WBP Bengali gk mcq 2024

WBP Bengali gk mcq 2024

আহমেদ আওয়াদ বিন মুবারক কোন দেশের প্রধানমন্ত্রী হন?
[A] Jordan
[B] Iraq [C] Iran [D] Yemen
Answer:- Iraq

দক্ষিণ আমেরিকার কোন দেশ ডেঙ্গু জ্বরের ঘটনা বৃদ্ধির কারণে স্বাস্থ্য জরুরী অবস্থা ঘোষণা করেছে?
[A] Chile
[B] Argentina [C] Peru [D] Brazil
Answer:- Peru

কোন শহর হিজড়া সম্প্রদায়ের জন্য বিনামূল্যে বাস ভ্রমণ ঘোষণা করেছে?
[A] Lucknow
[B] Indore [C] Delhi [D] Jaipur
Answer:- Delhi

সম্প্রতি মারা যাওয়া ফারুক নাজকি কোন পেশার সাথে যুক্ত ছিলেন?
[A] Poet
[B] Wrestler [C] Scientist [D] Politician
Answer:- Poet

নিচের কোনটির Frequency (ফ্রিকোয়েন্সি) সবচেয়ে বেশি ?
a) X – রশ্মি
b) গামা রশ্মি c) রেডিও তরঙ্গ d) মাইক্রো তরঙ্গ
Answer:- গামা রশ্মি

ব্যারোমিটার কে আবিষ্কার করেন ?
a) মাইকেল ফ্যারাড
b) টমাস আলভা এডিসন c) টরিসেলি d) গ্যালিলিও
Answer:- টরিসেলি

কোন যৌগটি জারক ও বিজারক রূপে আচরণ করে ?
a) CrO3
b) Al2O3 c) SO2 d) MnO2
Answer:- SO2

বিজারণ প্রক্রিয়ায় কী ঘটে?
ইলেকট্রন হ্রাস
ইলেকট্রন লাভ
হাইড্রোজেন হ্রাস
অক্সিজেন লাভ
Answer:- ইলেকট্রন লাভ

যে বিক্রিয়ায় জারণ ও হ্রাস একই সাথে ঘটে তাকে কী বলে?
রেডক্স
এক্সোথার্মিক
এন্ডোথার্মিক
কাপলিং
Answer:- রেডক্স

ভিনিগার কোনটির জলীয় দ্রবন ?
a) অ্যাসেটিক অ্যাসিড
b) হাইড্রোক্লোরিক অ্যাসিড c) সাইট্রিক অ্যাসিড d) অক্সালিক অ্যাসিড
Answer:- অ্যাসেটিক অ্যাসিড

নিম্নের কোনটি নোবেল গ্যাস নয় ?
a) ব্রোমিন
b) র‍যাডন c) আর্গন d) নিয়ন
Answer:- ব্রোমিন

নিম্নের কোন্ যৌগ থেকে আলকাতরা পাওয়া যায় ?
a) বেঞ্জিন
b) মিথেন c) ইথেন d) ফেনল
Answer:- ফেনল

কেরোসিন তেলের ক্র্যাকিং এর ফলে কী উৎপন্ন হয় ?
a) প্রতি উসার গ্যাস b) কোল গ্যাস c) অয়েল গ্যাস d) সেমিওয়াটার গ্যাস
Answer:- অয়েল গ্যাস

নিম্নের কোনটি একটি সমিত লবণের উদাহরণ ?
a) সোডিয়াম বাই কার্বনেট
b) পটাশিয়াম বাই কার্বনেট c) সোডিয়াম ক্লোরাইড d) কোনোটিই নয়
Answer:- সোডিয়াম ক্লোরাইড

ক্রিপটন এর পরমাণু ক্রমাঙ্ক কত ?
a) 30
b) 36 c) 38 d) 39
Answer:- 36

গুরু মস্তিষ্কের বহিঃদেশের ভাঁজ গুলোকে কি বলা হয় ?
a) প্লুরা
b) মেনিনজেস c) জাইরাস d) মনেরা
Answer:- জাইরাস

শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়ার আবিষ্কারক কে ?
a) আইভ্যান প্যাভলভ
b) চার্লস c) ডারউইন d) কামিলো
Answer:- আইভ্যান প্যাভলভ

ব্যাঙের শিকার ধরা কি ধরনের প্রতিবর্ত ক্রিয়া ?
a) জটিল প্রতিবর্ত ক্রিয়া
b) সহজ প্রতিবর্ত ক্রিয়া c) অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া d) উপরের সবকটি
Answer:- অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া

স্টেনলেস স্টিল কি কি উপাদান দিয়ে তৈরি করা হয় ?
a) জিঙ্ক ও লোহা
b) লোহা, ক্রোমিয়াম ও কার্বন c) জিঙ্ক, লোহা ও তামা d) তামা ও ক্রোমিয়াম
Answer:- লোহা, ক্রোমিয়াম ও কার্বন

ফটোগ্রাফিতে কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় ?
a) সালফার ডাই অক্সাইড
b) সিলভার ক্লোরাইড c) পটাশিয়াম নাইট্রেট d) সোডিয়াম ক্লোরাইড
Answer:- সিলভার ক্লোরাইড

উন্নয়ন পরিষদ কত সালে গঠিত হয় ?
(A)- ১৯৪৫ (B)- ১৯৫৮ (C)- ১৯৪৯ (D)- ১৯৫১
Answer:- ১৯৫১

তামা উৎপাদনে ভারতবর্ষের কোন রাজ্য প্রথম?
(A)- বিহার (B)- পশ্চিমবঙ্গ (C)- মহারাষ্ট্র (D)- কোনো টিইনয়
Answer:- বিহার

সবথেকে বেশি সড়কপথ আছে ভারতবর্ষের কোন রাজ্যে ?
(A)- মহারাষ্ট্র (B)- রাজস্থান (C)- পশ্চিমবঙ্গ (D)- উত্তর প্রদেশ
Answer:- মহারাষ্ট্র

অযধ্যার বাবরি মসজিদ ভাঙার বিষয়ে তদন্তকারী কমিশন কোনটি?
(A)- জৈন কমিশন (B)- অযধ্যা কমিসন (C)- লিবারহান কমিশন (D)- কৃষ্ণকমিশন
Answer:- লিবারহান কমিশন

দু’টি দেশকে আলাদা করেছে কোন পক প্রণালী ?
(A)- ভারত ও চিন (B)- ভারত ও বাংলাদেশ (C)- ভারত ও শ্রীলুঙ্কা (D)- ভারত ও পাক
Answer:- ভারত ও শ্রীলুঙ্কা

কোন এসিড থাকে লেবুতে ?
(A)- ফসফরিক এসিড (B)- টারটারিক অ্যাসিড (C)- সাইট্রিক এসিড (D)- ম্যালিক এসিড
Answer:- সাইট্রিক এসিড

গুরুশিখর’ কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ?
(A)- সিঙ্গলিলা (B)- আরাবল্লী (C)- কারা-কোরাম (D)- কোনটিই-নয়
Answer:- আরাবল্লী

একজন অসাধু ব্যবসায়ী তার বিক্রেতা এবং ক্রেতাকে 20% পর্যন্ত জাল ওজন ব্যবহার করে প্রতারণা করে। তার প্রকৃত লাভ শতাংশ হল – (WBCS Mains 2014)
(A) 20% (B) 40% (C) 44% (D) 50%
Answer:- 44%

যদি A এর 2/3য় = B এর 75% = C এর 0.6 তাহলে A: B: C এর সমান (WBCS Mains 2014)
(A) 8:9:10 (B) 9:8:10 (C) 6:5:8 (D) উপরের কোনটিই নয়
Answer:- 9:8:10

নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য? (WBCS Mains 2014)
(A) 24357806 (B) 35769812 (C) 83479560 (D) 3336433
Answer:- 3336433

দুটি সংখ্যার HCF হল 145 এবং তাদের LCM হল 21751 একটি সংখ্যা 725 হলে, অন্য সংখ্যাটি হল- (WBCS Mains 2014)
(A) 290 (B) 435 (C) 5 (D) উপরের কোনটি নয়
Answer:- 435

1391 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হবে যাকে 7, 9, 11 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ও ভাগশেষ হিসেবে পাওয়া যাবে?
A. 4 B. 1 C. 3 D. 2
Answer:- 2

16.যদি কোন সাংকেতিক ভাষায় BIMAL কে DKOCN লেখা হয় তবে SUMAN = ?
A. UWOCP B. PUWOC C. WOUCP D. OCPUW
Answer:- UWOCP

যদি কোন সাংকেতিক ভাষায় BOOK = 2151511 হয় তবে PEN = ?
A. 41223 B. 15389 C. 91726 D. 16514
Answer:- 16514

একজন ব্যক্তিকে দেখে বিকাশ বলল — “তিনি আমার ঠাকুরদার একমাত্র ছেলের বোনের ছেলে।” তবে ব্যক্তিটি বিকাশের কে হবে ?
A. কাকা B. ভাই C. মামা D. বাবা
Answer:- ভাই

যদি, A + B = A – B A × B = A ÷ B A ÷ B = A × B A – B = A + B হয় তবে 6 ÷ 25 × 5 + 8 – 10 = কত ?
A. 32 B. 19 C. 35 D. 40
Answer:- 32

দীন-ই-ইলাহি কে প্রবর্তন করেন?
(A) বাবর (B) আকবর (C) হুমায়ূন (D) শাহজাহান
Answer:- আকবর

আকবরের শাসনকালে রাজস্ব বিভাগের দায়িত্ব কার ওপর ন্যস্ত ছিল?
(A) মান সিংহ (B) টোডরমল (C) বৈরাম খাঁ (D) বীরবল
Answer:- টোডরমল

কোন ঐতিহাসিক ব্যক্তিত্বের পিতার নাম শাহজী ভোসলে, মায়ের নাম জীজাবাঈ ?
(A) শিবাজি (B) বালাজী বাজীরাও (C) হােলকার (D) হায়দার আলি
Answer:- শিবাজি

শিখ খালসার প্রতিষ্ঠাতা কে?
(A) গুরু গােবিন্দ (B) গুরু গােবিন্দ সিং (C) গুরু নানক (D) গুরু তেগ বাহাদুর
Answer:- গুরু গােবিন্দ সিং

নীচের মােগল সম্রাটদের মধ্যে কে লিখতে বা পড়তে জানতেন না ?
(A) বাবর (B) হুমায়ুন (C) আকবর (D) জাহাঙ্গীর
Answer:- আকবর

ভারতবর্ষে কে যুদ্ধে প্রথম বারুদ ও কামান ব্যবহার করেন ?
(A) বাবর (B) ইব্রাহিম লােদি (C) আকবর (D) আলাউদ্দিন খলজী
Answer:- বাবর

একটি ঘড়ির ঘন্টার কাঁটাটি যদি 18° করে আবর্তিত হয় একই সময়ে মিনিটের কাঁটাটি ঘড়িটিকে কত ডিগ্রি আবর্তন করবে?
A. 196 B. 216 C. 276 D. 168
Answer:- 216

প্রদত্ত বিকল্প থেকে সংশ্লিষ্ট শব্দ/অক্ষর/সংখ্যা নির্বাচন করুন.
DA : FE : : HI : ?
(a) KO (b) JM (c) JK (d) KJ
Answer:- JM

প্রদত্ত বিকল্প থেকে সংশ্লিষ্ট শব্দ/অক্ষর/সংখ্যা নির্বাচন করুন.
2 : 16 : : 3 : ?
(a) 340 (b) 81 (c) 243 (d) 122
Answer:- 81

8, 17, 33, 67,  ?
(a) 131 (b) 132 (c) 133 (d) 135
Answer:- 133

কে ‘মন্টেগু চেমসফোর্ড’ শাসন সংস্কারকে ‘দাসত্বের পরিকল্পনা’ বলে আক্ষায়িত করেছেন?
(a) জওহরলাল নেহরু (b) মতিলাল নেহরু (c) অ্যানি বেসান্ত (d) সুভাষচন্দ্র বসু
Answer:- অ্যানি বেসান্ত

1929 সালে 31 ডিসেম্বর কোন নদীর তীরে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল?
(a) ইরাবতী (b) চন্দ্রভাগা (c) শতদ্রু (d) ঝিলাম
Answer:- ইরাবতী

বিনয়, বাদল ও দীনেশ কত সালে রাইটার্স বিল্ডিং আক্রমণ করেন?
(a) 1930 (b) 1932 (c) 1936 (d) 1928
Answer:- 1930

পরাধীন ভারতে হুইটলি কমিশন কীসের সঙ্গে সম্পর্কিত?
(a) শিক্ষা (b) বিচার ব্যবস্থা (c) শ্রমিক উন্নতি (d) অর্থনৈতিক সংস্কার
Answer:- শ্রমিক উন্নতি

চৌধুরী চরণ সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত?
(a) বারাণসী (b) জয়পুর (c) লক্ষ্ণৌ (d) হায়দ্রাবাদ
Answer:- লক্ষ্ণৌ

রাজীব গান্ধী লিফট ইরিগেশন প্রকল্প কোন নদীর উপর অবস্থিত?
(a) কাবেরী (b) কৃষ্ণা (c) নর্মদা (d) ভাগীরথী
Answer:- কৃষ্ণা

প্রথম ভারতীয় মহিলা হিসাবে সাহিত্যে অ্যাকাডেমি পুরস্কার পেয়েছেন কে?
(a) আশাপূর্ণা দেবী (b) অমৃতা প্রিতম (c) পুনিতা অরোরা (d) হারিতা কৌড় দয়াল
Answer:- অমৃতা প্রিতম

সিভিল সার্ভিসের জনক বলা হয়-
(a) লর্ড মিন্টো (b) লর্ড ওয়েলেসলি (c) লর্ড উইলিয়াম বেন্টিং (d) লর্ড কর্নওয়ালিস
Answer:- লর্ড উইলিয়াম বেন্টিং

ইরাকের বাগদাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
(a) টাইগ্রিস (b) নীলনদ (c) রাইন (d) হাডসন
Answer:- টাইগ্রিস

স্বাধীন ভারতের প্রথম আইন মন্ত্রী কে ছিলেন?
(a) জগজীবন রাম (b) বি.আর. আম্বেদকর (c) জন মাথাই (d) এইচ.সি. মুখার্জি
Answer:- বি.আর. আম্বেদকর

প্রস্তাবনায় ‘ন্যায়’ কথাটির ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে?
(a) রাশিয়া (b) যুক্তরাষ্ট্র (c) ফ্রান্স (d) আয়ারল্যান্ড
Answer:- যুক্তরাষ্ট্র

প্রথম ভারতীয় মহিলা হিসাবে অলিম্পিকে পরপর দু’টি পদক পেয়েছেন কে?
(a) মেরি কম (b) সাক্ষী মালিক (c) সাইনা নেহওয়াল (d) পি.ভি. সিন্ধু
Answer:- পি.ভি. সিন্ধু

হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন?
(a) প্রধানমন্ত্রী (b) রাষ্ট্রপতি (c) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি (d) স্বরাষ্ট্রমন্ত্রী
Answer:- রাষ্ট্রপতি

কিলো-ওয়াট ঘণ্টা কিসের একক?
(a) ক্ষমতা (b) কার্য (c) শক্তি (d) চাপ
Answer:- শক্তি

শব্দের গতিবেগ-এর কি পরিবর্তন হবে যদি চাপ বৃদ্ধি পায়?
(a) বৃদ্ধি পাবে (b) হ্রাস পাবে (c) অপরিবর্তিত থাকবে (d) প্রথমে বৃদ্ধি পাবে পরে হ্রাস পাবে
Answer:- অপরিবর্তিত থাকবে

পারদের হিমাঙ্ক কত?
(a) -30°C (b) -39°C (c) -140°C (d) -32°C
Answer:- -39°C

গামা রশ্মির গতিবেগ আলোর গতিবেগের-
(a) সমান (b) 1/10 ভাগ (c) অর্ধেক (d) 1.4×10⁷ গুণ
Answer:- সমান

রক্তক্ষরণ বন্ধ করতে সাহায্য করে-
(a) ফেরাস সালফেট (b) সাধারণ লবণ (c) ফেরিক ক্লোরাইড (d) পটাশিয়াম ক্লোরাইড
Answer:- ফেরিক ক্লোরাইড

AB রক্তের গ্রুপের কোনো ব্যক্তির রক্তে কোন ধরনের অ্যান্টিবডি থাকে?
(a) A (b) B (c) A ও B উভয় (d) অ্যান্টিবডি থাকে না
Answer:- অ্যান্টিবডি থাকে না

হাইতিতে আটকে থাকা ভারতীয়দের সরিয়ে নেওয়ার জন্য কোন অভিযানটি করা হয়েছিল?
(a) অপারেশন ইন্দ্রাবতী (b) অপারেশন কাবেরী (c) অপারেশন হাইতি (d) অপারেশন গঙ্গা
Answer:- অপারেশন ইন্দ্রাবতী

প্যারিস অলিম্পিক ২০২৪ -এ পদক তালিকায় ভারতের স্থান কত?
A.৩৯ B.৫৯ C.৭১ D.১০০
Answer:- ৭১

বিশ্ব অঙ্গ দান দিবস পালন করা হয় কবে?
১৩ই আগস্ট ১৪ই আগস্ট ১৫ই আগস্ট ১৬ই আগস্ট
Answer:- ১৩ই আগস্ট

প্যারিস অলিম্পিক ২০২৪ -এ ভারত মোট কয়টি পদক জিতেছে?
৪টি ৫টি ৬টি ৭টি
Answer:- ৬টি

Dr. M.S. Swaminathan Award 2024′ সম্মানে ভূষিত হলেন কে?
মনোহর লাল জিতেন্দ্র সিং অনন্ত দর্শন শঙ্কর পিভি সত্যনারায়ণ
Answer:- জিতেন্দ্র সিং

২০২৪ লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে Pardo Alla Carriera Award -এ সম্মানিত হলেন কে?
শাহরুখ খান আমীর খান সালমন খান আমিতাভ বচ্চন
Answer:- শাহরুখ খান

সম্প্রতি প্রয়াত Susan Wojcicki কোন কোম্পানির প্রাক্তন CEO ছিলেন?
Google Youtube Facebook Instagram
Answer:- Youtube

গীতা হল রিতার বোন, রিতা হল পূজার কন্যা। পূজা হল সিমার কন্যা। তবে গীতার সঙ্গে সিমার সম্পর্ক কি ?
A. বোন B. মা C. নাতনি D. মাসি
Answer:- নাতনি

বায়ুমন্ডলে যে বিরলতম গ্যাসটি সর্বাধিক তা হল
A) হিলিয়াম B) আর্গন C) জেনন D) রেডন
Answer:- আর্গন

চাপ বৃদ্ধি করলে জলের স্ফুটনাঙ্ক
A) বৃদ্ধি পায় B) হ্রাস পায় C) একই থাকে D) প্রথমে হ্রাস পায় পরে বৃদ্ধি পায়
Answer:- বৃদ্ধি পায়

নিউট্রনের আবিষ্কারক কে?
A) জে জে থমসন B) রাদারফোর্ড C) ফার্মি D) স্যাডউইক
Answer:- স্যাডউইক

নিচের কোন মৌলটি পর্যায় সারণির 17-শ্রেণীতে নেই?
A) ব্রোমিন B) আর্গন C) ক্লোরিন D) ফ্লুরিন
Answer:- আর্গন

ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি’ কে প্রতিষ্ঠা।
A) চিত্তরঞ্জন দাশ B) সুভাষচন্দ্র বোস C) রাসবিহারী বোস D) সূর্য সেন
Answer:- সূর্য সেন

সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে?
A) দৌলত খাঁ B) খিজির খাঁ C) তৈমুর লং D) মোবারক শাহ
Answer:- খিজির খাঁ

Leave a Comment