কত?
A) 20 B) 24 C) 26 D) 22
Answer:- 26
নিচের কোনটি জৈব অ্যাসিড?
A) সাইট্রিক অ্যাসিড B) নাইট্রিক অ্যাসিড C) ফসফরিক অ্যাসিড D) সালফিউরিক অ্যাসিড
Answer:- সাইট্রিক অ্যাসিড
পূর্বের কোন দেশগুলির সাথে ভারতের স্থল সীমানা রয়েছে?
A) মায়ানমার ও বাংলাদেশ B) চীন, নেপাল এবং ভুটান C) ভুটান ও আফগানিস্তান D) পাকিস্তান ও আফগানিস্তান
Answer:- মায়ানমার ও বাংলাদেশ
ভারতের জাতীয় পশু বাঘের বিজ্ঞানসম্মত নাম কি?
A) প্যান্থেরা লিও B) প্যান্থেরা টাইগ্রিস C) জিরাফা D) এলিফাস ম্যাক্সিমাস
Answer:- প্যান্থেরা টাইগ্রিস
6, 11, 21, 36, 56, — এই ক্রমে ফাঁকা জায়গায় কোন সংখ্যা হবে ?
(A) 78 (B) 81 (C) 82 (D) 86
Answer:- 81
10 থেকে 100 10 লিখতে গেলে 7 সংখ্যাটি কতবার ব্যবহৃত হবে ?
(A) 20 (B) 19 (C) 10 (D) 11
Answer:- 19
নীচের কোনটি অন্যদের থেকে আলাদা ?
(A) 27 (B) 64 (C) 81 (D) 125
Answer:- 81
একটি ষড়ভুজের সবকটি অভ্যন্তরীণ কোণের যোগফল হল
(A) 720° (B) 360° (C) 180° (D) 600°
Answer:- 720°
6, 18, 72, 360, 2160, — এই ক্রমে ফাঁকা জায়গায় কোন সংখ্যা হবে ?
(A) 12120 (B) 13120 (C) 14120 (D) 15120
Answer:- 15120
মালেশিয়ার মুদ্রার নাম কি?
(A) নুলট্রাম
(B) কেডি (C) রিংগিট (D) রিয়াল
Answer:- রিংগিট
থাইল্যান্ডের মুদ্রার নাম কি?
(A) লিরা
(B) বাহাৎ (C) নাইরা (D) বেলগ্রেড
Answer:- বাহাৎ
ফিজির রাজধানীর নাম কি?
(A) সুভা
(B) আবুজা (C) বিশকেক (D) আদ্দিস আবাবা
Answer:- সুভা
মায়ানমারের মুদ্রার নাম কি?
(A) পেসেটা
(B) কায়াত (C) শিলিং (D) ড্রাচমা
Answer:- কায়াত
মায়ানমারের পার্লামেন্টের নাম কি?
(A) ফ্লোকেটিং
(B) আপিনগি (C) পাইথু লুট্টাও (D) জাতীয় সংসদ
Answer:- পাইথু লুট্টাও
নরওয়ের পার্লামেন্টের নাম কি?
(A) নেসেট
(B) সেনেট (C) মোনারকি (D) স্টরর্টিং
Answer:- স্টরর্টিং
গাড়ির হেড লাইটে” কোন লেন্স ব্যাবহার করা হয়?
(A) বক্রতল
(B) উত্তল (C) অবতল (D) সমতল
Answer:- অবতল
সবথেকে “তাপের কুপরিবাহি” বস্তুর নাম কি?
(A) অ্যালুমিনিয়াম
(B) ট্যানটালাম কার্বাইট (C) আয়রন (D) কপার
Answer:- ট্যানটালাম কার্বাইট