WBP Bengali gk mcq 2024

WBP Bengali gk mcq 2024

ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র ‘দক্ষিণ গঙ্গোত্রী’ কোথায় অবস্থিত ?
(A) হিমালয়
(B) ভারতমহাসাগর (C) আন্টার্কটিকা (D) আরবসাগর ।
Answer:- আন্টার্কটিকা

কোনো স্থানের অক্ষাংশ বলতে আমরা বুঝি ওই স্থানের কৌণিক দুরত্ব
A) দক্ষিণ মেরুর সাপেক্ষে
(B) উত্তর মেরুর সাপেক্ষে (C) নিরক্ষরেখার সাপেক্ষে (D) পৃথিবীর অক্ষরেখার সাপেক্ষে ।
Answer:- নিরক্ষরেখার সাপেক্ষে

টোডা উপজাতি দেখতে পাওয়া যায়
(A) ঝাড়খন্ডে
(B) ছত্তিশগড়ে (C) উত্তরাখন্ডে (D) নীলগিরি পর্বতে
Answer:- নীলগিরি পর্বতে

কপিলধারা ফলসের অবস্থান
(A) সোন নদীর উপর
(B) চম্বল নদীর উপর (C) নর্মদা নদীর উপর (D) কৃষ্ণা নদীর উপর
Answer:- নর্মদা নদীর উপর

মধ্যপ্রদেশে উৎপন্ন ‘বক্সাইট’ ব্যবহৃত হয়
(A) ব্রোঞ্জ উৎপাদনে
(B) অ্যালুমিনিয়াম উৎপাদনে (C) তামা উৎপাদনে (D) অভ্র উৎপাদনে
Answer:- অ্যালুমিনিয়াম উৎপাদনে

বাঁকুড়ায় মৃত্তিকা হচ্ছে
(A) ‘পডজলিক মৃত্তিকা
(B) অ্যালুভিয়াল মৃত্তিকা (C) ল্যাটারিটিক মৃত্তিকা (D) সিল্টি মৃত্তিকা
Answer:- ল্যাটারিটিক মৃত্তিকা

পশ্চিমবঙ্গে বাগিচা কৃষি নিম্নলিখিত জেলার বৈশিষ্ট্য
(A) মালদা
(B) দার্জিলিং (C) বাঁকুড়া (D) হাওড়া
Answer:- দার্জিলিং

আঁধি’ নামক ঝড় নিম্নলিখিত স্থানে ঘটে ।
(A) পাঞ্জাব
(B) পশ্চিমবঙ্গ (C) আসাম (D) উত্তরপ্রদেশ
Answer:- পাঞ্জাব

গাঙ্গুবাঈ হাঙ্গল ছিলেন ——- ঘরানার শিল্পী ।
(A) আগ্রা
(B) গোয়ালিয়র (C) মেওয়াট (D) কিরানা
Answer:- কিরানা

দক্ষিণ মেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রটির নাম হবে
(A) গঙ্গোত্রী
(B) মৈত্রী (C) ভারতী (D) অলকা
Answer: – ভারতী

কোয়ার্টজ, ফেল্ডসপার, মাইকা ও হর্নব্রেন্ড খনিজ দ্বারা গঠিত শিলাটি হল
(A) ব্যাসল্ট
(B) চুনাপাথর (C) কোয়ার্টজাইট (D) গ্র্যানাইট
Answer: -গ্র্যানাইট

ডোলড্রামসের অর্থ হল
(A) একটি শীতল জলবায়ু অঞ্চল
(B) একটি শুষ্ক জলবায়ু অঞ্চল (C) একটি শান্ত জলবায়ু অঞ্চল (D) একটি ঝঞ্জাপূর্ণ জলবায়ু অঞ্চল
Answer: -একটি শান্ত জলবায়ু অঞ্চল

ব্যাসল্ট শিলা গঠিত মাটির রং হল
(A) সাদা
(B) কালো (C) লাল (D) হলুদ
Answer: – কালো

বিশ্বের কোন্‌ অঞ্চল টক ফল উৎপাদনের জন্য প্রসিদ্ধ?
(A) নিরক্ষীয় অঞ্চল
(B) নাতিশীতোষ্ অঞ্চল (C) ভূমধ্যসাগরীয় অঞ্চল (D) মৌসুমী অঞ্চল
Answer: – ভূমধ্যসাগরীয় অঞ্চল

স্তেপ জলবায়ু অঞ্চলের প্রধান স্বাভাবিক উত্ভিদ হল
(A) দীর্ঘ তৃণভূমি
(B) সরলবর্গীয় অরণ্য (C) চিরহরিৎ অরণ্য (D) পর্ণমোচী অরণ্য
Answer: – দীর্ঘ তৃণভূমি

পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি নীচের কোন পর্বতশ্রেণির অন্তর্ভুক্ত ?
(A) দার্জিলিং পর্বতশ্রেণি
(B) সিঙ্গালীলা পর্বতশ্রেণি (C) জয়ন্তী পাহাড় (D) উপরের কোনোটিই নয়
Answer: – সিঙ্গালীলা পর্বতশ্রেণি

নীচের কোন বিদেশী পরিকল্পনাকে অনুসরণ করে DVC পরিকল্পনা করা হয়েছিল ?
(A) AFC
(B) TVA (C) DDC (D) কোনোটিই নয়
Answer: – TVA

ভারতের মধ্যে নীচের কোন নদীটি হিমালয়ের অধিক প্রাচীন ?
(A) শতদ্রু
(B) গঙ্গা (C) বিপাশা (D) ইরাবতী
Answer: – শতদ্রু

নীচের কোন স্থানটি জেরোফাইট (Xerophytic) উদ্ভিদ দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ ?
(A) ছোটনাগপুর মালভূমি
(B) খাসি পাহাড় (Kasi Hills) (C) পূর্বঘাট পর্বত (D) কচ্ছ (Kuch)
Answer: – পূর্বঘাট পর্বত

Leave a Comment