WBP Bengali gk mcq 2024

WBP Bengali gk mcq 2024

ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি?
(A) যোগ
(B) কুঞ্চিকাল (C) বেদাঘাট (D) বিশপ
Answer:- কুঞ্চিকাল

ভারতের কোথায় টোডা উপজাতির দেখা পাওয়া যেতে পারে ?
(A) সিকিম
(B) আন্দামান (C) নীলগিরি (D) গারো
Answer:- নীলগিরি

ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন?
(a) সুচেতা কৃপালিনী (b) অ্যানি বেসান্ত (c) বিজয়লক্ষ্মী পন্ডিত (d) ইন্দিরা গান্ধী
Answer:- অ্যানি বেসান্ত

আলোকরশ্মির প্রাথমিক রংগুলি-
(a) লাল, সবুজ, নীল, হলুদ (b) লাল, নীল, সবুজ (c) হলুদ, নীল, লাল, ছাই রং (d) উপরের কোনোটিই নয়
Answer:- লাল, নীল, সবুজ

যে উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তা হল-
(a) ভিটামিন A (b) ফোলিক অ্যাসিড (c) ভিটামিন D (d) ভিটামিন K
Answer:- ভিটামিন K

কবে সারা বিশ্বজুড়ে ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন ডে পালিত হল?
(a) ৮ ডিসেম্বর (b) ৬ ডিসেম্বর (c) ৭ ডিসেম্বর (d) ১০ ডিসেম্বর
Answer:- ৬ ডিসেম্বর

প্রোটিন সনাক্তকরণের পরীক্ষা হল-
(a) মলিশেষের পরীক্ষা (b) বিউরেট পরীক্ষা (c) ডি.এন.পি পরীক্ষা (d) বেনেডিক্টের পরীক্ষা
Answer:- বিউরেট পরীক্ষা

গুপ্ত বংশের কোন রাজা ‘লিচ্ছবিদৌহিত্র’ নামে পরিচিত?
(a) সমুদ্রগুপ্ত (b) দ্বিতীয় চন্দ্রগুপ্ত (c) কুমার গুপ্ত (d) স্কন্দগুপ্ত
Answer:- সমুদ্রগুপ্ত

কাকে বলা হয় ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা?
(a) রবীন্দ্রনাথ ঠাকুর (b) রাজা রামমোহন রায় (c) এম. কে. গান্ধী (d) স্বামী বিবেকানন্দ
Answer:- রাজা রামমোহন রায়

ভারত ও বাংলাদেশের মধ্যে ‘গঙ্গাজল চুক্তি’ সম্পাদিত হয়েছিল কোন সালে?
(a) 1994 সালে (b) 1995 সালে (c) 1996 সালে (d) 1997 সালে
Answer:- 1996 সালে

ভারতীয় অঙ্গ দান দিবস কবে পালন করা হয়?
A) 28 নভেম্বর B) 29 নভেম্বর C) 30 নভেম্বর D) 27 নভেম্বর
Answer:- 27 নভেম্বর

বেটি বাঁচাও বেটি পড়াও অভিযান কবে শুরু হয়েছিল?
A) 2014 B) 2015 C) 2016 D) 2019
Answer:- 2015

13, 25, 51, 101, 203, ?
[A] 417
[B] 318 [C] 409 [D] 405
Answer:- 405

সঞ্জয় দক্ষিণ দিকে 15 মিটার হাঁটার পর বাঁদিকে ঘুরলেন ও 25 মিটার হেঁটে আবার ডান দিকে ঘুরে তিনি আরোও 25 মিটার হাঁটলেন। শেষ পর্যন্ত সঞ্জয় কোন দিকে গেলেন ?
[A] পূর্ব
[B] দক্ষিণ [C] পশ্চিম [D] উত্তর
Answer:- দক্ষিণ

আত্মীয় সভা – নিম্নের কে প্রতিষ্ঠা করেন ?
[a] রাজা রামমোহন রায়
[b] দ্বারকানাথ ঠাকুর [c] দেবেন্দ্রনাথ ঠাকুর [d] দীনবন্ধু মিত্র
Answer:- রাজা রামমোহন রায়

নিম্নের কে অমৃতবাজার পত্রিকা প্রতিষ্ঠা করেন ?
[a] দেবেন্দ্রনাথ ঠাকুর
[b] উমেশচন্দ্র ব্যানার্জী [c] শিশির কুমার ঘোষ [d] আনন্দমোহন বসু
Answer:- শিশির কুমার ঘোষ

1885 সালে অনুষ্ঠিত ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে হন ?
[a] উমেশচন্দ্র ব্যানার্জী
[b] বদরুদ্দীন তায়েবজি [c] সুরেন্দ্রনাথ ব্যানার্জী [d] সরোজিনী নাইডু
Answer:- উমেশচন্দ্র ব্যানার্জী

জাতীয় কংগ্রেসের অধিবেশন কে ‘তিন দিনের তামাশা’ বলে কে অভিহিত করেন ?
[a] বিপিনচন্দ্র পাল
[b] প্রমথনাথ মিত্র [c] অশ্বিনীকুমার মিত্র [d] রবীন্দ্রনাথ ঠাকুর
Answer:- অশ্বিনীকুমার মিত্র

কোন সালে নেহেরু কমিটির রিপোর্ট পেশ হয় ?
[a] 1928
[b] 1927 [c] 1929 [d] 1931
Answer:- 1928

8° চ্যানেল নিম্নের কোন স্থানের মাঝে অবস্থিত ?
[a] ছোট আন্দামান ও কার নিকোবর
[b] মিনিকয় ও লাক্ষাদ্বীপ [c] মালদ্বীপ ও মিনিকয় [d] ভারত ও শ্রীলঙ্কা
Answer:- মালদ্বীপ ও মিনিকয়

নিম্নের কোন রাজ্যের উপকূল সীমারেখা দীর্ঘতম ?
[a] রাজস্থান
[b] অন্ধ্রপ্রদেশ [c] গুজরাট [d] মহারাষ্ট্র
Answer:- গুজরাট

নিম্নের মধ্যে কোন পর্বতশৃঙ্গের উচ্চতা সর্বোচ্চ ?
[a] মাকালু
[b] কাঞ্চনজঙ্ঘা [c] ধোলাগিরি [d] অন্নপূর্ণা
Answer:- কাঞ্চনজঙ্ঘা

বরলাচা গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
[a] হিমাচল প্রদেশ
[b] উত্তরপ্রদেশ [c] উত্তরাখন্ড [d] লাদাখ
Answer:- হিমাচল প্রদেশ

ভিটামিন B-12 এর অভাবে কোন রোগ হয় ?
[a] অ্যাপলাস্টিক অ্যানিমিয়া
[b] সিকল সেল অ্যানিমিয়া [c] নরমোসাইটিক অ্যানিমিয়া [d] পারনিসিয়াস অ্যানিমিয়া
Answer:- পারনিসিয়াস অ্যানিমিয়া

Third In-Person Quad Summit হোস্ট করবে কোন দেশ?
জাপান
ভারত অস্ট্রেলিয়া কেউই নয়
Answer:- অস্ট্রেলিয়া

Cycling Federation of India (CFI)-এর প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন কে?
সমীর সিং
পঙ্কজ সিং কমলেশ পাঠক গৌতম রায়
Answer:- পঙ্কজ সিং

হিউয়েন সাং যখন নালন্দা গিয়েছিলেন তখন নীচের মধ্যে কে নালন্দা মঠের প্রধান ছিলেন?
(a) বুদ্ধঘোষ (b) পদ্মবোধি (c) শীলভদ্র (d) পদ্মসম্ভব
Answer:- শীলভদ্র

ধারা 32 ভারতীয় সংবিধানের কোন অংশের অন্তর্গত?
(a) অংশ 𝐈 (b) অংশ 𝐈𝐈𝐈 (c) অংশ 𝐈𝐕 (d) অংশ 𝐈𝐈
Answer:- অংশ 𝐈𝐈𝐈

পঞ্চায়েতিরাজ ব্যবস্থার সঙ্গে ভারতের সংবিধানের কোন তফশিল সম্পর্কিত?
(a) অষ্টম তফসিল (b) একাদশ তফসিল (c) দ্বাদশ তফসিল (d) প্রথম তফসিল
Answer:- একাদশ তফসিল

GST কততম সংশোধনী আইন হিসেবে চালু করা হয়েছিল?
(a) 101 (b) 102 (c) 103 (d) 100
Answer:- 101

1859 সালের বিদ্রোহে, যেটিতে বাংলার কৃষকরা নীল উৎপাদন করতে অস্বীকার করেছিল, এটি কি নামে পরিচিত?
(a) লাল বিদ্রোহ (b) সবুজ বিদ্রোহ (c) হলুদ বিদ্রোহ (d) নীল বিদ্রোহ
Answer:- নীল বিদ্রোহ

বাংলার কোন গভর্নর সরকারের দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন?
(a) উইলিয়াম বেন্টিঙ্ক (b) রবার্ট ক্লাইভ (c) লর্ড কর্নওয়ালিস (d) ওয়ারেন হেস্টিংস
Answer:- রবার্ট ক্লাইভ

1825 সালে কে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন?
(a) স্বামী বিবেকানন্দ (b) দয়ানন্দ সরস্বতী (c) ভেলাগেলি (d) রাম মোহন রায়
Answer:- রাম মোহন রায়

ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ কোথায় অবস্থিত?
(a) হায়দ্রাবাদ (b) নয়াদিল্লি (c) ইটানগর (d) দেরাদুন
Answer:- নয়াদিল্লি

জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসেবে বিবেচিত?
(a) নিরাপত্তা পরিষদ (b) আন্তর্জাতিক আদালত (c) ট্রাস্টি পরিষদ (d) সাধারণ পরিষদ
Answer:- সাধারণ পরিষদ

ভারতের প্রথম হাইকোর্ট __ সালে প্রতিষ্ঠিত হয়।
(a) 1862 (b) 1867 (c) 1830 (d) 1860
Answer:- 1862

ভারতের সংবিধানের নিম্নলিখিত কোন ধারায় অভিন্ন নাগরিক বিধির উল্লেখ রয়েছে?
(a) ধারা 370 (b) ধারা 44 (c) ধারা 12 (d) ধারা 377
Answer:- ধারা 44

জীবিকার অধিকার সুপ্রিম কোর্ট কর্তৃক কোন বিশেষ মৌলিক অধিকারের অংশ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে?
(a) জীবনের অধিকার (b) চলাচলের স্বাধীনতার অধিকার (c) পেশার স্বাধীনতার অধিকার (d) সুযোগের সমতার অধিকার
Answer:- জীবনের অধিকার

কোন কেন্দ্রশাসিত অঞ্চলের নিজস্ব হাইকোর্ট আছে?
(a) দাদরা ও নগর হাভেলি (b) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (c) দিল্লি (d) চন্ডিগড়
Answer:- দিল্লি

নিচের কোন শাসক জিতল নামক তাম্র মুদ্রার প্রচলন করেছিলেন?
(a) ফিরোজ শাহ তুঘলক (b) ইলতুৎমিস (c) কুলি কুতুব শাহ (d) মহম্মদ বিন তুঘলক
Answer:- ইলতুৎমিস

ফতেপুর সিক্রি কার দ্বারা মুঘল সাম্রাজ্যের রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল?
(a) হুমায়ুন (b) জাহাঙ্গীর (c) আকবর (d) বাবর
Answer:- আকবর

নিচের কোন দল বঙ্গভঙ্গের আন্দোলনকে সমর্থন করেছিল?
(a) ফরোয়ার্ড ব্লক (b) সর্বভারতীয় মুসলিম লীগ (c) ভারতের কমিউনিস্ট পার্টি (d) গদর পার্টি
Answer:- সর্বভারতীয় মুসলিম লীগ

সীমান্ত গান্ধী কাকে বলা হয়?
(a) মহাত্মা গান্ধী (b) খান আব্দুল গফফর খান (c) বাল গঙ্গাধর তিলক (d) মহম্মদ আলি জিন্নাহ
Answer:- খান আব্দুল গফফর খান

ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
(a) ডঃ রাজেন্দ্র প্রসাদ (b) সি রাজাগোপালাচারী (c) ডাঃ সচ্চিদানন্দ সিনহা (d) লর্ড মাউন্টব্যাটেন
Answer:- সি রাজাগোপালাচারী

যদি 55+66=33 এবং 22+99= 33 হয়, তবে 44+88= ?
A. 53
B. 62 C. 72 D. 36
Answer:- 36

দুটি সংখ্যার অনুপাত 4:5। যদি সংখ্যা দুটির প্রত্যেকটিতে 3 যোগ হয়, তবে তাদের অনুপাত হবে 5:6। সংখ্যাদুটি হল?
A. 12,15
B. 13,18 C. 31,29 D. 13,83
Answer:- 12,15

একটি ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত ?
A. 1:12
B. 2:13 C. 1:11 D. 2:22
Answer:- 1:12

6, 8, 10, 12 দিয়ে বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত ?
A.9991
B.9960 C.9906 D.9996
Answer:- 9960

দাক্ষিণাত্য ক্ষত কোন শাসকের সাথে সম্পর্কিত?
(a) আলাউদ্দিন খিলজী (b) আকবর (c) ঔরঙ্গজেব (d) নিজাম
Answer:- ঔরঙ্গজেব

নিম্নের কোনটি উদ্ভিদের সংবহন মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়?
(a) রক্ত (b) হিমসায়ানিন তরল (c) জল (d) গ্লুকোজ
Answer:- জল

ময়ূরাক্ষী নদীর উৎপত্তিস্থল কোথায়?
(a) হিমালয় পর্বত (b) বিহারীনাথ পাহাড় (c) গঙ্গা নদী (d) ত্রিকূট পাহাড়
Answer:- ত্রিকূট পাহাড়

এদের মধ্যে কোনটি দৈর্ঘ্যের একক নয়?
(a) আলোকবর্ষ (b) মাইক্রন (c) এ ইউ (A.U) (d) রেডিয়ান
Answer:- রেডিয়ান

গ্রানাইট শিলা থেকে কোন মাটির সৃষ্টি হয়?
(a) বেলে (b) এঁটেল (c) কাদামাটি (d) সবকটি
Answer:- বেলে

যেসব জীব জলাশয়ের নিচে বসবাস করে তাদের কি বলা হয়?
(a) নেকটন (b) বেনথস (c) ফাইটোপ্লাংটন (d) জুপ্লাংকটন
Answer:- বেনথস

এক অনু কাপড় কাচার সোডায় কত অনু জল উপস্থিত আছে?
(a) 8 (b) 5 (c) 7 (d) 10
Answer:- 10

সবুজ উদ্ভিদে আলোক বর্ণালীর কোন আলোর অঞ্চলে সর্বাধিক সালোকসংশ্লেষ সংঘটিত হয়?
(a) হলুদ ও কমলা (b) সবুজ ও বেগুনি (c) লাল ও নীল (d) নীল ও বেগুনি
লাল ও নীল

দুটি আধান একে অপরকে-
(a) আকর্ষণ করে (b) বিকর্ষণ করে (c) বিকর্ষণ করে না (d) A এবং B উভয় সত্য
Answer:- A এবং B উভয় সত্য

একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 5 cm। দর্পণটিকে জলে ডোবালে তার ফোকাস দূরত্ব হবে-
(a) 1/5 cm (b) 5 cm (c) 5 m (d) 10 cm
Answer:- 5 cm

খেজুর-এর ভোজ্য অংশের নাম কি?
(a) এন্ডোকার্প (b) মেসোকার্প (c) পেরিকার্প (d) রসালো অমরা
Answer:- পেরিকার্প

নিচের উল্লেখিত কোনটি প্রকৃত ফল?
(a) আনারস (b) কাঁঠাল (c) আপেল (d) আঙুর
Answer:- আঙুর

শব্দের প্রাবল্যের একক কি?
(a) হার্জ (b) সমমেল (c) ওয়াট (d) ডেসিবেল
Answer:- ডেসিবেল

তরল যা তড়িৎ পরিচালনা করতে ব্যবহৃত হয় তাকে কি বলা হয়?
(a) সাসপেনশন (b) অতড়িৎবিশ্লেষ্য (c) ইমালসান (d) তড়িৎবিশ্লেষ্য
Answer:- তড়িৎবিশ্লেষ্য

নীচের কোনটি তিমির প্রধান স্বাসঅঙ্গ হিসাবে কাজ করে ?
(A) বহিরাবরণ (B) ফুলকা (C) ফুসফুস (D) শ্বাসনালী
Answer:- ফুসফুস

কংগ্রেসকে ‘আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ’ বলে কে সমালোচনা করেছিলেন ?
(A) স্যার সৈয়দ আহমেদ খান (B) লর্ড ডাফরিন (C) লর্ড কার্জন (D) থিওডোর বেক
Answer:- লর্ড ডাফরিন

পেশি ক্লান্তির জন্য দায়ী
(A) কার্বন-ডাই-অক্সাইড (B) ক্রিয়েটিনিন (C) ল্যাকটিক অ্যাসিড (D) ইথাইল অ্যালকোহল
Answer:- ল্যাকটিক অ্যাসিড

গড়ে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ —– % ।
(A) 1 (B) 3 (C) 5 (D) 7
Answer:- 3

নিম্নলিখিতদের মধ্যে কে ফরাসীদের সাথে যুক্ত ছিলেন ?
(A) হায়দার আলি (B) সফদার জঙ্গ (C) মীর কাসিম (D) টিপু সুলতান
Answer:- টিপু সুলতান

সম্প্রতি কোথায় দুই দিনব্যাপী আকাশবাণী সঙ্গীত উৎসব অনুষ্ঠিত হয়েছে?
ক কলকাতা খ. লখনও গ. নতুন দিল্লি d ভোপাল
Answer:- কলকাতা

কোন গ্যাসের জন্য পিতল বায়ুতে রাখলে বিবর্ণ হয়ে যায়?
A) নাইট্রোজেন B) হাইড্রোজেন সালফাইড C) অক্সিজেন D) কার্বন ডাই অক্সাইড
Answer:- হাইড্রোজেন সালফাইড

কত সালে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথাকে অপরাধ বলে ঘোষণা করে বাতিল করেছিলেন?
A) 1826 B) 1825 C) 1829 D) 1827
Answer:- 1829

9.কোন রাজ্য সরকার সম্প্রতি মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মাইনীয় সম্মান যোজনা চালু করেছে?
ক হরিয়ানা খ.ঝাড়খণ্ড গ. মধ্য প্রদেশ d বিহার
Answer:- খ.ঝাড়খণ্ড

8.সম্প্রতি 14 তম ভারত-ভিয়েতনাম প্রতিরক্ষা নীতি সংলাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
ক দুবাই খ. নিউইয়র্ক গ. নতুন দিল্লি d কলম্বো
Answer:- নতুন দিল্লি

আয়ুষ মন্ত্রক সম্প্রতি কার সাথে একটি দাতা চুক্তি স্বাক্ষর করেছে?
ক বিআরও খ. WHO গ. WTO d নাবার্ড
Answer:- WHO

কোথায় সম্প্রতি দেশব্যাপী অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা?
ক জার্মানি খ.আফগানিস্তান গ. বাংলাদেশ d শ্রীলঙ্কা
Answer:- বাংলাদেশ

294-এর সঙ্গে ক্ষুদ্রতম কোন্ সংখ্যা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে?
(a) 2 (b) 3 (c) 6 (d)46

5.যদি একটি গাড়ি A স্থান থেকে B স্থানে 120 কিমি পথ 60 কিমি/ঘণ্টা গতিবেগে অতিক্রম করে এবং 40 কিমি/ঘণ্টা গতিবেগে ফিরে আসে তবে গাড়িটির গড় গতিবেগ কিমি/ঘণ্টা হল WBPSC Agri Market off ’19]
(a) 50 (b) 48 (c) 45 (d) 42
Answer:- (b) 48

আগ্রা দিয়ে কলকাতা-মুম্বই জাতীয় সড়ক এই নামে পরিচিত :
(A) NH-5 (B) NH-8 (C) NH-3 (D) NH-6
Answer:- NH-3

ঢাকা অনুশীলন সমিতি’ কে প্রতিষ্ঠা করেন ?
(A) প্রফুল্ল চাকী (B) পুলিন দাস (C) এস. এন. সান্যাল (D) যতীন্দ্রনাথ মুখার্জী
Answer:- পুলিন দাস

সমস্ত তড়িৎচুম্বকীয় তরঙ্গের সমান
(A) কম্পাঙ্ক (B) বিস্তার (C) শূন্যস্থানে তরঙ্গদৈর্ঘ্য (D) শূন্যস্থানে বেগ
Answer:- শূন্যস্থানে বেগ

কে ‘সত্যশোধক সমাজ’ প্রতিষ্ঠা করেন ?
(A) বি. আর. আম্বেদকর (B) গোপাল হরি দেশমুখ (C) শ্রী নারায়ণ গুরু (D) জ্যোতিবা ফুলে
Answer:- জ্যোতিবা ফুলে

শব্দের বেগ সব চেয়ে বেশি
(A) কঠিনে (B) তরলে (C) গ্যাসে (D) শূন্যস্থানে
Answer:- কঠিনে

বিশুদ্ধ জলে লবণ মেশালে এর স্ফুটনাঙ্ক
(A) বাড়বে (B) কমবে (C) একই থাকবে (D) উপরের কোনোটিই নয়
Answer:- বাড়বে

3 জন লোক অথবা 5 জন স্ত্রীলোক একটি কাজ 12 দিনে করতে পারে। 6 জন লোক এবং 5 জন স্ত্রীলোক কত দিনে কাজটি করবে?
(A) 4 দিনে (B) 10 দিনে (C) 15 দিনে (D) 20 দিনে
Answer:- 10 দিনে

প্রথম 100 টি স্বাভাবিক সংখ্যার গড় কত?
(A) 50 (B) 50.5 (C) 51 (D) 51.5
Answer:- 50.5

5 টি আমের বিক্রয়মূল্য 4 টি আমের ক্রয়মূল্যের সমান। লাভ বা ক্ষতির শতকরা হার কত?
(A) 20% লাভ (B) 30% লাভ (C) 20% ক্ষতি (D) 30% ক্ষতি
Answer:- 20% ক্ষতি

জাতীয় কন্যা দিবস পালন করা হয় কবে ?
A) ২৩শে জানুয়ারি
B)২৪শে জানুয়ারি C) ২৫শে জানুয়ারি D) ৬শে জানুয়ারি
Answer:- ২৪শে জানুয়ারি

দ্য ইন্ডিয়ান ওয়ার অব ইনডিপেনডেন্স -এর রচয়িতা কে ?
A) বিনায়ক দামোদর সাভারকর
B) হরিশচন্দ্র মুখোপাধ্যায় C)রমেশচন্দ্র দত্ত D) দাদাভাই নৌরজি
Answer:- বিনায়ক দামোদর সাভারকর

সবচেয়ে ছোট কোন সংখ্যা দিয়ে 2205 কে গুন করলে একটি পূর্ণবর্গ রাশি হবে ?
ⓐ 3 ⓑ 5 ⓒ 12 ⓓ 7
Answer:- 5

  1. তুঘলক বংশের শেষ রাজার নাম কি ?
    A. দৌলত খাঁ
    B. গিয়াসউদ্দিন তুঘলক
    C. ফিরোজ শাহ তুঘলক
    D. ইব্রাহিম খাঁ
    উত্তর :- (A)
  2. এর মধ্যে কারা BRICKS এর অন্তর্ভুক্ত নয় ?
    A. PAKISTAN
    B. CHINA
    C. RUSSIA
    D. কোনটাই নয়
    উত্তর :- (A)

কলকাতা সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন ?
A) স্যার এলিজা ইম্পে
B) বরেওয়েল C) ফিলিপ ফ্রান্সিস D)মনসুন
Answer:- স্যার এলিজা ইম্পে

কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয় ?
A) ১১৯১ খ্রিস্টাব্দে
B) ১১৯৯ খ্রিস্টাব্দে C) ১১৯২ খ্রিস্টাব্দে D) ১১৭২ খ্রিস্টাব্দে
Answer:- ১১৯১ খ্রিস্টাব্দে

হাইড্রার গমন অঙ্গের নাম কি ?
A)ফ্ল‍যাজেলা
B) সিলিয়া C) চোষক কঙ্গ D) কর্ষিকা
Answer:- কর্ষিকা

ঘড়ির কাঁটার গতি কেমন গতি ?
A) রৈখিক গতি
B) চলন গতি C)ঘূর্ণন গতি D) স্পন্দন গতি
Answer:- ঘূর্ণন গতি

বায়ুচাপ পরিমাপের যন্ত্রটিকে কী বলে ?
A) থার্মোমিটার
B ) ব্যারোমিটার C) ম‍যানোমিটার D)সিসমোমিটার
Answer:- ব্যারোমিটার

উত্তল দর্পন কোথায় ব‍যবহার করা হয় ?
A)টর্চ লাইটে
B) গাড়িতে C) সৌরচুল্লিতে D) রাডারে
Answer:- গাড়িতে

বংশগতির জনক কাকে বলা হয় ?
A) মেন্ডেল
B) নিকোলা টেলসা C) ডারউইন D) জন ডালটন
Answer:- মেন্ডেল

সম্প্রতি কোথায় ‘অ্যাক্স ব্যান্ড পঞ্চায়েত অভিযান’ শুরু হয়েছে?
ক পশ্চিমবঙ্গ খ. রাজস্থান গ. অন্ধ্র প্রদেশ d হরিয়ানা
Answer:- রাজস্থান

2030 সালে এশিয়ান গেমস কোন দেশে আয়োজিত হবে?
(a) নিউজিল্যান্ড (b) কাতার (c) অস্ট্রেলিয়া (d) কিরগিজস্তান
Answer:- কাতার

Namami Gange Yojana’ কোন সালে চালু হয়েছে?
(a) 2020 সালে (b) 2016 সালে (c) 2019 সালে (d) 2021 সালে
Answer:- 2016 সালে

SEBI-এর চেয়ারপার্সন পদে কে নিযুক্ত রয়েছেন?
(a) কমলা হ্যারিস (b) টেইলর সুইফট (c) সানিয়া মির্জা (d) মাধবী পুরী বাচ
Answer:- মাধবী পুরী বাচ

তিরুপতি বালাজি মন্দির কোথায় অবস্থিত?
(a) কর্ণাটক (b) অন্ধ্রপ্রদেশ (c) ওড়িশা (d) তেলেঙ্গানা
Answer:- অন্ধ্রপ্রদেশ

ক্যাভি’ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?
(a) গল্ফ (b) ক্রিকেট (c) বাস্কেটবল (d) লন টেনিস
Answer:- গল্ফ

সম্প্রতি কোথায় ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট অনুষ্ঠিত হল?
(a) ইরান (b) দুবাই (c) ইরাক (d) আবুধাবি
Answer:- আবুধাবি

পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর দ্রবণ কি বর্ণের হয়?
(a) বেগুনি (b) হলুদ (c) কমলা (d) লাল
Answer:- বেগুনি

অ্যামিবা কি প্রকার জনন সম্পন্ন করে?
(a) খণ্ডীকরন (b) কোরকোদগম (c) দ্বি-বিভাজন (d) যৌন প্রচ্ছন্ন
Answer:- দ্বি-বিভাজন

পিতল, ব্রোঞ্জ এবং জার্মান সিলভারের সংকর ধাতুতে উপস্থিত সাধারণ ধাতুটি হল:
(a) Cu (b) Al (c) Mg (d) Zn
Answer:- Cu

কোনটির মধ্য দিয়ে শব্দ সঞ্চালিত হয় না?
(a) বায়বীয় মাধ্যম (b) কঠিন মাধ্যম (c) ভ্যাকিউয়াম (d) তরল মাধ্যম
Answer:- ভ্যাকিউয়াম

বেসবল খেলায় খেলোয়াড়দের সংখ্যা কতজন?
(a) 9 জন (b) 7 জন (c) 11 জন (d) 12 জন
Answer:- 9 জন

কুমারসম্ভব’ কার রচনা?
(a) কালিদাস (b) সোমদেব (c) দন্তিন (d) বিষ্ণু শর্মা
Answer:- কালিদাস

বিশ্বে ভারতের মান ডাক পরিষেবায় কত?
(a) দ্বিতীয় (b) প্রথম (c) চতুর্থ (d) তৃতীয়
Answer:- প্রথম

দুটি সংখ্যার গুনফল 4032 এবং তাদের গ.সা.গু হল 12 সংখ্যা দুটির ল.সা.গু কত?
A. 331 B. 336 C. 363 D. 301
Answer:- 336

ভারতের প্রথম দেশীয় এয়ারক্রাফট ক্যারিয়ার কোনটি?
(a) আই.এন.এস বিক্রান্ত (b) আই.এন.এস বিরাট (c) আই.এন.এস বৈভাব (d) আই.এন.এস ভারাহা
Answer:- আই.এন.এস বিক্রান্ত

হাইতিতে আটকে থাকা ভারতীয়দের সরিয়ে নেওয়ার জন্য কোন অভিযানটি করা হয়েছিল?
(a) অপারেশন ইন্দ্রাবতী (b) অপারেশন কাবেরী (c) অপারেশন হাইতি (d) অপারেশন গঙ্গা
Answer:- অপারেশন ইন্দ্রাবতী

AB রক্তের গ্রুপের কোনো ব্যক্তির রক্তে কোন ধরনের অ্যান্টিবডি থাকে?
(a) A (b) B (c) A ও B উভয় (d) অ্যান্টিবডি থাকে না
Answer:- অ্যান্টিবডি থাকে না

রক্তক্ষরণ বন্ধ করতে সাহায্য করে-
(a) ফেরাস সালফেট (b) সাধারণ লবণ (c) ফেরিক ক্লোরাইড (d) পটাশিয়াম Answer:- ক্লোরাইড

গামা রশ্মির গতিবেগ আলোর গতিবেগের-
(a) সমান (b) 1/10 ভাগ (c) অর্ধেক (d) 1.4×10⁷ গুণ
Answer:- সমান

পারদের হিমাঙ্ক কত?
(a) -30°C (b) -39°C (c) -140°C (d) -32°C
Answer:- -39°C

শব্দের গতিবেগ-এর কি পরিবর্তন হবে যদি চাপ বৃদ্ধি পায়?
(a) বৃদ্ধি পাবে (b) হ্রাস পাবে (c) অপরিবর্তিত থাকবে (d) প্রথমে বৃদ্ধি পাবে পরে হ্রাস পাবে
Answer:- অপরিবর্তিত থাকবে

কিলো-ওয়াট ঘণ্টা কিসের একক?
(a) ক্ষমতা (b) কার্য (c) শক্তি (d) চাপ
Answer:- শক্তি

হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন?
(a) প্রধানমন্ত্রী (b) রাষ্ট্রপতি (c) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি (d) স্বরাষ্ট্রমন্ত্রী
Answer:- রাষ্ট্রপতি

প্রথম ভারতীয় মহিলা হিসাবে অলিম্পিকে পরপর দু’টি পদক পেয়েছেন কে?
(a) মেরি কম (b) সাক্ষী মালিক (c) সাইনা নেহওয়াল (d) পি.ভি. সিন্ধু
Answer:- পি.ভি. সিন্ধু

প্রস্তাবনায় ‘ন্যায়’ কথাটির ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে?
(a) রাশিয়া (b) যুক্তরাষ্ট্র (c) ফ্রান্স (d) আয়ারল্যান্ড
Answer:- যুক্তরাষ্ট্র

স্বাধীন ভারতের প্রথম আইন মন্ত্রী কে ছিলেন?
(a) জগজীবন রাম (b) বি.আর. আম্বেদকর (c) জন মাথাই (d) এইচ.সি. মুখার্জি
Answer:- বি.আর. আম্বেদকর

Leave a Comment