WBP Bengali gk mcq 2024

WBP Bengali gk mcq 2024

নাগার্জুন নদী পরিকল্পনা’ – কোন নদীর তীরে গড়ে উঠেছে?
A) কৃষ্ণা নদীর তীরে B) কাবেরী নদীর তীরে C) গোদাবরী নদীর তীরে D) তাপ্তি নদীর তীরে
Answer:- কৃষ্ণা নদীর তীরে

শ্বেতহস্তির দেশ’ কাকে বলা হয়?
A) আফ্রিকা B) থাইল্যান্ড C) মালয়েশিয়া D) শ্রীলঙ্কা
Answer:- থাইল্যান্ড

ভূমধ্যসাগরের চাবি’ কাকে বলা হয়?
A) জিব্রাল্টার B) সুয়েজ খাল C) পর্তুগাল D) সিসিলি
Answer:- জিব্রাল্টার

পঞ্চ সমুদ্রের বন্দর’ কাকে বলা হয়?
A) লন্ডন B) টোকিও C) মস্কো D) হংকং
Answer:- মস্কো

ভাকরানাঙ্গাল প্রজেক্ট’ – কোন রাজ্যে অবস্থিত?
A) অরুণাচল প্রদেশ B) হিমাচল প্রদেশ C) মাদ্রাজ D) রাজস্থান
Answer:- হিমাচল প্রদেশ

পশ্চিমবঙ্গের ‘গনগনি’ অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে?
A) পলি মাটি B) লবণাক্ত মাটি C) তরাই মাটি D) ল্যাটেরাইট মাটি
Answer:- ল্যাটেরাইট মাটি

পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর-
A) আরবসাগরীয় প্রবাহের ফলে B) পশ্চিমী ঝঞ্ঝার ফলে C) বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে D) প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর দ্বারা
Answer:- বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে

ল্যাটেরাইট মৃত্তিকা কোথায় পাওয়া যায়?
A) বিহার (সমভূমি অঞ্চল) B) তামিলনাড়ু (উপকূল অঞ্চল) C) পশ্চিমবঙ্গ (মালভূমি অঞ্চল) D) পশ্চিমঘাট পর্বতের উত্তরাংশ
Answer:- পশ্চিমবঙ্গ (মালভূমি অঞ্চল)

নারকেল, কাজুবাদাম প্রভৃতি কোন মাটিতে ভালো হয়?
A) লালমাটি B) পলিমাটি C) ল্যাটেরাইট মাটি D) উপকূলীয় মাটি
Answer:- উপকূলীয় মাটি

উপকূলীয় মৃত্তিকার প্রকৃতি কিরূপ?
A) আম্লিক B) ক্ষারীয় C) প্রশম D) কোনোটিই নয়
Answer:- ক্ষারীয়

ল্যাটেরাইট মৃত্তিকার প্রকৃতি হল-
A) আম্লিক B) ক্ষারীয় C) প্রশম D) কোনোটিই নয়
Answer:- আম্লিক

পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের প্রধান মৃত্তিকা হল-
A) পলিমাটি B) পডসল C) লবণাক্ত কাদামাটি D) ল্যাটেরাইট
Answer:- পডসল

নবীন পলিমাটিকে বলা হয়-
A) খাদার B) ভাবর C) ভাঙ্গর D) কোনোটিই নয়
Answer:- খাদার

খাদার মৃত্তিকা দেখা যায় কোন অঞ্চলে?
A) তাল অঞ্চল B) রাঢ় অঞ্চল C) দিয়ারা অঞ্চল D) দক্ষিণবঙ্গের Answer:- সমভূমি

ভাঙ্গর মৃত্তিকা দেখা যায় যে অঞ্চলে-
A) পার্বত্য অঞ্চলে B) উপকূল অঞ্চলে C) মালদা ও বীরভূমে D) Answer:- মালভূমি অঞ্চলে

পশ্চিমবঙ্গের সর্বাধিক বালিয়াড়ি দেখা যায় কোন জেলায়?
A) হুগলি, হাওড়া B) পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা C) নদীয়া, বর্ধমান D) বাঁকুড়া, মুর্শিদাবাদ
Answer:- পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা

পশ্চিমবঙ্গের কোথায় প্রায় সব রকমের মৃত্তিকা ক্ষয় দেখা যায়?
A) নদীয়ার মায়াপুর B) হাওড়ার বাগনান C) বীরভূমের শান্তিনিকেতন D) পশ্চিম মেদিনীপুরের গনগনি
Answer:- পশ্চিম মেদিনীপুরের গনগনি

নিম্নলিখিত কোন মৃত্তিকা ‘শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা’ নামে পরিচিত?
A) ল্যাটেরাইট মৃত্তিকা B) পলিমাটি C) পডজল মৃত্তিকা D) লবণাক্ত মৃত্তিকা
Answer:- লবণাক্ত মৃত্তিকা

ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি ❓
a) নেপাল
b) পাকিস্তান c) মায়ানমার d) চীন
Answer:- চীন

কোন গ্যাস অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী ❓
a) কার্বন ডাই অক্সাইড
b) মিথেন c) কার্বন মনোক্সাইড d) সালফার ডাই অক্সাইড
Answer:- সালফার ডাই অক্সাইড

যে সকল উদ্ভিদ মরুভূমি অঞ্চলে জন্মায় তাদের কি বলে ❓
a) জেরোফাইট উদ্ভিদ
b) হ্যালোফাইট উদ্ভিদ c) মেসোফাইট উদ্ভিদ d) কোনটাই নয়
Answer:- জেরোফাইট উদ্ভিদ

ইলেকট্রনিক জেনারেটর কে আবিষ্কার করেন ❓
a) মাইকেল ফ্যারাডে
b) নিউটন c) ডারউইন d) রজার বেকন
Answer:- মাইকেল ফ্যারাডে

মিড ডে মিল প্রথম শুরু হয় কোথায় ❓
a) পাঞ্জাব
b) তামিলনাড় c) হরিয়ানা d) বিহার
Answer:- তামিলনাড়ু

সিটি অফ প্যালেস কাকে বলা হয় ❓
a) কলকাতা
b) মুম্বাই c) হায়দ্রাবাদ d) দিল্লি
Answer:- কলকাতা

রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন❓
a) দেবেন্দ্রনাথ ঠাকুর
b) রাজা রামমোহন রায় c) স্বামী বিবেকানন্দ d) রামকৃষ্ণ পরমহংস দেব
Answer:- স্বামী বিবেকানন্দ

গোল্ডেন গ্লোব পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয় ❓
a) ভারত
b) রাশিয়া c) আমেরিকা d) ফ্রান্স
Answer:- আমেরিকা

দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশ হলো –
a) সেরিব্রাম
b) সেরিবেলাম c) হাইপোথ্যালামাস d) সুষুম্না কান্ড
Answer:- হাইপোথ্যালামাস

কোন গ্রহকে “স্বর্গের দেবতা” বলা হয় ❓
a) পৃথিবী
b) নেপচুন c) বৃহস্পতি d) বুধ
Answer:- বৃহস্পতি

সবচেয়ে ক্ষুদ্রতম মেমোরি একক হল –
a) বিট
b) বাইট c) মেগাবাইট d) গিগাবাইট
Answer:- বিট

S.I. পদ্ধতিতে দৈর্ঘ্যের একক
(A) সেন্টিমিটার
(B) কিলোমিটার (C) মিটার (D) ডেকামিটার
Answer:- মিটার

এক আলােকবর্ষ সমান কত?
(A) 9.46 x 1014 মিটার
(B) 9.46 x 1015 মিটার (C) 9.46 x 1016 মিটার (D) 9.46 x 1017 মিটার
Answer:- 9.46 x 1015 মিটার

পরমাণুর ব্যাস মাপা হয় কোন এককে?
(A) ফার্মি
(B) এক্স (C) মিমি (D) অ্যাংস্ট্রম
Answer:- ফার্মি

রোধের একক কী ?
(A) জুল
(B) কুলম্ব (C) ওহম (D) ভোল্ট
Answer:- ওহম

কম্পাঙ্কের একক কী?
(A) অ্যাম্পিয়ার
(B) কেলভিন (C) ওহম-মিটার (D) হার্জ
Answer:- হার্জ

1 টন = ?
(A) 105 kg
(B) 107 kg (C) 103 kg (D) 1000 kg
Answer:- 1000 kg

C.G.I পদ্ধতিতে দৈর্ঘ্যের একক—
(A) মিটার
(B) সেমি (C) দুটোই (D) গজ
Answer:- সেমি

বিশুদ্ধ জলের ঘনত্ব সর্বাধিক হয়—
(A) 3°C
(B) 7°C (C) 10°C (D) 4°C
Answer:- 4°C

বিভব পার্থক্যের একক-
(A) অ্যাম্পিয়ার
(B) জুল (C) ভোল্ট (D) কুলম্ব
Answer:- ভোল্ট

ভৌত রাশি কয়প্রকার-
(A) 2
(B) 3 (C) 4 (D) 5
Answer:- 2

বল একটি-
(A) স্কেলার রাশি
(B) ভেক্টর রাশি (C) মৌলিক রাশি (D) কোনটাই নয়
Answer:- ভেক্টর রাশি

ভর ও ওজনের মধ্যে কোনটি বস্তুর স্বকীয় ধর্ম?
(A) ভর
(B) ওজন (C) দুটোই (D) কোনটাই নয়
Answer:- ভর

g-এর মান বাড়লে বস্তুর ভর ও ভারের কী পরিবর্তন হবে?
(A) দুটোই বাড়বে
(B) দুটোই কমবে (C) ভর একই থাকবে, কিন্তু ভার পরিবর্তিত হবে (D) ভার একই থাকবে, কিন্তু ভর পরিবর্তিত হবে
Answer:- ভর একই থাকবে, কিন্তু ভার পরিবর্তিত হবে

পৃথিবীর কেন্দ্রে কোনাে বস্তুর ওজন কত?
(A) 980
(B) 1 (C) -1 (D) 0
Answer:- 0

পৃথিবীর মেরু অঞ্চল ও নিরক্ষীয় অঞ্চলের মধ্যে কোথায় g-এর মান বেশি?
(A) মেরুতে
(B) নিরক্ষীয় অঞ্চলে (C) দুটোতে সমান (D) সময়ে সময়ে পরিবর্তন হয়
Answer:- মেরুতে

সার্বজনীন মহাকর্ষ সূত্রের প্রবর্তক কে?
(A) কেপলার
(B) গ্যালিলিও (C) নিউটন (D) কোপারনিকাস
Answer:- নিউটন

কেনাে বস্তুর ওজন পৃথিবীতে 18 kg হলে চাঁদে কত?
(A) 6 kg
(B) 8 kg (C) 3 kg (D) 9 kg
Answer:- 3 kg

24, 36 এবং 60 এর গ.সা.গু (H.C.F) কত?
A) 12 B) 24 C) 20 D) 16
Answer:- 12

প্রদত্ত বিকল্পগুলি থেকে, প্রদত্ত শব্দের অক্ষর ব্যবহার করে যে শব্দ গঠন করা যায় না তা নির্বাচন করুন।
INQUISITIVENESS (a)  QUITS (b)  QUIETNESS (c)  INVENTIVE (d)  QUININE
Answer:- INVENTIVE

প্রদত্ত সংখ্যার গ্রুপের অনুরূপ সংখ্যা নির্বাচন করুন।
25: 125: : ? : 3125 (a)  525 (b)  625 (c)  725 (d)  825
Answer:- 625

প্রদত্তগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে নিন যা সিরিজটি সম্পূর্ণ করবে
219, 211, 204, 198, ?, 189 (a)  189 (b)  193 (c)  196 (d)  192
Answer:- 193

Y হল X-এর পূর্বে যা Z-এর উত্তরে। P যদি Z-এর দক্ষিণে থাকে, তাহলে Y-এর P কোন দিকে?
(a) উত্তর (b) পশ্চিম (c) উত্তর-পূর্ব (d) দক্ষিণ-পশ্চিম
Answer:- দক্ষিণ-পশ্চিম

যদি ‘A’ মানে ‘+’, ‘B’ মানে ‘-‘, C মানে ‘x’, D মানে ‘÷’ তাহলে
14 C 10 A 42 D 2 B 8 =? (a) 426 (b) 169 (c) 153 (d) 83…
Answer:- 153

কে ‘হইন্দভ ধর্মোদ্ধারক’ (হিন্দুধর্মের রক্ষাকর্তা) উপাধি নেন ?
(A) গুরু রামদাস (B) শিবাজি (C) প্রথম বাজীরাও (D) বালাজী বাজীরাও
Answer:- শিবাজি

মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে
(A) মহানন্দা নদী (B) জলঙ্গী নদী (C) ভাগীরথী নদী (D) মাথাভাঙ্গা নদী
Answer:- ভাগীরথী নদী

ভারতীয় সংবিধানে ক্ষমতা বিন্যাসে শিক্ষা অন্তর্ভুক্ত হয়
(A) কেন্দ্রীয় তালিকায় (B) রাজ্য তালিকায় (C) যৌথ তালিকায় (D) উপরের কোনোটিই নয়
Answer:- যৌথ তালিকায়

“ম্যাগমা” কাকে বলে?
(A) সমুদ্রের তলদেশে সঞ্চিত পলি
(B) চুনাপাথর (C) ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ (D) ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খনিজ
Answer:- ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ

নীচের শিলাগুলির মধ্যে কোন্ শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যেতে পারে?
(A) গ্রানাইট
(B) বেলেপাথর (C) ব্যাসল্ট (D) মার্বেল পাথর
Answer:- বেলেপাথর

পথিবীর কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা প্রায়-
(A) 500°C
(B) 1000°C (C) 1500°C (D) 4000°C
Answer:- 4000°C

নীচের কোনটি পাললিক শিলা নয় ?
(A) ডলোরাইট
(B) ডলোমাইট (C) কয়লা (D) কংগ্লোমারেট
Answer:-ডলোরাইট

ভারতের দক্ষিণাঞ্চলে ‘ডেকানট্রাপ’ কোন্ শিলায় গঠিত?
(A) গ্রানাইট
(B) ব্যাসল্ট (C) স্লেট (D) ডলোমাইট
Answer:-ব্যাসল্ট

পৃথিবীর কোন দেশকে ‘পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ’ (epitome of the world) আখ্যা দেওয়া হয় ?
(A) সুইজারল্যাণ্ড
(B) ভারত (C) জাপান (D) শ্রীলঙ্কা
Answer:-ভারত

রিকটার স্কেলে কি পরিমাপ করা হয় ?
(A) সমুদ্র ঢেউ-এর উচ্চতা
(B) বৃষ্টিপাতের পরিমাণ (C) বায়ুর গতির তীব্রতা (D) ভূমিকম্পের তীব্রতা
Answer:-ভূমিকম্পের তীব্রতা

গ্রানাইট পাথর রূপান্তরিত শিলায় পরিবর্তিত হলে কোন্ পাথরে পরিণত হয়?
(A) নিস (Gneiss)
(B) কোয়ার্টজাইট (C) স্লেট (D) শ্বেতপাথর (Marble)
Answer:- নিস

চীনে ঘূর্ণবাত কি নামে পরিচিত?
(A) সাইক্লোন
(B) হ্যারিকেন (C) টর্নেডো (D) টাইফুন
Answer:- টাইফুন

গ্রীষ্ণের শেষে বর্ষার শুরুতে মৌসুমীবায়ু কোনদিক থেকে ভারতে প্রবেশ করে?
(A) উত্তর-পূর্ব
(B) দক্ষিণ-পশ্চিম (C) উত্তর (D) দক্ষিণ
Answer:- দক্ষিণ-পশ্চিম

‘P’ তরঙ্গ বা Primary wave নিচের কোনটির সাথে জড়িত?
(A) শীতল সমুদ্রস্রোত
(B) উষ্ণ সমুদ্রস্রোত (C) ভূমিকম্প (D) নদীর নিম্নগতি
Answer:- ভূমিকম্প

পশ্চিমবঙ্গে অক্টোবর মাসে যে ঝড় হয় তাকে বলা হয়-
(A) আঁধি (B) লু (C) আশ্বিনের ঝড় (D) কালবৈশাখী
Answer:- আশ্বিনের ঝড়

সিরােজেম কি?
(A) কৃষ্ণমৃত্তিকা
(B) পলিমাটি (C) পডসল (D) মরু অঞ্চলের মাটি
Answer:- মরু অঞ্চলের মাটি

জোরাফাইটিক প্লান্টস কোন অঞ্চলে বেশী দেখা যায়?
(A) মরু অঞ্চল
(B) সুন্দরবন (C) কচ্ছের রণ (D) হিমালয়ের পাদদেশ
Answer:- মরু অঞ্চল

নীচের বৃক্ষগুলির মধ্যে কোনটি পর্ণমােচি বৃক্ষ ?
(A) শিশু
(B) শাল (C) গর্জন (D) রবার
Answer:- শাল

এশিয়ার আর্দ্র অঞ্চলের উপকূলীয় অরণ্যের অপর নাম-
(A) সরলবর্গীয় অরণ্য
(B) চিরহরিৎ বনভূমি (C) ম্যানগ্রোভ (D) পর্ণমােচীয় বৃক্ষের অরণ্য
Answer:- ম্যানগ্রোভ

ঠেসমূল এবং শ্বাসমূল কোন গাছে দেখতে পাওয়া যায় ?
(A) ফণিমনসা
(B) পাইন (C) গর্জন (D) সুন্দরী
Answer:- সুন্দরী

কোন অনুচ্ছেদ অনুসারে কোন দোষী সাব্যস্ত ব্যক্তির দণ্ড ক্ষমা করার বা স্থগিত করার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে?
A) 53 B) 69 C) 72 D) 73
Answer:- 72

চিত্রকূট জলপ্রপাত কোথায় অবস্থিত?
A) চিত্রকূট B) বান্দা C) জবলপুর D) বস্তার
Answer:- বস্তার

লোসার উৎসব কোন রাজ্য পালিত হয়?
A) নাগাল্যান্ড B) আসাম C) ওড়িশা D) সিকিম
Answer:- সিকিম

সবরিমালা নামক হিন্দু তীর্থস্থানটি কোন টাইগার রিজার্ভ অঞ্চলে অবস্থিত?
A) কানহা B) পান্না C) পেরিয়ার D) বান্দিপুর
Answer:- পেরিয়ার

পৃথিবীর জলভাগের ক্ষেত্রফলকে কি বলা হয়?
A) বায়োস্ফিয়ার B) লিথোস্ফিয়ার C) অ্যাটমোস্ফিয়ার D) হাইড্রোস্ফিয়ার
Answer:- হাইড্রোস্ফিয়ার

থোডা’ নামক ক্রীড়া নৃত্যটি নিচের কোন রাজ্যের অন্তর্গত?
A) সিকিম B) অন্ধ্রপ্রদেশ C) হিমাচল প্রদেশ D) হরিয়ানা
Answer:- হিমাচল প্রদেশ

জল থেকে কঠিন পদার্থ অপসারণের সবচেয়ে লাভজনক পদ্ধতি কোনটি?
A) নিষ্ক্রিয় কার্বন ব্যবহার করা B) ইলেক্ট্রোলাইসিস C) পাতন D) অবক্ষেপণ
Answer:- অবক্ষেপণ

আকবর কাকে মিয়া উপাধি দিয়েছিলেন?
A) প্রথম মান সিংহ B) বীরবল C) রাজা টোডরমল D) তানসেন
Answer:- তানসেন

Leave a Comment