WBP Bengali gk mcq 2024

WBP Bengali gk mcq 2024

পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন শহরে গড়ে উঠেছে —
(A) সার কারখানা (B) লৌহ ও ইস্পাত শিল্প (C) লোকোমোটিভ কারখানা (D) সিমেন্ট কারখানা ।
Answer:- লোকোমোটিভ কারখানা

পশ্চিমবঙ্গে চা চাষের সর্বাপেক্ষা আদর্শ অঞ্চল হল—
(A) মালদা (B) জলপাইগুড়ি (C) দার্জিলিং (D) কোচবিহার ।
Answer:- দার্জিলিং

পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত—
(A) আসাম ও বাংলাদেশ (B) বিহার ও ঝাড়খন্ড (C) সিকিম ও ভূটান (D) ওড়িষ্যা ও ঝাড়খন্ড ।
Answer:- আসাম ও বাংলাদেশ

লাদাক অঞ্চলে কোন হিমালীয় শহরে মেঘ ফেটে আকস্মিক বন্যা ও বৃষ্টি হয় ?
(A) শ্রীনগর (B) টিসকি (C) মানালি (D) লে।
Answer:- লে।

কুমেরুতে ভারতের তৃতীয় গবেষণাকেন্দ্রের নাম —
(A) হিন্দু (B) অক্ষ (C) ভারতী (D) ইন্দ্রপ্রস্থ
Answer:- ভারতী

প্রশান্ত মহাসাগরের ‘এল নিনো’ ভারতের—
(A) মৌসুমী বৃষ্টিপাত বৃদ্ধি করে (B) মৌসুমী বৃষ্টিপাত হ্রাস করে (C) বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বৃদ্ধি করে (D) বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হ্রাস করে
Answer:- মৌসুমী বৃষ্টিপাত হ্রাস করে

গঙ্গানদী বঙ্গোপসাগরে নিম্নলিখিত ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয়—
(A) ব-দ্বীপ (B) এস্টুয়ারি (C) ‘Birdsfoot’ ব-দ্বীপ (D) চ্যুতি রেখা
Answer:-ব-দ্বীপ

পশ্চিমঘাটের পশ্চিম দিক নিম্নলিখিত ভূখন্ড দ্বারা গঠিত—
(A) ‘Cliff’ (B) ‘Autochthonous nappe’ (C) ‘Fault scarp’ (D) ‘Rockey outlier’
Answer:- ‘Autochthonous nappe’

বর্তমানে ভারতে গড় আয়ু কত ?
(A) 45 বছর (B) 60 বছর (C) 70 বছর (D) 65 বছর
Answer:- 65 বছর

ভারতের কোন রাজ্যে ব্যাঘ্র প্রকল্প আছে যেটি বিশ্ব ঐতিহ্যস্থান
(A) রাজস্থান (B) অসম (C) মধ্যপ্রদেশ (D) পশ্চিমবঙ্গ
Answer:- পশ্চিমবঙ্গ

ক্ষেত্র হিসাবে ভারতের স্থান পৃথিবীর মধ্যে
(A) পঞ্চম (B) সপ্তম (C) দশম (D) দ্বাদশতম
Answer:- সপ্তম

এপ্রিল মাসে কোথায় ঝড়বৃষ্টির আশঙ্কা খুব বেশী ?
(A) অসম (B) পশ্চিমবঙ্গ (C) বিহার (D) রাজস্থান
Answer:- পশ্চিমবঙ্গ

গণ্ডোয়ানা স্তর কিসের জন্য বিখ্যাত ?
(A) লৌহ (B) কয়লা (C) বক্সাইট (D) পেট্রোলিয়াম
Answer:- কয়লা

উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি ?
(A) তোর্সা (B) রাইডাক (C) মেছি (D) পাগলা
Answer:- রাইডাক

বঙ্গোপসাগরে সাইক্লোনের প্রাধান্য হয়
(A) বর্ষার প্রথমে (B) বর্ষা শেষে (C) শীতকালে (D) গ্রীষ্মকালে
Answer:- বর্ষার প্রথমে

পাট চাষের প্রধান ক্ষেত্র হল
(A) তামিলনাড়ু (B) পশ্চিমবঙ্গ (C) কেরল (D) হিমাচল প্রদেশ
Answer:- পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গে বোরো ধান চাষের প্রাধান্য দেখা যায়
(A) পুরুলিয়া মালভূমি অঞ্চলে
(B) উত্তর বাংলা সমতলভূমিতে (C) পূর্বের জেলাগুলিতে (D) রাঢ় অঞ্চলে
Answer:- রাঢ় অঞ্চলে

সুভাষ চন্দ্র বোস প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ছিল
(A) ইন্ডিয়ান ফ্রিডম পার্টি (B) আজাদ হিন্দ ফৌজ (C) রেভোলিউশনারি ফ্রন্ট (D) ফরওয়ার্ড ব্লক
Answer:- ফরওয়ার্ড ব্লক

মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে
(A) মহানন্দা নদী (B) জলঙ্গী নদী (C) ভাগীরথী নদী (D) মাথাভাঙ্গা নদী
Answer:- ভাগীরথী নদী

নিম্নলিখিতদের মধ্যে কে ফরাসীদের সাথে যুক্ত ছিলেন ?
(A) হায়দার আলি (B) সফদার জঙ্গ (C) মীর কাসিম (D) টিপু সুলতান
Answer:- টিপু সুলতান

Leave a Comment