WBP Bengali gk mcq 2024
নিচের কোনটির কোষে কোনো এনজাইম নেই?
(a) লাইকেন
(b) ভাইরাস (c) ব্যাকটেরিয়া (d) এর কোনটিই নয়
Answer:- এর কোনটিই নয়
মানবদেহের কোন অঙ্গে লিম্ফোসাইট গঠিত হয়?
(a) যকৃত (b) অস্থি মজ্জা (c) প্লীহা (d) অগ্ন্যাশয়
Answer:- অস্থি মজ্জা
পিঁপড়ার হুল মধ্যে কোন এসিড পাওয়া যায়?
(a) ফরমিক এসিড। (b) অক্সালিক এসিড। (c) সালফিউরিক এসিড। (d) অ্যাসিটিক অ্যাসিড
Answer:- ফরমিক এসিড
যকৃতে উৎপন্ন পিত্ত কোথায় জমা হয়?
(a) গল ব্লাডার। (b) পায়ুপথ। (c) অন্ত্র। (d) কিডনি।
Answer:- গল ব্লাডার
বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত উপাদানটি কী?
(a) টাংস্টেন। (b) নাইক্রোম। (c) পিতল। (d) ইস্পাত
Answer:- নাইক্রোম।
ভূগর্ভস্থ পানির নন-বায়োটিক দূষণকারী
(a) ব্যাকটেরিয়া (b) শেওলা (c) আর্সেনিক (d) ভাইরাস
Answer:- আর্সেনিক
মানুষের নখ কি দিয়ে তৈরি?
(a) রঙ্গক (b) ইলাস্টিন (c) অ্যালবামিন (d) কেরাটিন
Answer:- কেরাটিন
চাপ পরিমাপ করা হয় কিসের পরিপ্রেক্ষিতে
(a) ভর ও ঘনত্ব (b) কাজ সম্পন্ন (c) বল এবং এলাকা (d) বল এবং দূরত্ব
Answer:- বল এবং এলাকা
ধাতুর রাজা কি?
(a) স্বর্ণ। (b) রূপা। (c) লোহা। (d) অ্যালুমিনিয়াম।
Answer:- স্বর্ণ।
নিচের কোনটি বায়োডিজেল উদ্ভিদ?
(a) জাট্রোফা (b) ভুট্টা (c) পোঙ্গামিয়া (d) সূর্যমুখী
Answer:- জাট্রোফা
সুং দাও সম্প্রতি মারা গেছেন। তিনি কে ছিলেন?
ক গায়ক খ. ফুটবলার গ. বিজ্ঞানী d সমাজকর্মী
Answer:- বিজ্ঞানী
কোন রাজ্য সরকার সম্প্রতি ‘উপস্থিতি’ পোর্টাল চালু করেছে?
ক ছত্তিশগড় খ. গোয়া গ. পশ্চিমবঙ্গ d জম্মু ও কাশ্মীর
Answer:- ছত্তিশগড়
কোন রাজ্য সরকার সম্প্রতি স্থানীয় সংস্থা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ব্যক্তিদের জন্য ‘দুই সন্তান’ নীতি বাতিল করেছে?
ক রাজস্থান খ. অন্ধ্রপ্রদেশ গ. বিহার d গুজরাট
Answer:- অন্ধ্রপ্রদেশ
সম্প্রতি কে ডিবিএস গ্রুপের প্রথম মহিলা সিইও নিযুক্ত হয়েছেন?
ক দীনেশ উৎকল খ. তাং সি জো গ. তান সু শান d আর. শ্রীজেশ
Answer:- তান সু শান
কে সম্প্রতি পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর হিসেবে শপথ নিয়েছেন?
ক মোহন নাইডু খ. কে. কৈলাশনাথন গ. আচার্য সঞ্জীব বিষ্ণু d মোহাম্মদ আমির
Answer:- কে. কৈলাশনাথন
সম্প্রতি কোন বিমানবন্দরে ‘পাঞ্জাব সহায়তা কেন্দ্র’ খোলা হয়েছে?
ক লখনৌ খ. কলকাতা বিমানবন্দর গ. দিল্লি বিমানবন্দর d গুয়াহাটি বিমানবন্দর
Answer:- দিল্লি বিমানবন্দর
কোন রাজ্য সরকার সম্প্রতি ভারতের তৃতীয় বৃহত্তম বাঘ সংরক্ষণের অনুমোদন দিয়েছে?
ক ছত্তিশগড় খ. গুজরাট গ.মধ্যপ্রদেশ d হিমাচল প্রদেশ
Answer:- ছত্তিশগড়
কে সম্প্রতি সশস্ত্র বাহিনীর মেডিকেল সার্ভিসের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন?
ক বিকাশ লাখেরা খ. উত্তম দুবে গ. অনুপম কাপুর d সতীশ ঝা
Answer:- অনুপম কাপুর
সম্প্রতি ভারত এবং কোন দেশ তাদের পররাষ্ট্র দফতরে পরামর্শ করেছে?
ক কানাডা খ. জাম্বিয়া গ. জাপান d অস্ট্রেলিয়া
Answer:- জাম্বিয়া
সম্প্রতি প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানের জন্য ভারতীয় দলে IOA দ্বারা কাকে নির্বাচিত করা হয়েছে?
ক পারুল চৌধুরী বিনেশ ফোগাট গ. পিআর শ্রীজেশ d হরমনপ্রীত সিং
Answer:- পিআর শ্রীজেশ
চোখের জলে কোন উৎসেচক থাকে ?
A. লাইসোজাইম B. হাইড্রোজেন C. অক্সিজেন D. কার্বন-ডাই অক্সাইড
Answer:- লাইসোজাইম
পায়রার বায়ুথলির সংখ্যা রয়েছে কতগুলি ?
A. ৭ টি B. ৮ টি C. ৯ টি D. ১০ টি
Answer:- ৯ টি
জল ও কার্বন-ডাই অক্সাইড কিসের উপাদান ?
A. সোডা ওয়াটার B. সাধারণ পানি C. কার্বন-ডাই অক্সাইড D. জল ও কার্বন-ডাই অক্সাইড
Answer:- সোডা ওয়াটার
IVF— এর পুরো অর্থ কী ?
A. In Vitro fertilization B. In Vivo fertilization C. In Situ fertilization D. In Vitr fertilization
Answer:- In Vitro fertilization
“The Origin Of life On Earth”— বইটি কার লেখা ?
A. ওপারিন B. রবার্ট হুক C. দীনবন্ধু মিত্র D. রোজেন
Answer:- ওপারিন
আঙ্গুরে কোন এসিড থাকে ?
A. টারটারিক, ম্যালিক এসিড B. অক্সিজেন C. হাইড্রোজেন D. কার্বন-ডাই অক্সাইড
Answer:- টারটারিক, ম্যালিক এসিড
‘Biodiversity’— কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন ?
A. রোজেন B. ওপারিন C. দীনবন্ধু মিত্র D. রবার্ট হুক
Answer:- রোজেন
সবচেয়ে ভারী মৌলের নাম কী ?
A. ইউরেনিয়াম B. হীরক C. হাইড্রোজেন D. কার্বন-ডাই অক্সাইড
Answer:- ইউরেনিয়াম
সবচেয়ে হালকা মৌলের নাম কী ?
A. হাইড্রোজেন B. ইউরেনিয়াম C. হীরক D. কার্বন-ডাই অক্সাইড
Answer:- হাইড্রোজেন
বায়ুকে কী পদার্থ বলা হয় ?
A. মিশ্র পদার্থ B. সাধারণ পানি C. কার্বন-ডাই অক্সাইড D. জল
Answer:- মিশ্র পদার্থ
সিকিমের সরকারী ভাষা কী ?
A. ইংরেজি B. নেপালি C. সিকিমিজ (ভুটিয়া) D. লেপচা
Answer:- লেপচা
তুজুক-ই-বাবরি কোন ভাষায় লেখা হয়েছিল ?
A. ইংরেজি B. নেপালি C. তুর্কি D. লেপচা
Answer:- তুর্কি
‘নীল দর্পণ’ গ্রন্থটি কার লেখা ?
A. দীনবন্ধু মিত্র B. রায়গুণাকর ভারতচন্দ্র C. ওপারিন D. রবার্ট হুক
Answer:- দীনবন্ধু মিত্র
ভারতের রাজধানী কী ?
A. কলকাতা B. দিল্লি C. মুম্বাই D. চেন্নাই
Answer:- দিল্লি
ভারতের সর্ববৃহৎ নদী কী ?
A. গঙ্গা B. ব্রহ্মপুত্র C. মহানদী D. কৃষ্ণা
Answer:-গঙ্গা
ভারতের সর্ববৃহৎ রাজ্য কী ?
A. রাজস্থান B. মহারাষ্ট্র C. উত্তর প্রদেশ D. তামিলনাড়ু
Answer:- রাজস্থান
ভারতের সর্ববৃহৎ নগরী কী ?
A. মুম্বাই B. দিল্লি C. কলকাতা D. চেন্নাই
Answer:- মুম্বাই
ভারতের সর্ববৃহৎ জনসংখ্যার রাজ্য কী ?
A. উত্তর প্রদেশ B. বিহার C. মহারাষ্ট্র D. তামিলনাড়ু
Answer:- উত্তর প্রদেশ