WBP Bengali gk mcq 2024

WBP Bengali gk mcq 2024

নিচের কোনটির কোষে কোনো এনজাইম নেই?
(a) লাইকেন
(b) ভাইরাস (c) ব্যাকটেরিয়া (d) এর কোনটিই নয়
Answer:- এর কোনটিই নয়

মানবদেহের কোন অঙ্গে লিম্ফোসাইট গঠিত হয়?
(a) যকৃত (b) অস্থি মজ্জা (c) প্লীহা (d) অগ্ন্যাশয়
Answer:- অস্থি মজ্জা

পিঁপড়ার হুল মধ্যে কোন এসিড পাওয়া যায়?
(a) ফরমিক এসিড। (b) অক্সালিক এসিড। (c) সালফিউরিক এসিড। (d) অ্যাসিটিক অ্যাসিড
Answer:- ফরমিক এসিড

যকৃতে উৎপন্ন পিত্ত কোথায় জমা হয়?
(a) গল ব্লাডার। (b) পায়ুপথ। (c) অন্ত্র। (d) কিডনি।
Answer:- গল ব্লাডার

বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত উপাদানটি কী?
(a) টাংস্টেন। (b) নাইক্রোম। (c) পিতল। (d) ইস্পাত
Answer:- নাইক্রোম।

ভূগর্ভস্থ পানির নন-বায়োটিক দূষণকারী
(a) ব্যাকটেরিয়া (b) শেওলা (c) আর্সেনিক (d) ভাইরাস
Answer:- আর্সেনিক

মানুষের নখ কি দিয়ে তৈরি?
(a) রঙ্গক (b) ইলাস্টিন (c) অ্যালবামিন (d) কেরাটিন
Answer:- কেরাটিন

চাপ পরিমাপ করা হয় কিসের পরিপ্রেক্ষিতে
(a) ভর ও ঘনত্ব (b) কাজ সম্পন্ন (c) বল এবং এলাকা (d) বল এবং দূরত্ব
Answer:- বল এবং এলাকা

ধাতুর রাজা কি?
(a) স্বর্ণ। (b) রূপা। (c) লোহা। (d) অ্যালুমিনিয়াম।
Answer:- স্বর্ণ।

নিচের কোনটি বায়োডিজেল উদ্ভিদ?
(a) জাট্রোফা (b) ভুট্টা (c) পোঙ্গামিয়া (d) সূর্যমুখী
Answer:- জাট্রোফা

সুং দাও সম্প্রতি মারা গেছেন। তিনি কে ছিলেন?
ক গায়ক খ. ফুটবলার গ. বিজ্ঞানী d সমাজকর্মী
Answer:- বিজ্ঞানী

কোন রাজ্য সরকার সম্প্রতি ‘উপস্থিতি’ পোর্টাল চালু করেছে?
ক ছত্তিশগড় খ. গোয়া গ. পশ্চিমবঙ্গ d জম্মু ও কাশ্মীর
Answer:- ছত্তিশগড়

কোন রাজ্য সরকার সম্প্রতি স্থানীয় সংস্থা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ব্যক্তিদের জন্য ‘দুই সন্তান’ নীতি বাতিল করেছে?
ক রাজস্থান খ. অন্ধ্রপ্রদেশ গ. বিহার d গুজরাট
Answer:- অন্ধ্রপ্রদেশ

সম্প্রতি কে ডিবিএস গ্রুপের প্রথম মহিলা সিইও নিযুক্ত হয়েছেন?
ক দীনেশ উৎকল খ. তাং সি জো গ. তান সু শান d আর. শ্রীজেশ
Answer:- তান সু শান

কে সম্প্রতি পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর হিসেবে শপথ নিয়েছেন?
ক মোহন নাইডু খ. কে. কৈলাশনাথন গ. আচার্য সঞ্জীব বিষ্ণু d মোহাম্মদ আমির
Answer:- কে. কৈলাশনাথন

সম্প্রতি কোন বিমানবন্দরে ‘পাঞ্জাব সহায়তা কেন্দ্র’ খোলা হয়েছে?
ক লখনৌ খ. কলকাতা বিমানবন্দর গ. দিল্লি বিমানবন্দর d গুয়াহাটি বিমানবন্দর
Answer:- দিল্লি বিমানবন্দর

কোন রাজ্য সরকার সম্প্রতি ভারতের তৃতীয় বৃহত্তম বাঘ সংরক্ষণের অনুমোদন দিয়েছে?
ক ছত্তিশগড় খ. গুজরাট গ.মধ্যপ্রদেশ d হিমাচল প্রদেশ
Answer:- ছত্তিশগড়

কে সম্প্রতি সশস্ত্র বাহিনীর মেডিকেল সার্ভিসের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন?
ক বিকাশ লাখেরা খ. উত্তম দুবে গ. অনুপম কাপুর d সতীশ ঝা
Answer:- অনুপম কাপুর

সম্প্রতি ভারত এবং কোন দেশ তাদের পররাষ্ট্র দফতরে পরামর্শ করেছে?
ক কানাডা খ. জাম্বিয়া গ. জাপান d অস্ট্রেলিয়া
Answer:- জাম্বিয়া

সম্প্রতি প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানের জন্য ভারতীয় দলে IOA দ্বারা কাকে নির্বাচিত করা হয়েছে?
ক পারুল চৌধুরী বিনেশ ফোগাট গ. পিআর শ্রীজেশ d হরমনপ্রীত সিং
Answer:- পিআর শ্রীজেশ

চোখের জলে কোন উৎসেচক থাকে ?
A. লাইসোজাইম B. হাইড্রোজেন C. অক্সিজেন D. কার্বন-ডাই অক্সাইড
Answer:- লাইসোজাইম

পায়রার বায়ুথলির সংখ্যা রয়েছে কতগুলি ?
A. ৭ টি B. ৮ টি C. ৯ টি D. ১০ টি
Answer:- ৯ টি

জল ও কার্বন-ডাই অক্সাইড কিসের উপাদান ?
A. সোডা ওয়াটার B. সাধারণ পানি C. কার্বন-ডাই অক্সাইড D. জল ও কার্বন-ডাই অক্সাইড
Answer:- সোডা ওয়াটার

IVF— এর পুরো অর্থ কী ?
A. In Vitro fertilization B. In Vivo fertilization C. In Situ fertilization D. In Vitr fertilization
Answer:- In Vitro fertilization

“The Origin Of life On Earth”— বইটি কার লেখা ?
A. ওপারিন B. রবার্ট হুক C. দীনবন্ধু মিত্র D. রোজেন
Answer:- ওপারিন

আঙ্গুরে কোন এসিড থাকে ?
A. টারটারিক, ম্যালিক এসিড B. অক্সিজেন C. হাইড্রোজেন D. কার্বন-ডাই অক্সাইড
Answer:- টারটারিক, ম্যালিক এসিড

‘Biodiversity’— কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন ?
A. রোজেন B. ওপারিন C. দীনবন্ধু মিত্র D. রবার্ট হুক
Answer:- রোজেন

সবচেয়ে ভারী মৌলের নাম কী ?
A. ইউরেনিয়াম B. হীরক C. হাইড্রোজেন D. কার্বন-ডাই অক্সাইড
Answer:- ইউরেনিয়াম

সবচেয়ে হালকা মৌলের নাম কী ?
A. হাইড্রোজেন B. ইউরেনিয়াম C. হীরক D. কার্বন-ডাই অক্সাইড
Answer:- হাইড্রোজেন

বায়ুকে কী পদার্থ বলা হয় ?
A. মিশ্র পদার্থ B. সাধারণ পানি C. কার্বন-ডাই অক্সাইড D. জল
Answer:- মিশ্র পদার্থ

সিকিমের সরকারী ভাষা কী ?
A. ইংরেজি B. নেপালি C. সিকিমিজ (ভুটিয়া) D. লেপচা
Answer:- লেপচা

তুজুক-ই-বাবরি কোন ভাষায় লেখা হয়েছিল ?
A. ইংরেজি B. নেপালি C. তুর্কি D. লেপচা
Answer:- তুর্কি

‘নীল দর্পণ’ গ্রন্থটি কার লেখা ?
A. দীনবন্ধু মিত্র B. রায়গুণাকর ভারতচন্দ্র C. ওপারিন D. রবার্ট হুক
Answer:- দীনবন্ধু মিত্র

ভারতের রাজধানী কী ?
A. কলকাতা B. দিল্লি C. মুম্বাই D. চেন্নাই
Answer:- দিল্লি

ভারতের সর্ববৃহৎ নদী কী ?
A. গঙ্গা B. ব্রহ্মপুত্র C. মহানদী D. কৃষ্ণা
Answer:-গঙ্গা

ভারতের সর্ববৃহৎ রাজ্য কী ?
A. রাজস্থান B. মহারাষ্ট্র C. উত্তর প্রদেশ D. তামিলনাড়ু
Answer:- রাজস্থান

ভারতের সর্ববৃহৎ নগরী কী ?
A. মুম্বাই B. দিল্লি C. কলকাতা D. চেন্নাই
Answer:- মুম্বাই

ভারতের সর্ববৃহৎ জনসংখ্যার রাজ্য কী ?
A. উত্তর প্রদেশ B. বিহার C. মহারাষ্ট্র D. তামিলনাড়ু
Answer:- উত্তর প্রদেশ

সমসংস্থ ক্রোমােজোমের জোড় বাঁধাকে বলে—
(A) বাইভ্যালেন্ট (B) বােকে দশা (C) টেট্রাড অবস্থা (D) সিন্যাপসিস
Answer:- বাইভ্যালেন্ট

মানুষের দেহকোষে ক্রোমােজোম সংখ্যা-
(A) 46 জোড়া (B) 23 জোড়া (C) 22 জোড়া (D) 12 জোড়া
Answer:- 23 জোড়া

কোশ বিভাজনের প্রস্তুতি পর্বকে বলে—
(A) প্রফেজ (B) মেটাফেজ (C) আনাফেজ (D) ইন্টারফেজ
Answer:- ইন্টারফেজ

উদ্ভিদ কোষে বেতন্তু গঠিত হয়-
(A) মাইক্রোটিউবিউল থেকে (B) নিউক্লিওরস থেকে (C) মাইক্রোবড়ি থেকে (D) মাইক্রোফিলামেন্ট থেকে
Answer:- মাইক্রোটিউবিউল

DNA-তে থাকে-
(A) দ্রাক্ষা শর্করা
(B) রাইবােজ শর্করা (C) ডি. অক্সিরাইবােজ শর্করা (D) ইক্ষু শর্করা
Answer:- ইক্ষু শর্করা

নিউক্লিক অ্যাসিডে যে অ্যাসিডটি থাকে—
(A) নাইট্রিক অ্যাসিড (B) ফসফরিক অ্যাসিড (C) হাইড্রোক্লোরিক অ্যাসিড (D) সালফিউরিক অ্যাসিড
Answer:- ফসফরিক অ্যাসিড

DNA-এর পিউরিন বেস হল-
(A) ইউরাসিল (B) থাইমিন (C) সাইটোসিন (D) অ্যাডেনিন
Answer:- থাইমিন

RNA-তে অবস্থিত পাঁচ কার্বনযুক্ত শর্করা হল-
(A) রাইবােজ শর্করা
(B) ইক্ষু শর্করা (C) দ্রাক্ষা শর্করা (D) ডি-অক্সিরাইবােজ শর্করা
Answer:- রাইবােজ শর্করা

DNA-এর দ্বিতন্ত্রী গঠন আবিষ্কার করেন—
(A) লিনিয়াস (B) রবার্ট ব্রাউন (C) ডারউইন (D) ওয়াটসন ও ক্রিক
Answer:- ওয়াটসন ও ক্রিক

কেবলমাত্র RNA-তে থাকে এমন একপ্রকার N-যুক্ত ক্ষারমূলক হল-
(A) অ্যাডেনিন (B) ইউরাসিল (C) গুয়ানিন (D) সাইটোসিন
Answer:- ইউরাসিল

ক্রোমােজোম সংখ্যার গুণিতক হারে বৃদ্ধিকে—
(A) হ্যাপ্লয়ডি (B) ডিপ্লয়ডি (C) পলিপ্লয়ডি (D) মনােপ্লয়ডি
Answer:- পলিপ্লয়ডি

কোন্ বিভাজনকে হ্রাস বিভাজন বলে ?
(A) অ্যামাইটোসিস (B) মাইটোসিস (C) মিওসিস (D) কোনটি নয়
Answer:- মিওসিস

হিউয়েন সাং যখন নালন্দা গিয়েছিলেন তখন নীচের মধ্যে কে নালন্দা মঠের প্রধান ছিলেন?
(a) বুদ্ধঘোষ (b) পদ্মবোধি (c) শীলভদ্র (d) পদ্মসম্ভব
Answer:- শীলভদ্র

পঞ্চায়েতিরাজ ব্যবস্থার সঙ্গে ভারতের সংবিধানের কোন তফশিল সম্পর্কিত?
(a) অষ্টম তফসিল (b) একাদশ তফসিল (c) দ্বাদশ তফসিল (d) প্রথম তফসিল
Answer:- একাদশ তফসিল

GST কততম সংশোধনী আইন হিসেবে চালু করা হয়েছিল?
(a) 101 (b) 102 (c) 103 (d) 100
Answer:- 101

বাংলার কোন গভর্নর সরকারের দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন?
(a) উইলিয়াম বেন্টিঙ্ক (b) রবার্ট ক্লাইভ (c) লর্ড কর্নওয়ালিস (d) ওয়ারেন হেস্টিংস
Answer:- রবার্ট ক্লাইভ

825 সালে কে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন?
(a) স্বামী বিবেকানন্দ (b) দয়ানন্দ সরস্বতী (c) ভেলাগেলি (d) রাম মোহন রায়
Answer:- রাম মোহন রায়

ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ কোথায় অবস্থিত?
(a) হায়দ্রাবাদ (b) নয়াদিল্লি (c) ইটানগর (d) দেরাদুন
Answer:- নয়াদিল্লি

ভারতের প্রথম হাইকোর্ট __ সালে প্রতিষ্ঠিত হয়।
(a) 1862 (b) 1867 (c) 1830 (d) 1860
Answer:- 1862

ভারতের সংবিধানের নিম্নলিখিত কোন ধারায় অভিন্ন নাগরিক বিধির উল্লেখ রয়েছে?
(a) ধারা 370 (b) ধারা 44 (c) ধারা 12 (d) ধারা 377
Answer:- ধারা 44

কোন কেন্দ্রশাসিত অঞ্চলের নিজস্ব হাইকোর্ট আছে?
(a) দাদরা ও নগর হাভেলি (b) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (c) দিল্লি (d) চন্ডিগড়
Answer:- দিল্লি

ফতেপুর সিক্রি কার দ্বারা মুঘল সাম্রাজ্যের রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল?
(a) হুমায়ুন (b) জাহাঙ্গীর (c) আকবর (d) বাবর
Answer:- আকবর

সীমান্ত গান্ধী কাকে বলা হয়?
(a) মহাত্মা গান্ধী (b) খান আব্দুল গফফর খান (c) বাল গঙ্গাধর তিলক (d) মহম্মদ আলি জিন্নাহ
Answer:- খান আব্দুল গফফর খান

ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
(a) ডঃ রাজেন্দ্র প্রসাদ (b) সি রাজাগোপালাচারী (c) ডাঃ সচ্চিদানন্দ সিনহা (d) লর্ড মাউন্টব্যাটেন
Answer:- সি রাজাগোপালাচারী

2030 সালে এশিয়ান গেমস কোন দেশে আয়োজিত হবে?
(a) নিউজিল্যান্ড (b) কাতার (c) অস্ট্রেলিয়া (d) কিরগিজস্তান
Answer:- কাতার

ভারতের প্রথম দেশীয় এয়ারক্রাফট ক্যারিয়ার কোনটি?
(a) আই.এন.এস বিক্রান্ত (b) আই.এন.এস বিরাট (c) আই.এন.এস বৈভাব (d) আই.এন.এস ভারাহা
Answer:- আই.এন.এস বিক্রান্ত

Namami Gange Yojana’ কোন সালে চালু হয়েছে?
(a) 2020 সালে (b) 2016 সালে (c) 2019 সালে (d) 2021 সালে
Answer:- 2016 সালে

SEBI-এর চেয়ারপার্সন পদে কে নিযুক্ত রয়েছেন?
(a) কমলা হ্যারিস (b) টেইলর সুইফট (c) সানিয়া মির্জা (d) মাধবী পুরী বাচ
Answer:- মাধবী পুরী বাচ

তিরুপতি বালাজি মন্দির কোথায় অবস্থিত?
(a) কর্ণাটক (b) অন্ধ্রপ্রদেশ (c) ওড়িশা (d) তেলেঙ্গানা
Answer:- অন্ধ্রপ্রদেশ

ক্যাভি’ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?
(a) গল্ফ (b) ক্রিকেট (c) বাস্কেটবল (d) লন টেনিস
Answer:- গল্ফ

সম্প্রতি কোথায় ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট অনুষ্ঠিত হল?
(a) ইরান (b) দুবাই (c) ইরাক (d) আবুধাবি
Answer:- আবুধাবি

পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর দ্রবণ কি বর্ণের হয়?
(a) বেগুনি (b) হলুদ (c) কমলা (d) লাল
Answer:- বেগুনি

অ্যামিবা কি প্রকার জনন সম্পন্ন করে?
(a) খণ্ডীকরন (b) কোরকোদগম (c) দ্বি-বিভাজন (d) যৌন প্রচ্ছন্ন
Answer:- দ্বি-বিভাজন

পিতল, ব্রোঞ্জ এবং জার্মান সিলভারের সংকর ধাতুতে উপস্থিত সাধারণ ধাতুটি হল:
(a) Cu (b) Al (c) Mg (d) Zn
Answer:- Cu

কোনটির মধ্য দিয়ে শব্দ সঞ্চালিত হয় না?
(a) বায়বীয় মাধ্যম (b) কঠিন মাধ্যম (c) ভ্যাকিউয়াম (d) তরল মাধ্যম
Answer:- ভ্যাকিউয়াম

বেসবল খেলায় খেলোয়াড়দের সংখ্যা কতজন?
(a) 9 জন (b) 7 জন (c) 11 জন (d) 12 জন
Answer:- 9 জন

কুমারসম্ভবম্’ কার রচনা?
(a) কালিদাস (b) সোমদেব (c) দন্তিন (d) বিষ্ণু শর্মা
Answer:- কালিদাস

বিশ্বে ভারতের মান ডাক পরিষেবায় কত?
(a) দ্বিতীয় (b) প্রথম (c) চতুর্থ (d) তৃতীয়
Answer:- প্রথম

দুটি সংখ্যার গুনফল 4032 এবং তাদের গ.সা.গু হল 12 সংখ্যা দুটির ল.সা.গু কত?
A. 331 B. 336 C. 363 D. 301
Answer:- 336

বস্তুর কাজ করার সামর্থ্যকে কি বলে ?
(A)- শক্তি (B)- তাপ (C)- আকার (D)- কোনোটিই নয়
Answer:- শক্তি

জলবিদ্যুৎ উৎপাদন জাপান পৃথিবীর কোন স্থান অধিকার করে রেখেছে ?
(A)- তৃতীয় (B)- দ্বিতীয় (C)- প্রথম (D)- পঞ্চম
Answer:- তৃতীয়

বিশেষ কিছু দূরত্বের পর টিভি সিগন্যাল কে গ্রহণ করতে পারে না কেন?
(A)- বায়ুর মাধ্যম (B)- পৃথিবীর বক্রতা (C)- দুর্বল ক্ষমতা (D)- সিগন্যাল এর সমস্যা
Answer:- বায়ুর মাধ্যম

সংবিধান অনুযায়ী মন্ত্রিপরিষদের সদস্যরা কার ইচ্ছা অনুযায়ী পদে বসেন ?
(A)- রাষ্ট্রপতি (B)- রাজ্যপাল (C)- প্রধানমন্ত্রী (D)- লোকসভার অধ্যক্ষ
Answer:- প্রধানমন্ত্রী

সালোকসংশ্লেষে হিল বিকার কোনটি ?
(A)- RUDP (B)- ATP (C)- NADP (D)- ADP
Answer:- RUDP

আর্যদের ধর্ম বৈদিক যুগে কোন ধর্মে পরিণত হয়েছিল ?
(A)- বৈষ্ণব (B)- ব্রাহ্মণ্য (C)- জৈন (D)- ঋক
Answer:- ব্রাহ্মণ্য

Leave a Comment