WBP Bengali gk mcq 2024

WBP Bengali gk mcq 2024

হর্ষবর্ধনের জীবনী “হর্ষচরিত” কার লেখা?
(A) ফা-হিয়েন
(B) হিউয়েন সাঙ (C) বানভট্ট (D) অশ্বঘোষ
Answer:- বানভট্ট

সম্রাট অশোকের শিলালিপিতে তাকে অন্য কি নামেও উল্লিখিত করা হয়েছে?
(A) চক্রবর্তী
(B) ধর্মকীর্তি (C) শৌর্যাদিত্য (D) প্রিয়দর্শী
প্রিয়দর্শী

বঙ্গদেশে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন?
(A) ধর্মপাল
(B) বিজয় সেন (C) বল্লাল সেন (D) শশাঙ্ক
বল্লাল সেন

কাশ্মীরের ইতিহাস নিয়ে কলহনের রচিত বই-এর নাম কী ?
(A) কাশ্মীর সমগ্র
(C) রাজচক্রবর্তী (B) রাজতরঙ্গিনী (D) হিমাদ্রিপঞ্জী
রাজতরঙ্গিনী

কাকে “ভারতের নেপোলিয়ান” আখ্যা দেওয়া হয়েছে?
(A) সমুদ্রগুপ্ত
(B) অশোক (C) চন্দ্রগুপ্ত (D) হর্ষবর্ধন
সমুদ্রগুপ্ত

নীচের কোনটি কনিষ্কের রাজধানী?
(A) কনৌজ
(B) উজ্জয়িনী (C) পাটলিপুত্র (D) পেশোয়ার
পাটলিপুত্র

নীচের কোন শাসক ‘মহারাজাধিরাজ’ উপাধিতে ভূষিত ছিলেন?
(A) রামগুপ্ত
(B) চন্দ্রগুপ্ত প্রথম (C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত (D) সমুদ্রগুপ্ত
চন্দ্রগুপ্ত প্রথম

সমুদ্রগুপ্তের কীর্তি নীচের কোনটিতে বর্ণিত রয়েছে?
(A) গিরনার শিলালিপি
(B) হাতিগুম্ফা শিলালিপি (C) এলাহাবাদ স্তম্ভ শিলালিপি (D) সারনাথ শিলালিপি
এলাহাবাদ স্তম্ভ শিলালিপি

ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয় ?
(A) গুপ্তযুগ
(B) মৌর্যযুগ (C) মোগল যুগ (D) কুষাণ যুগ
গুপ্তযুগ

গুপ্তযুগে কে “উত্তর রামচরিত” নাটক রচনা করেছিলেন?
(A) কালিদাস
(B) বিশাখদত্ত (C) ভারবি (D) ভবভূতি
ভবভূতি

সমুদ্রগুপ্তের নানা বিবরণ সমৃদ্ধ ‘এলাহাবাদ প্রশস্তি’ কে রচনা করেছিলেন?
(A) শুদ্রক
(B) হরিষেণ (C) ভবভূতি (D) বসুন্ধু
হরিষেণ

ভারতের প্রাচীন যুগের বিখ্যাত চিকিৎসক ধন্বন্তরী কোন রাজার রাজসভা অলংকৃত করেছিলেন?
(A) দ্বিতীয় চন্দ্র গুপ্ত
(B) অশােক (C) বিম্বিসার (D) সমুদ্রগুপ্ত
দ্বিতীয় চন্দ্র গুপ্ত

শকাব্দের প্রবর্তক কে ?
(A) আশােক
(B) রুদ্রমন (C) কনিষ্ক (D) বিক্রমাদিত্য
কনিষ্ক

আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিলেন?
(A) 1001 খ্রিস্টাব্দে
(B) 1018 খ্রিস্টাব্দে (C) 712 খ্রিস্টাব্দে (D) 760 খ্রিস্টাব্দে
712 খ্রিস্টাব্দে

কোন গ্রীক রাজদূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় যোগ দিয়ে ভারত সম্পর্কে বিবরণ লিখেছিলেন?
(A) সেলুকাস
(B) ফা-হিয়েন (C) মিন্দার (D) মেগাস্থিনিস
মেগাস্থিনিস

সম্রাট অশােকের সাম্রাজ্যে নীচের কোন অঞ্চলটি অন্তর্ভুক্ত ছিল না?
(A) মাদ্রাজ
(B) কাশ্মীর (C) তক্ষশীলা (D) কনৌজ
মাদ্রাজ

আজাদ হিন্দ ফৌজ’ কোথায় প্রথম স্থাপিত হয় ?
(A) টোকিও (B) রেঙ্গুন (C) সিঙ্গাপুর (D) ব্যাঙ্কক
সিঙ্গাপুর

নিম্নোক্ত কোন যৌগটি থার্মোপ্লাস্টিক ?
(A) রবার (B) নাইলন 6-6 (C) PVC (D) বেকেলাইট
PVC

প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব’টির প্রবক্তা হলেন—
(A) জে. বি. এস. হলডেন (B) জি.জে. মেন্ডেল (C) এ. আই. ওপারিন (D) সি. আর. ডারউইন
সি. আর. ডারউইন

নীল বিদ্রোহ’ নিয়ে নিয়মিত আলোকপাত করা হত—
(A) হিন্দু পেট্রিয়টে (B) টাইমস অফ ইন্ডিয়ায় (C) স্টেটসম্যানে (D) বেঙ্গল গেজেটি

খালিমপুর তাম্রপট’ পালবংশীয় কোন রাজার সমরকীর্তি সম্পর্কে আমাদের অবহিত করে ?
(A) দেবপাল (B) রামপাল (C) ধর্মপাল (D) প্রথম মহীপাল
ধর্মপাল

তারিখ-ই-ফিরুজশাহী’ গ্রন্থটির রচয়িতা কে ?
(A) আবুল ফজল (B) মিনহাজ-উজ-সিরাজ (C) জিয়াউদ্দিন বারানী (D) আল বিরুণী
জিয়াউদ্দিন বারানী

দিল্লীর সুলতানীর শেষ শাসক কে ছিলেন ?
(A) আলাউদ্দিন আলম শাহ (B) ইব্রাহিম লোদী (C) বাহলুল লোদী (D) সিকান্দার লোদী
ইব্রাহিম লোদী

তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন
(A) দেবেন্দ্রনাথ ঠাকুর (B) শিবনাথ শাস্ত্রী (C) কেশবচন্দ্র সেন (D) রাজা রামমোহন রায়
দেবেন্দ্রনাথ ঠাকুর

মুসলীম লীগ অন্তর্বর্তী কালীন সরকারে যোগদান করেন কবে ?
(A) অক্টোবর, 1946 (B) নভেম্বর, 1946 (C) ডিসেম্বর, 1946 (D) জানুয়ারী, 1947
অক্টোবর, 1946

কাদম্বরী’ গ্রন্থের রচয়িতা ছিলেন
(A) ক্ষেমেন্দ্র (B) কলহন (C) ভবভূতি (D) বাণভট্ট
বাণভট্ট

সাইমন কমিশন গঠন করা হয়েছিল কিসের জন্য ?
(A) ভারতীয় সংবিধানের সংস্কার (B) প্রশাসনিক সংস্কার (C) শিক্ষা সংস্কার (D) জেল কোড সংস্কার
ভারতীয় সংবিধানের সংস্কার

সৌর চুল্লির কার্যনীতি নীচের কোনটির সাথে এক ?
(A) বোলোমিটার (B) পাইরোমিটার (C) গ্রীণহাউস (D) গ্যালভানোমিটার
গ্রীণহাউস

বোম্বাইতে আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয় ?
(A) 1870 (B) 1875 (C) 1876 (D) 1880
1875

হাইড্রলিক প্রেস’ যন্ত্রের কার্যনীতির সাথে যুক্ত
(A) আর্কি মেডিসের সূত্র (B) পাস্কালের সূত্র (C) রেনল্ডের সূত্র (D) বার্নোলির সূত্র
পাস্কালের সূত্র

বঙ্গবিভাগ প্রত্যাহৃত হয় কোন সালে ?
(A) 1905 (B) 1906 (C) 1911 (D) 1909
1911

LED অর্থ হল
(A) আলো নিঃসরণকারী যন্ত্র (B) আলো নিঃসরণকারী ডায়োড (C) আলোয় মোড়া যন্ত্র (D) আলো নিঃসরণকারী ডট
আলো নিঃসরণকারী ডায়োড

গান্ধিজীর বিখ্যাত উক্তি ‘ফেল করা ব্যাঙ্কের উপর ভবিষ্যতের তারিখ দেওয়া চেক’ কার আগমন উপলক্ষ্যে করা হয় ?
(A) সাইমন কমিশন (B) ক্যাবিনেট মিশন (C) ক্রিপস মিশন (D) লর্ড ওয়াভেল
ক্রিপস মিশন

কবে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়েছিল ?
(A) 1906 (B) 1909 (C) 1916 (D) 1940
1940

কত বছরের নীচে কারখানায় শিশু শ্রমিক নিয়োগ ভারতবর্ষে আইনত নিষিদ্ধ?
A) 12 বছর B) 17 বছর C) 14 বছর D) 10 বছর
14 বছর

নিম্নের কে ‘হরিয়ানা হ্যারিকেন’ নামে পরিচিত?
A) বিজেন্দর সিং B) অনিল কুম্বলে C)কাপিল দেব D) নীরজ চোপড়া
কাপিল দেব

দীন-ই-ইলাহি কে প্রবর্তন করেন?
(A) বাবর
(B) আকবর (C) হুমায়ূন (D) শাহজাহান
আকবর

মোগল রাজসভায় কি ভাষা ব্যবহৃত হত?
(A) উর্দু
(B) ফার্সি (C) আরবী (D) হিন্দী
ফার্সি

মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
(A) আকবর
(B) বাবর (C) ঔরঙ্গজেব (D) হুমায়ূন
বাবর

নীচের কোন রাজপুত বংশ সম্রাট আকবরের বশ্যতা স্বীকার করে নি?
(A) রাঠোর
(B) প্রতিহার (C) শিশোদয় (D) পারমার
প্রতিহার

মোগল যুগে সৈন্য নিয়োগের দায়িত্ব কার ছিল?
(A) বখশি
(B) দিওয়ান (C) ওয়াজির (D) কোতোয়াল
বখশি

মোগল যুগে গ্রামগুলির আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কার ছিল ?
(A) পাটোয়ারি
(B) কানুনগো (C) মুকাদ্দম (D) করকুন
মুকাদ্দম

কোন সম্রাটের জন্য ময়ূর সিংহাসন নির্মিত হয়েছিল ?
(A) শেরশাহ
(B) আকবর (C) জাহাঙ্গীর (D) শাহজাহান
শাহজাহান

অমৃতসরে স্বর্ণমন্দির নির্মাণের জন্য কোন মোগল সম্রাট জমি বন্টন করেছিলেন?
(A) হুমায়ুন
(B) শাহজাহান (C) আকবর (D) জাহাঙ্গীর
আকবর

কোন মোগল সম্রাট তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন?
(A) আকবর
(B) শাহজাহান (C) জাহাঙ্গীর (D) ঔরঙ্গজেব
শাহজাহান

মোগল সম্রাটদের মধ্যে কার মনোভাব সর্বাপেক্ষা ধর্মনিরপেক্ষ ছিল?
(A) জাহাঙ্গীর
(B) আকবর (C) হুমায়ুন (D) ঔরঙ্গজেব
আকবর

সমস্ত শিখদের সঙঘবদ্ধ করে পাঞ্জাবে শিখরাজ্য কে প্রতিষ্ঠা করেছিলেন?
(A) মহারাজ রঞ্জিত সিংহ
(B) গুরু নানক (C) গুরু গােবিন্দ সিংহ (D) গুরু তেগবাহাদুর
মহারাজ রঞ্জিত সিংহ

আকস্মিকভাবে সিঁড়ি থেকে পড়ে গিয়ে কোন মােগল সম্রাটের মৃত্যু হয়েছিল?
(A) আকবর
(B) হুমায়ুন (C) জাহাঙ্গীর (D) ঔরঙ্গজেব
হুমায়ুন

কোন্ দেশের প্রথায় উৎসাহিত ও প্রভাবিত হয়ে সম্রাট আকবর ভারতে মনসবদারি প্রথা চালু করেন ?
(A) মঙ্গোলিয়া
(B) পারস্য (C) তুরস্ক (D) আফগানিস্তান
পারস্য

নীচের কোন মােগল সম্রাট ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে ব্রিটিশদের সর্বপ্রথম অনুমতি দিয়েছিলেন?
(A) শাহজাহান
(B) আকবর (C) বাবর (D) জাহাঙ্গীর
জাহাঙ্গীর

দিল্লির সিংহাসনে আসীন নাবালক আকবরের অভিভাবক হিসাবে কে ছিলেন?
(A) হিমু
(B) আবুল ফজল (C) ফৈজি (D) বৈরাম খাঁ
বৈরাম খাঁ

নিজেদের জীবনের স্মৃতিকথা দুই মােগল সম্রাট লিপিবদ্ধ করে গিয়েছেন। কোন দুই সম্রাট?
(A) জাহাঙ্গীর ও শাহজাহান
(B) বাবর ও জাহাঙ্গীর (C) হুমায়ুন ও আকবর (D) শাহজাহান ও ঔরঙ্গজেব
বাবর ও জাহাঙ্গীর

শেরশাহের রাজত্বকালে তৎকালীন কৃষকদের করপ্রদান। নির্ধারণের নথিপত্রকে কী বলা হত?
(A) জরিমানা
(B) কবুলিয়ৎ (C) মুচলেকা (D) পাট্টা
পাট্টা

দিল্লির কোন সুলতানবংশ মােগলদের ভারতে আসা ও ভারতের সম্রাট হওয়ার পথ সুগম করে দিয়েছিল ?
(A) লােদী
(B) তুঘলক (C) দাস (D) খলজি
লােদী

কোন্ মৌর্য ব্যক্তিত্বকে 18th শতাব্দীতে স্যান্ড্রোকোট্টোস (Snndrocottos) নামে জানা গেছে?
(A) চাণক্য
(B) বিন্দুসার (C) অশােক (D) চন্দ্রগুপ্ত
চন্দ্রগুপ্ত

“The Origin Of life On Earth”— বইটি কার লেখা ?
A. ওপারিন B. রবার্ট হুক C. দীনবন্ধু মিত্র D. রোজেন
ওপারিন

আঙ্গুরে কোন এসিড থাকে ?
A. টারটারিক, ম্যালিক এসিড B. অক্সিজেন C. হাইড্রোজেন D. কার্বন-ডাই অক্সাইড
টারটারিক, ম্যালিক এসিড

‘Biodiversity’— কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন ?
A. রোজেন B. ওপারিন C. দীনবন্ধু মিত্র D. রবার্ট হুক

সিকিমের সরকারী ভাষা কী ?
A. ইংরেজি B. নেপালি C. সিকিমিজ (ভুটিয়া) D. লেপচা
লেপচা

বায়ুকে কী পদার্থ বলা হয় ?
A. মিশ্র পদার্থ B. সাধারণ পানি C. কার্বন-ডাই অক্সাইড D. জল
মিশ্র পদার্থ

ভারতের সর্ববৃহৎ নদী কী ?
A. গঙ্গা B. ব্রহ্মপুত্র C. মহানদী D. কৃষ্ণা
গঙ্গা

সম্প্রতি কোন দেশে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে ভাষণ দিয়েছেন?
ক অস্ট্রেলিয়া খ. নিউজিল্যান্ড গ. ইতালি d আমেরিকা
নিউজিল্যান্ড

সুং দাও সম্প্রতি মারা গেছেন। তিনি কে ছিলেন?
ক গায়ক খ. ফুটবলার গ. বিজ্ঞানী d সমাজকর্মী
বিজ্ঞানী

কোন রাজ্য সরকার সম্প্রতি ‘উপস্থিতি’ পোর্টাল চালু করেছে?
ক ছত্তিশগড় খ. গোয়া গ. পশ্চিমবঙ্গ d জম্মু ও কাশ্মীর
ছত্তিশগড়

সম্প্রতি কে ডিবিএস গ্রুপের প্রথম মহিলা সিইও নিযুক্ত হয়েছেন?
ক দীনেশ উৎকল খ. তাং সি জো গ. তান সু শান d আর. শ্রীজেশ
তান সু শান

সম্প্রতি কোন বিমানবন্দরে ‘পাঞ্জাব সহায়তা কেন্দ্র’ খোলা হয়েছে?
ক লখনৌ খ. কলকাতা বিমানবন্দর গ. দিল্লি বিমানবন্দর d গুয়াহাটি বিমানবন্দর
লখনৌ

সম্প্রতি ভারত এবং কোন দেশ তাদের পররাষ্ট্র দফতরে পরামর্শ করেছে?
ক কানাডা খ. জাম্বিয়া গ. জাপান d অস্ট্রেলিয়া
জাম্বিয়া

ভারতের দ্বিতীয় বৃহত্তম জনবহুল রাজ্য কোনটি?
A) উত্তর প্রদেশ B) বিহার C) পশ্চিমবঙ্গ D) মহারাষ্ট্র
মহারাষ্ট্র

ভারতে প্রথম কোথায় বায়োস্ফিয়ার রিজার্ভ প্রতিষ্ঠিত হয়েছিল?
A) নকরেক B) সুন্দরবন C) নীলগিরি D) পেরিয়ার
নীলগিরি

ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হয়েছিলেন কে?
A) লর্ড ক্যানিং B) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক C) লর্ড লিটন D) লর্ড ক্লাইভ
লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

রাজ্যসভার সভাপতি হলেন-
A)ভারতের রাষ্ট্রপতি B) ভারতের উপ-রাষ্ট্রপতি C) ভারতের প্রধানমন্ত্রী D) ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী
উপ-রাষ্ট্রপতি

ভারতের ‘সংবিধান দিবস’ পালিত হয় কবে?
A) 26শে জানুয়ারী B) 25শে অক্টোবর C) 5ই জানুয়ারী D) 26শে নভেম্বর
26শে নভেম্বর

ভারতের প্রথম সংবাদপত্র কোনটি?
(a) বোম্বাই গেজেট
(b) বেঙ্গল গেজেট
(c) বোম্বে টাইমস
(d) হিন্দুস্তান টাইমস
বেঙ্গল গেজেট

নিচের কোন নদীটি মহাবালেশ্বর থেকে উৎপন্ন হয়েছে?
(a) তাপি
(b) সবরমতী
(c) কৃষ্ণ
(d) কাবেরী
কৃষ্ণ

নিচের কোন দেশে বিচারিক পর্যালোচনা পদ্ধতির উদ্ভব হয়েছিল?
(a) ফ্রান্স
(b) জার্মানি
(c) মার্কিন যুক্তরাষ্ট্র
(d) ব্রিটেন
মার্কিন যুক্তরাষ্ট্র
 

আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় তার দিক পরিবর্তনের ঘটনাকে বলা হয়
(a) প্রপাগেসন
(b) প্রতিফলন
(c) প্রতিসরণ
(d) বিচ্ছুরণ
প্রতিসরণ

নিচের কোনটি ভারতের বীমা ব্যবসা নিয়ন্ত্রণ করে?
(a) RBI
(b) IDBI
(c) SEBI
(d) IRDA
IRDA

কবে সংবিধানে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়-
(a) 1976
(b) 1975
(c) 1977
(d) 1979
1975
 

‘কনৌজের যুদ্ধ’ কবে সংঘটিত হয়?
(a) 1524
(b) 1540
(c) 1536
(d) 1556
1540

অনাস্থা প্রস্তাবের ভোট কোন সংসদে আনা হয়?
(a) রাজ্যসভা
(b) লোকসভা
(c) যে কোন কক্ষে
(d) এর কোনটিই নয়
লোকসভা

কাকোরী ষড়যন্ত্র মামলা কত সালে সংঘটিত হয়?
(a) 1925
(b) 1924
(c) 1926
(d) 1927
1925
 

জয়প্রকাশ নারায়ণকে _ উপাধি দেওয়া হয়।
(a) লোকনায়ক
(b) দেশবন্ধু
(c) জন নায়ক
(d) দীনবন্ধু
লোকনায়ক

নিচের কোনটি পাললিক শিলার বৈশিষ্ট্য?
(a) লাইনেশন
(b) ব্যান্ড
(c) ফোলিয়েশন
(d) লিথিফিকেশন
লিথিফিকেশন

নিচের কোন দেশটি 2021 সালের ICC পুরুষদের T20 বিশ্বকাপের আয়োজক ছিল?
(a) ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্র
(b) অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড
(c) সংযুক্ত আরব আমিরাত এবং ওমান
(d) ইংল্যান্ড এবং স্কটল্যান্ড
সংযুক্ত আরব আমিরাত এবং ওমান

রেইনফরেস্টে কোন ধরনের চাষাবাদ করা হয়?
(a) ড্রাই ফার্মিং
(b) ভার্টিকাল ফার্মিং
(c) টেরেন্স ফার্মিং
(d) স্ল্যাশ এবং বার্ন
স্ল্যাশ এবং বার্ন

নবী মুহাম্মদের জন্মদিন __ নামে পালিত হয়।
(a) ঈদ-উল-ফিতর
(b) রমজান
(c) ঈদুল আজহা
(d) মওলিদ আল-নবী
মওলিদ আল-নবী

সরকারি বাজেটের নিচের কোন কাজটি আয় বণ্টনের সঙ্গে যুক্ত?
অ্যালোকেশন ফাংশন
রেডিস্ট্রিবিউশন ফাংশন
(a) শুধুমাত্র 1
(b) 1 বা 2 কোনোটাই নয়
(c) 1 এবং 2 উভয়ই
(d) শুধুমাত্র 2টি
শুধুমাত্র 2টি

পর্বতের গায়ে যে সীমারেখার ওপরে সারাবছর তুষার বা বরফ জমে থাকে, তাকে কি বলে ?
(A) হিমরেখা
(B) গ্রাবরেখা (C) হিমশৈল (D) এরিটি
হিমরেখা

ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?
(A) নন্দাদেবী
(B) গডউইন অস্টিন (C) এভারেস্ট (D) কাঞ্চনজঙ্ঘা
গডউইন অস্টিন

নিচের কোনটির বায়ুর গতি ও শক্তি সর্বাধিক ?
(A) টাইফুন
(B) সাইক্লোন (C) হ্যারিকেন (D) টর্নেডো
টর্নেডো

ভারতে লুনী নদীর গতিপথ কোথায় এসে শেষ হয়েছে ?
(A) কচ্ছের রণ
(B) গঙ্গার বদ্বীপ (C) কেরলের উপকূল (D) গোদাবরীর বদ্বীপ
কচ্ছের রণ

নীচের কোন পর্বতশ্রেণী ভারতের কেবলমাত্র একটি রাজ্যেই বিস্তৃত ও সীমাবদ্ধ ?
(A) আরাবল্লী
(B) সাতপুরা (C) পূর্বঘাট (D) অজন্তা
অজন্তা

সমুদ্রের জল সর্বাধিক লবণাক্ত কোথায়?
(A) বঙ্গোপসাগর
(B) রেড সী (C) বাল্টিক সাগর (D) প্রশান্ত মহাসাগর
রেড সী

আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
(A) মহেন্দ্রগিরি
(B) পাঁচমারি (C) গুরুশিখর (D) ধূপগড়
গুরুশিখর

সৌরজগতের বৃহত্তম গ্রহের কি নাম?
(A) নেপচুন
(B) পৃথিবী (C) শনি (D) বৃহস্পতি
বৃহস্পতি

পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম-
(A) মাদাগাস্কার
(B) গ্রেট ব্রিটেন (C) গ্রীনল্যাণ্ড (D) সুমাত্রা
গ্রীনল্যাণ্ড

পৃথিবীর ছাদ’ কাকে বলা হয় ?
(A) সুইজারল্যাণ্ড
(B) পামীর মালভূমি (C) উত্তর মেরু (D) এভারেস্ট
পামীর মালভূমি

হিমালয় পর্বতশ্রেণীর নিচের পর্বতশৃঙ্গের মধ্যে কোটিসবচেয়ে উঁচু ?
(A) নাঙ্গা পর্বত
(B) অন্নপূর্ণা (C) নন্দাদেবী (D) K2
K2

উইলি উইলি” (Willy -Willy) কাকে বলে ?
(A) উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়
(B) সুনামির অন্য নাম (C) চিরহরিৎ বৃক্ষ (D) অস্ট্রেলিয়া উপকূলে সাইক্লোন

নীলগিরি পর্বতের সর্বোচ্চ শিখর হল—
(A) পুষ্পগিরি
(B) ধবলগিরি (C) ডােডাবেট্টা (D) আনাইমুদি
ডােডাবেট্টা

পৃথিবীর স্থলভূমির ক্ষেত্রফল প্রায়-
(A) 360 মিলিয়ন বর্গ কিমি
(B) 252 মিলিয়ন বর্গ কিমি (C) 148 মিলিয়ন বর্গ কিমি (D) 125 মিলিয়ন বর্গ কিমি
148 মিলিয়ন বর্গ কিমি

পঞ্চনদীর দেশ কাকে বলে?
(A) কেরল
(B) পাঞ্জাব (C) তামিলনাড়ু (D) মধ্যপ্রদেশ
পাঞ্জাব

ভারতের প্রথম ইউরেনিয়াম খনি জাদুগোড়া কোথায় অবস্থিত?
A) মেঘালয় B) তামিলনাড়ু C) ঝাড়খন্ড D) উত্তরাখণ্ড
ঝাড়খন্ড

ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি?
A) বিধান পরিষদ B) বিধানসভা C) রাজ্যসভা D) লোকসভা
লোকসভা

সবথেকে পুরনো পারমাণবিক কেন্দ্র কোনটি?
A) কোটা B) নারোরা C) তারাপুর D) কোনোটিই নয়
তারাপুর

ভারতের আদ্রতম রাজ্য নিম্নের কোনটি?
A) মেঘালয় B) কাশ্মীর C) রাজস্থান D) অরুণাচল প্রদেশ
মেঘালয়

বাবর কত সালে গোয়ালিয়রের চান্দেরি দুর্গ দখল করেন?
A) 1528 B) 1529 C) 1527 D) 1526
1528

ভারতীয় সংবিধানের কোন ধারা দুটিতে রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বিষয়টি আলোচিত হয়েছে?
A) 54 ও 55 ধারা B) 56 ও 57 ধারা C) 57 ও 58 ধারা D) 59 ও 60 ধারা
54 ও 55 ধারা

সম্রাট অশোক কোন লেখতে প্রথম ‘ধম্ম’ শব্দটি ব্যবহার করেছেন?
A) গিরনার লেখ B) ভাবরু লেখ C) প্রথম প্রধান লেখ D) মাসকি লেখ
মাসকি লেখ

Fire Ice’ কি?
A) মিথেন B) মিথেন হাইড্রেট C) মিথানল D) কার্বন ডাই অক্সাইড
মিথেন হাইড্রেট

নাইরোবি কোন দেশের রাজধানী?
A) মরিশাস B) ইকুয়েডর C) কেনিয়া D) সুইডেন
কেনিয়া

সংসদের উভয়কক্ষের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন?
A) রাষ্ট্রপতি B) উপরাষ্ট্রপতি C) লোকসভার সেক্রেটারি D) লোকসভার অধ্যক্ষ
লোকসভার অধ্যক্ষ

শিল্প ভারতীয় অর্থনীতির কোন ক্ষেত্রে পড়ে?
A) প্রাথমিক ক্ষেত্র B) গৌণ ক্ষেত্র C) তৃতীয় ক্ষেত্র D) কোনোটিই নয়
গৌণ ক্ষেত্র

Leave a Comment