WBP Bengali gk mcq 2024

WBP Bengali gk mcq 2024

দুমহাল নৃত্য কোন রাজ্যে দেখা যায় ❓
a) চন্ডিগড়
b) পাঞ্জাব c) জম্মু -কাশ্মীর d) হরিয়ানা
Answer:- জম্মু -কাশ্মীর

ভারতে আক্রমণের জন্য নিম্নের কে বাবর কে আমন্ত্রণ জানিয়েছিল ❓
a) সিকান্দার লোদী
b) দৌলতখান লোদী c) শের খান d) ইব্রাহিম লোদী
Answer:- দৌলতখান লোদী

বার্ধক্য সংক্রান্ত বৈজ্ঞানিক গবেষণা কি নামে পরিচিত ❓
a) জেরোন্টোলজি
b) ইটিওলজি c) টেরাটোলোজি d) কোনটাই নয়
Answer:- জেরোন্টোলজি

ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত❓
a) দেরাদুন, উত্তরাখন্ড
b) শিমলা, হিমাচল প্রদেশ c) লখনৌ, উত্তর প্রদেশ d) কোনটাই নয়
Answer:- দেরাদুন

মাইকেল ফ্রান্সিস ও ডায়ার কে নিম্নের কে হত্যা করেন ❓
a) চন্দ্রশেখর আজাদ
b) উধাম সিং c) মঙ্গল পান্ডে d) ভগৎ সিং
Answer:- উধাম সিং

দেশের প্রথম ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম কোথায় লঞ্চ করা হলো ❓
a) উত্তর প্রদেশ
b) সিকিম c) অরুণাচল প্রদেশ d) মহারাষ্ট্র
Answer:- উত্তর প্রদেশ

চৈতন্য দেবের সবচেয়ে বিখ্যাত জীবনীগ্রন্থ চৈতন্য চরিতামৃত কে রচনা করেন ❓
a) সুন্দর দাস
b) তুলসী দাস c) মাধবাচার্য d) কৃষ্ণ দাস কবিরাজ
Answer:- কৃষ্ণ দাস কবিরাজ

কোন সুলতান মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়েছিলেন ❓
a) আলাউদ্দিন খলজি
b) ইলতুৎমিস c) বলবন d) কোনটাই নয়
Answer:- আলাউদ্দিন খলজি

বিশ্ব নারী দিবস কবে পালন করা হয়❓
a) 18 মার্চ
b) 8 মার্চ c) 24 মার্চ d) 4 ফেব্রুয়ারি
Answer:- 8 মার্চ

নিম্নের কোনটির ভরকেন্দ্র বস্তুর দেহের বাইরে অবস্থিত ❓
a) ফাউন্টেন পেন
b) রিং c) ক্রিকেট বল d) বই
Answer:- রিং

নিম্নের কোনটি ন্যূনতম গ্রহন না করলে মানুষ বাঁচতে পারে না ❓
a) প্রোটিন
b) শর্করা c) ফ্যাট d) খনিজ পদার্থ

Answer:- শর্করা

কোন সাতবাহন শাসক এক ব্রাহ্মণ উপাধি গ্রহণ করেছিলেন ❓
a) গৌতমীপুত্র সাতকর্ণী
b) প্রথম সাতকর্ণী c) হাল d) কোনটাই নয়
Answer:- গৌতমীপুত্র সাতকর্ণী

কোন সালে স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল প্রতিষ্ঠা করেন ❓
a) 1784
b) 1748 c) 1884 d) 1848
Answer:- 1784

তারিখ-ই -ফিরোজ শাহী কার লেখা ❓
a) জিয়াউদ্দিন বারাউনী
b) আলবেরুনী c) আবুল ফজল d) কোনটাই নয়
Answer:- জিয়াউদ্দিন বারাউনী

নিম্নের কোন দিল্লি সুলতান সম্রাটের দাসেদের নিয়ে আলাদা একটি দপ্তর ছিল ❓
a) ফিরোজ শাহ তুঘলক
b) ইলতুৎমিস c) বল বন d) মোহাম্মদ বিন তুঘলক
Answer:- ফিরোজ শাহ তুঘলক

বিশ্বের সাথে একটি দেশের পণ্য পরিবহনের মোট রেকর্ড কে কি বলে ❓
a) ক্যাপিটাল এমাউন্ট
b) কারেন্ট এমাউন্ট c) ব্যালেন্স অফ পেমেন্ট d) ব্যালেন্স অফ ট্রেড
Answer:- ব্যালেন্স অফ পেমেন্ট

নুমালিগড় তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত ❓
a) অসম
b) হরিয়ানা c) গুজরাট d) বিহার
Answer:- অসম

সমস্ত কেসে নিম্নের কে ভারত সরকারের প্রতিনিধিত্ব করেন ❓
a) এটর্নি জেনারেল অফ ইন্ডিয়া
b) চিফ ক্যাবিনেট সেক্রেটারি c) সেক্রেটারি অফ ল মিনিস্টার d) কোনটাই নয়
Answer:- এটর্নি জেনারেল অফ ইন্ডিয়া

21 ফেব্রুয়ারি কোন দিবস পালন করা হয়?
A) স্বাস্থ্য দিবস B) হেপাটাইটিস দিবস C) মাতৃভাষা দিবস D) জনসংখ্যা দিবস
Answer:- মাতৃভাষা দিবস

নিম্নলিখিত কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না?
A) পদার্থবিদ্যা B) গণিত C) রসায়ন D) শান্তি
Answer:- গণিত

হুমায়ুনের জীবনী কোন ভাষায় লেখা হয়েছিল?
A) আরবি B) তুর্কি C) ফারসি D) উর্দু
Answer:- ফারসি

নিম্নে উল্লিখিত কোন প্রশাসক বঙ্গভঙ্গ রদ করেন ?
(A) লর্ড হার্ডিঞ্জ (B) লর্ড মিন্টো (C) লর্ড কার্জন (D) লর্ড চেমসফোর্ড
Answer:- লর্ড হার্ডিঞ্জ

ভারতের স্বাধীনতা আন্দোলনের কোন ঘটনার সঙ্গে সূর্যসেন জড়িত ছিলেন ?
(A) চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন (B) কাকোরী ষড়যন্ত্র মামলা (C) আইন অমান্য আন্দোলন (D) হোমরুল আন্দোলন
Answer:- চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন

1857 -র মহাবিদ্রোহ কানপুরে সিপাহীদের নেতৃত্ব দেন
(A) তাঁতিয়া টোপি (B) রানী লক্ষ্মীবাঈ (C) নানাসাহেব (D) কুনওয়ার সিং
Answer:- নানাসাহেব

স্বরাজ পার্টির প্রধান নেতারা ছিলেন
(A) বিঠলভাই জে প্যাটেল ও ডঃ আনসারি (B) এম. এন. রায় ও মুজফফর আহমেদ (C) মতিলাল নেহরু ও সি. আর. দাশ
Answer:- মতিলাল নেহরু ও সি. আর. দাশ

বক্সারের যুদ্ধ ঘটে
(A) 1762 খ্রিস্টাব্দে (B) 1764 খ্রিস্টাব্দে (C) 1768 খ্রিস্টাব্দে (D) 1772 খ্রিস্টাব্দে
Answer:- 1764 খ্রিস্টাব্দে

গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসেবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক হন
(A) দ্বিতীয় চন্দ্রগুপ্ত (B) বিষ্ণুগুপ্ত (C) প্রথম চন্দ্রগুপ্ত (D) স্কন্দগুপ্ত
Answer:- দ্বিতীয় চন্দ্রগুপ্ত

United Sovereign Bengal’ -এর advocate-দের মধ্যে একজন ছিলেন ?
(A) H.S. Surhawardi (B) Shyamaprasad Mukherjee (C) Maulana Abdul Kalam Azad (D) উপরের কেউই নন
Answer:- H.S. Surhawardi

ECF কী ?
(A) Economic Capital Framework (B) Equity Cash Flow (C) Entity Concept Fund (D) উপরের কোনোটিই নয়
Answer:- Economic Capital Framework

কোন রাজ্যে District Judge যুক্ত হন
(A) Governor দ্বারা (B) High court -এর প্রধান বিচারক দ্বারা (C) রাজ্যের কাউন্সিল অব মিনিস্টারস দ্বারা (D) রাজ্যের Advocate General দ্বারা
Answer:- Governor দ্বারা

ভারতের রাষ্ট্রপতির ক্ষেত্রে অভিযোগ আনা যায়
(A) পার্লামেন্টের উভয় কক্ষের যেকোনটিতে । (B) পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনে । (C) লোকসভায় এককভাবে । (D) রাজ্যসভায় একক ভাবে ।
Answer:- পার্লামেন্টের উভয় কক্ষের যেকোনটিতে

নিম্নলিখিত কোন সংবিধানিক আধিকারিকের ক্ষমা করার ক্ষমতা আছে ?
(A) রাষ্ট্রপতির (B) রাষ্ট্রপতির এবং কোন রাজ্যের রাজ্যপালের (C) রাজ্যপালের (D) ভারতীয় সুপ্রিম কোর্টের মুখ্য বা প্রধান বিচারকের
Answer:- রাষ্ট্রপতির এবং কোন রাজ্যের রাজ্যপালে

মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা হল
(A) 12 জোড়া (B) 31 জোড়া (C) 31 (D) 12
Answer:- 31 জোড়া

বংশগতিবিদ্যার জনক কে ❓
a) ডারউইন
b) ল্যামার্ক c) মেন্ডেল d) ওপারিন
Answer:- ল্যামার্ক

প্রশ্বাস বায়ুতে কত পরিমাণ অক্সিজেন থাকে ❓
a) 20.95%
b) 16.4% c) 14.2% d) 8.2%
Answer:- 20.95%

অরনিথিন চক্র কোথায় সংঘটিত হয় ❓
a) বৃক্কে
b) যকৃতে c) পেশীতে d) ক্ষুদ্রান্তে
Answer:- যকৃতে

বাস্তুতন্ত্রে বিয়োজক হল –
a) প্রথম শ্রেণীর খাদক
b) ব্যাকটেরিয়া c) মানুষ d) উদ্ভিদ
Answer:- ব্যাকটেরিয়া

পিটুইটারি হল –
a) অন্তঃক্ষরা গ্রন্থি
b) বহিঃক্ষরা গ্রন্থি c) মিশ্রগ্রন্থি d) কোনটাই নয়
Answer:- বহিঃক্ষরা গ্রন্থি

কোন প্রাণীর রক্তে লোহিত রক্ত কণিকা নেই ❓
a) মানুষ
b) ব্যাং c) কেঁচো d) মাছ
Answer:- কেঁচো

ফাইলোড হলো পরিবর্তিত –
a) পাতা
b) মূল c) কান্ড d) বীজ
Answer:- পাতা

বাণিজ্যিক ‘কক’ নিম্নলিখিত কোন গাছ থেকে পাওয়া যায় ❓
a) রাবার
b) ওক c) সেগুন d) আকন্দ
Answer:- ওক

“PAN” হল একটি –
a) জল দূষক b) বায়ু দূষক c) শব্দ দূষণ d) মাটি দূষণ
Answer:- বায়ু দূষক

ব্যাঙের মুখ্য রেচন পদার্থ হল –
a) ইউরিয়া b) ইউরিক অ্যাসিড c) অ্যামোনিয়া d) অ্যামাইনো এসিড
Answer:- ইউরিক অ্যাসিড

ব্যাকটেরিয়ার দেহে ক্রোমোজোম সংখ্যা ❓
a) 10টি b) 1জোড়া c) 2 জোড়া d) 23 জোড়া
Answer:- 1জোড়া

ফুসফুসের বায়ু কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়❓
a) স্পাইরোমিটার b)স্পেকট্রোমিটার c) পাইরোমিটার d) কোনটাই নয়
Answer:- স্পাইরোমিটার

যে দেশের লোকেদের সিদ্ধ চাল প্রধান খাদ্য, তারা কোন রোগে ভোগেন ❓
a) পেলেগ্রা
b) স্কার্ভি c) বেরি বেরি d) অস্টিও ম্যালেসিয়া
Answer:- বেরি বেরি

ভিটামিন ‘সি’ হল –
a) অ্যাসিটিক অ্যাসিড
b) ল্যাকটিক অ্যাসিড c) অ্যাসকরবিক অ্যাসিড d) সাইট্রিক এসিড
Answer:- অ্যাসকরবিক অ্যাসিড

প্রতি মিনিটে মানুষের শ্বাসহার হল –
a) 6-8 বার
b) 10-14 বার c) 12-20 বার d) 70-72 বার
Answer:- 12-20 বার

ছত্রাকের কোষ প্রাচীরের উপাদানের নাম কি ❓
a) সেলুলোজ b) কাইনিন c) পেপটাইডোগ্লাইক্যান d) হেমিসেলুলোজ
Answer:- কাইনিন

পত্রকান্ড কিসের রূপান্তর
a) মূল b) মৃতগত কান্ড c) কান্ড d) পাতা
Answer:- কান্ড

কুমড়ো গাছের নালিকা বান্ডিল নিম্নলিখিত কোন প্রকৃতির ❓
a) সমপার্শ্বীয় মুক্ত
b) সমপার্শ্বীয় বদ্ধ c) সমদ্বিপার্শ্বীয় মুক্ত d) সমপার্শ্বীয়
Answer:- সমদ্বিপার্শ্বীয় মুক্ত

পূর্ণবয়স্ক ব্যক্তির হৃদপিন্ডের ওজন প্রায় –
a) 250 gm
b) 300 gm c) 500 gm d) 150 gm
Answer:- 500 gm

কোন বস্তু উত্তাপের ফলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয় ?
(A) গ্রাফাইট (B) জীপসাম (C) জিঙ্ক (D) লেড
Answer:- জীপসাম

কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণার জন্য বিখ্যাত ?
(A) সতীশ চন্দ্র (B) বিপান চন্দ্র (C) রামশরণ শর্মা (D) অমলেশ ত্রিপাঠী
Answer:- রামশরণ শর্মা

সংবিধানের কোন সংশোধনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে ?
(A) 56 (B) 73 (C) 74 (D) 76
Answer:- 73

আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান—রাইটিং অন ইন্ডিয়ান হিস্ট্রি, কালচার অ্যান্ড আইডেন্টিটি’— গ্রন্থটির লেখক কে ?
(A) নীরদ সি. চৌধুরী (B) অমিত চৌধুরী (C) অমর্ত্য সেন (D) অরুন্ধতী রায়
Answer:- অমর্ত্য সেন

সংবিধানের কোন অংশটিকে সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয়?
A) মৌলিক দায়িত্ব B) মুখবন্ধ C) নাগরিকত্ব D) নির্দেশাত্মক নীতি
Answer:- মুখবন্ধ

ভারতীয় সংবিধানে একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে?
A) আমেরিকা B) ব্রিটেন C) রাশিয়া D) আয়ারল্যান্ড
Answer:- ব্রিটেন

ভারতের 27 তম রাজ্য কোনটি?
A) ছত্রিশগড় B) উত্তরাখণ্ড C) ঝাড়খন্ড D) গোয়া
Answer:- উত্তরাখণ্ড

সংবিধান সংশোধনীর কথা ভারতীয় সংবিধানের কত নম্বর পার্টে উল্লেখ রয়েছে?
A) পার্ট 16 B) পার্ট 19 C) পার্ট 20 D) পার্ট 21
Answer:- পার্ট 20

লোকসভার সেক্রেটারি জেনারেল কে নিযুক্ত করেন?
A) রাজ্যসভা B) লোকসভার স্পিকার C) রাষ্ট্রপতি D) প্রধানমন্ত্রী
Answer:- লোকসভার স্পিকার

বর্তমানে ভারতীয় সংবিধানে কটি তফশিল, কটি পার্ট এবং __ টি আর্টিকেল রয়েছে।
A) 8, 22, 395 B) 10, 18, 278 C) 12, 24, 450 D) 12, 25, 448
Answer:- 12, 25, 448

ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী কে ছিলেন?
A) বি. আর. আম্বেদকর B) সর্দার বলদেব সিং C) মৌলানা আবুল কালাম আজাদ D) সর্দার বল্লভ ভাই প্যাটেল
সর্দার বল্লভ ভাই প্যাটেল
Answer:- সর্দার বল্লভ ভাই প্যাটেল

কোন বছরে নাগাল্যান্ড পৃথক রাজ্য হিসেবে তৈরি হয়েছিল?
A) 1962 B) 1961 C) 1963 D) 1964
Answer:- 1963

…………………………….
রাজ্যের প্রধান বিচারালয়ের (হাইকোর্টের) প্রধান বিচারপতি কে নিয়োগ করেন?
A) রাজ্যের রাজ্যপাল B) রাজ্যের মুখ্যমন্ত্রী C) ভারতের রাষ্ট্রপতি D) সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি
Answer:- ভারতের রাষ্ট্রপতি

সুপ্রিমকোর্টে প্রধান বিচারপতি ছাড়াও আর কতজন বিচারপতি থাকতে পারে?
A) 7 জন B) 9 জন C) 33 জন D) 32 জন
Answer:- 33 জন

কত বছর বয়স পর্যন্ত হাইকোর্টের বিচারপতিরা স্বপদে বহাল থাকেন?
A) 58 বছর B) 62 বছর C) 65 বছর D) 70 বছর
Answer:- 62 বছর

সম্প্রতি ডাঃ ইয়ামিনী কৃষ্ণমূর্তি মারা গেছেন। তিনি কে ছিলেন?
ক ডাক্তার খ. অভিনেত্রী গ. ক্লাসিক্যাল ড্যান্সার d গায়ক
Answer:- ক্লাসিক্যাল ড্যান্সার

কোন রাজ্যে ‘লাভ জিহাদের’ দোষী ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে?
ক আসাম খ. কেরালা গ. গুজরাট d হিমাচল প্রদেশ
Answer:- আসাম

নিম্নলিখিতদের মধ্যে কে ফরাসীদের সাথে যুক্ত ছিলেন ?
(A) হায়দার আলি (B) সফদার জঙ্গ (C) মীর কাসিম (D) টিপু সুলতান
Answer:- টিপু সুলতান

কে ‘খালসা’ প্রবর্তন করেন ?
(A) গুরু তেগ বাহাদুর (B) গুরু নানক (C) গুরু গোবিন্দ সিংহ (D) গুরু হরগোবিন্দ
Answer:- গুরু গোবিন্দ সিংহ

ঢাকা অনুশীলন সমিতি’ কে প্রতিষ্ঠা করেন ?
(A) প্রফুল্ল চাকী (B) পুলিন দাস (C) এস. এন. সান্যাল (D) যতীন্দ্রনাথ মুখার্জী
Answer:- পুলিন দাস

সমস্ত তড়িৎচুম্বকীয় তরঙ্গের সমান
(A) কম্পাঙ্ক (B) বিস্তার (C) শূন্যস্থানে তরঙ্গদৈর্ঘ্য (D) শূন্যস্থানে বেগ
Answer:- শূন্যস্থানে বেগ

নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC October 31, 1920) প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন ?
(A) ভি. ভি. গিরি (B) সুভাষচন্দ্র বসু (C) লালা লাজপত রাই (D) সি. আর. দাস
Answer:- লালা লাজপত রাই

ভারতের আয়তন পাকিস্তানের আয়তন __ গুণ।
a) 3
b) 4 c) 9 d) 6
Answer:- 4

উত্তম তাপ শোষকরা হল
(A) দুর্বল বিকিরক (B) অ-বিকিরক (C) উত্তম বিকিরক (D) উচ্চ পালিশযুক্ত
Answer:- উত্তম বিকিরক

তোমার বন্ধুর কণ্ঠস্বর চেনা যায় তার
(A) পিচ (তীক্ষ্ণতা) দ্বারা (B) কোয়ালিটি (গুণ বা জাতি) দ্বারা (C) প্রাবল্য (তীব্রতা) দ্বারা (D) বেগ দ্বারা
Answer:- কোয়ালিটি (গুণ বা জাতি) দ্বারা

ভারতের সামরিক শহর কাকে বলে ?
[A] সুরাট [B] মিরাট [C] রাথটেক [D] নেতারহাট
Answer:- মিরাট

গাড়ির শহর কাকে বলে ?
[A] ভার্জিনিয়া
[B] ব্রাসিলিয়া [C] মরিশাস [D] সাংহাই
Answer:- ব্রাসিলিয়া

সূর্যপ্রয়াগ’ কোন্ কোন্ নদীর মিলনস্থলের নাম ?
[A] সোমনদী-মন্দাকিনী
[B] মন্দাকিনী-অলশতরঙ্গিনী [C] অলকানন্দা-মন্দাকিনী [D] অলকানন্দা-সরস্বতী
Answer:- মন্দাকিনী-অলশতরঙ্গিনী

রুদ্রপ্রয়াগ’ কোন্ কোন্ নদীর মিলন স্থলের নাম?
[A] অলকানন্দা-সরস্বতী
[B] অলকানন্দা-নান্দা [C] অলকানন্দা-মন্দাকিনী [D] বিষ্ণুগঙ্গা-অলকানন্দা
Answer:- অলকানন্দা-মন্দাকিনী

দেবপ্রয়াগ’ কোন্ কোন্ নদীর মিলনস্থলের নাম ?
[A] অলকানন্দা-নন্দা
[B] অলকানন্দা-মন্দাকিনী [C] অলকানন্দা-ভাগিরথী [D] অলকানন্দা-পিন্ডারিগঙ্গা
Answer:- অলকানন্দা-ভাগিরথী

বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ কোনটি ?
[A] মাজুলী
[B] গ্রীনল্যান্ড [C] ইলহা-দা-মারাজো [D] মোজাম্বিক
Answer:- মাজুলী

কোথায় ঘড়িয়াল সংরক্ষণ করা হয় ?
[A] জলদাপাড়া
[B] ভিতরকনিকা [C] বাঘদা [D] দাচিগাম
Answer:- ভিতরকনিকা

পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী কী ?
[A] মুজাফরাবাদ
[B] মুজাফ্ফরনগর [C] ইসলামাবাদ [D] কোনোটিই নয়
Answer:- মুজাফ্ফরনগর

হটলাইন কী ?
[A] রাশিয়া ও আমেরিকার সীমান্ত
[B] মস্কো ও ওয়াশিংটনের ফোন লাইন [C] একটি বাস পরিসেবা [D] উপরের সবকটিই
Answer:- মস্কো ও ওয়াশিংটনের ফোন লাইন

ভারতের পূর্বতম রাজ্য কোনটি?
[A] কিভিথু
[B] গৌরমাতা [C] অরুণাচলপ্রদেশ [D] ইম্ফল
Answer:- অরুণাচলপ্রদেশ

অসমের প্রধান নদী কোনটি?
[A] ব্রক্ষ্মপুত্র
[B] কালিগণ্ডক [C] তিস্তা [D] কাবেরী
Answer:- ব্রক্ষ্মপুত্র

ভারতের কোন রাজ্যকে ‘খনিজ ভাণ্ডার’ বলা হয়?
[A] ওড়িশা
[B] পশ্চিমবঙ্গ [C] ঝাড়খণ্ড [D] বিহার
Answer:- ঝাড়খণ্ড

ভারতের কোন্ রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম ?
[A] ত্রিপুরা
[B] সিকিম [C] গোয়া [D] উত্তরপ্রদেশ
Answer:- সিকিম

পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি ?
[A] থর [B] কালাহারী [C] সাহারা [D] আটাকামা
Answer:- সাহারা

Leave a Comment