WBP 2024 Bengali gk
SA20 ক্রিকেট লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে?
(a) সূর্যকুমার যাদব
(b) দীনেশ কার্তিক
(c) শিখর ধাওয়ান
(d) শুভমান গিল
Answer:- দীনেশ কার্তিক
3rd Voice of the Global South Summit কোন দেশে অনুষ্ঠিত হবে?
(a) ভারত
(b) মায়ানমার
(c) নেপাল
(d) ভুটান
Answer:- ভারত
অঙ্গদানে অবদানের জন্য কোন রাজ্য “Jeevandan Award” পেয়েছে?
(a) গুজরাট
(b) উত্তর প্রদেশ
(c) অন্ধ্রপ্রদেশ
(d) বিহার
Answer:- অন্ধ্রপ্রদেশ
কেন্দ্র সরকার কোন স্থানটিকে ময়ূর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করেছে?
(a) কর্ণাটকের আদিচুঞ্চনগিরি
(B) কেরালার চুলান্নুয়ার
(c) উপরের দুটিই
(d) কোনটিই নয়
Answer:- উপরের দুটিই
জাতীয় তাঁত দিবস কবে পালিত হয়?
(a) ৭ই আগস্ট
(b) ৯ই আগস্ট
(c) ৮ই আগস্ট
(d) ৬ই আগস্ট
Answer:- ৭ই আগস্ট
কোন কেন্দ্রশাসিত অঞ্চলের নতুন গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন কে. কৈলাসনাথন?
(a) চণ্ডীগড়
(b) পুদুচেরি
(c) লাক্ষাদ্বীপ
(d) লাদাখ
Answer:- পুদুচেরি
ইউনেস্কো হেরিটেজ মর্যাদা পাওয়া ‘Badain Jaran Desert’ কোথায় অবস্থিত?
(a) চীন
(b) রাশিয়া
(c) থাইল্যান্ড
(d) ইতালি
Answer:- চীন
সম্প্রতি কোথায় সর্বোচ্চ সংখ্যক মানুষ ডমরু বাজিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন?
(a) ইন্দোর
(b) জবলপুর
(c) উজ্জয়িনী
(d) ভোপাল
Answer:- উজ্জয়িনী
কোন দেশের জলবিদ্যুৎ প্রকল্পের জন্য ভারত সরকার ৫,৭৯২ কোটি টাকা অনুমোদন করেছে?
(a) শ্রীলঙ্কা
(b) ভুটান
(c) নেপাল
(d) মালদ্বীপ
Answer:- নেপাল
কোনটি কর্ণাটকি সংগীতের একটি প্রকার?
(a) ঠুমরি
(b) খেয়াল
(c) কৃতি
(d) ধামার
Answer: – কৃতি
1) পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করা হয়েছে- [W.B.C.S. Preli -’19]
Answer – (d) রামসার স্থান
2)ভারতের উচ্চ গাঙ্গেয় সমভূমির ভূর হল একপ্রকার – [W.B.C.S. Preli -’19]
Answer – (a) বায়ুপ্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি
3) পশ্চিমবঙ্গ ভূমিসংস্কার আইন বলবৎ হয় – [W.B.C.S. Preli -’19]
Answer – (a) 1956 সালে
4) ভারতের Central Inland Water Transport Corporation-এর সদর দপ্তরটি অবস্থিত-[W.B.C.S Preli – 19]
Answer – (b) কলকাতায়
5) কোলকাতায় মেট্রোরেল চালু হয়— [W.B.C.S Preli – 19]
Answer – (a) 1984 খ্রিঃ
6) ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় 80% অবস্থান করছে— [W.B.C.S. Preli – 19]
Answer – (a) দামোদর উপত্যকায়
7)ধনেখালি কী জন্য বিখ্যাত? [W.B.C.S. Preli – 19]
Answer – (a) তাঁত শিল্পের জন্য
8) তিস্তা নদীর পশ্চিম ভাগ যে নামে পরিচিত— [W.B.C.S. Preli – 19]
Answer – (a) তরাই 9) সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ‘World Heritage Site নামে নথিভুক্ত করা হয়েছে— [W.B.C.S. Preli – 19]
Answer – (c) ম্যানগ্রোভ গাছের জন্য
10) জলপাইগুড়ি শহর কোন্ নদীর তীরে অবস্থিত? [W.B.C.S Preli – 19]
Answer – (a) তিস্তা ও করলা নদী
11)রাম্মাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত ? [W.B.C.S. Preli – 19]
Answer – (d) দার্জিলিং
12) নিম্নলিখিত কোন্ জোড়টি সঠিক নয় ? [W.B.C.S. Preli – 19]
Answer – (d) দচিগাম : এশীয় সিংহ
13) পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়? [W.B.C.S Preli – 19]
Answer – (a) হাওড়া থেকে হুগলী
14) নিম্নলিখিত কোন্ রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি ? [W.B.C.S Preli – 19 ]
Answer – (c) ওড়িশা
15) শোলা অরণ্য দেখা যায়— [W.B.C.S Preli – 19]
Answer – (b) পশ্চিমঘাট পর্বতে
16) কোলের্ হ্রদ কোথায় অবস্থিত? [W.B.C.S Preli – 19]
Answer – (b) গোদাবরী ও কৃষ্ণার মধ্যে 17) জনসংখ্যার লভ্যাংশ বলতে কী বোঝায় ?[W.B.C.S Preli – 19]
Answer – (c) 16-64 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি
18) স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে নীচের কোন্ জেলাটি ছিল না? [W.B.C.S Preli – 19]
Answer – (a) কোচবিহার
19) পশ্চিমবঙ্গে শিক্ষার হার- [W.B.C.S Preli – 19]
Answer – (c) 77.08%
20) নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে— [W.B.C.S Preli – 19]
Answer – (a) ঝাড়খন্ডের
21). লাক্ষা দ্বীপপুঞ্জ হল- [W.B.C.S Preli – 19]
Answer – (a) প্রবাল দ্বীপপুঞ্জ
22) নিম্নলিখিত কোন্ ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায় ? [W.B.C.S. Preli -’19]
Answer – (b) ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি
23) মানস সরোবর অবস্থিত- [W.B.C.S. Preli -’19]
Answer – (c) কৈলাস পর্বতশ্রেণিতে
24) শিলং শহর অবস্থিত- [W.B.C.S. Preli -’19]
Answer – (c) খাসি পর্বতে
25) মহাকাশে (Space) কোন মহাকাশচারী (astronaut) আকাশের রং কী দেখবে ? [WBP Constable-’19]
Answer – (a) কালো (black)
1.পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে? [PSC Clerkship ’20]
Answer- (c) 24
2.নিম্নে বর্ণিত নদীগুলোর মধ্যে কোন নদী ভারত-বাংলাদেশ সীমানারেখা অতিক্রম করে না ? [PSC Clerkship ’20]
Answer – (d) দামোদর
3.ফিজি’ রাষ্ট্রের অবস্থান— [PSC Clerkship ’20]
Answer – (a) এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
4.মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যের অন্তর্গত? [WBP Constable Main ’20]
Answer – (d) মেঘালয় 5.গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয় ? [WBP Constable Main ’20]
Answer – (a) 21 জুন
6.রবি শস্য কোন সময় রোপণ করা হয় ? [WBP Constable Main ’20]
Answer – (a) অক্টোবর -নভেম্বর
7.কোন খাল (Canal) প্রশান্ত (Pacific) ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে? [WBP Constable Main ’20]
Answer – (c) পানামা খাল
8.2019-এর শেষ দিকে কোন সাইক্লোন পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়ে ? [WBP Constable Main ’20]
Answer – (a) বুলবুল
9.নিম্নোক্ত কোন দেশটির ভারতের সাথে স্থল-সীমান্ত নেই ? [PSC Misc’20]
Answer – (c) আফগানিস্তান
10.নিম্নোক্ত দেশগুলির কোনটিতে ভারতের সবচেয়ে বেশি প্রদেশের সাথে সীমান্ত বন্টন রয়েছে? [PSC Misc’20]
Answer – (b) নেপাল
11.হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ? [PSC Misc’20]
Answer – (d) লাদাখ
12.‘নামচা বারওয়া’ থেকে কোন নদী ভারতে প্রবেশ করে ? [PSC Misc’20]
Answer – (c)
13.তেলেঙ্গানা একটি পূর্ণরাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে— [W.B.C.S. Preli – 19]
Answer – (b) 1 লা জুন, 2014
14.ধনেখালি কী জন্য বিখ্যাত? [W.B.C.S Preli – 19]
Answer – (a) তাঁত শিল্পের জন্য
15.তিস্তা নদীর পশ্চিম ভাগ যে নামে পরিচিত— [W.B.C.S. Preli – 19]
Answer – (a) তরাই
16.সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ‘World Heritage Site’ নামে নথিভুক্ত করা হয়েছে— [W.B.C.S Preli – 19]
Answer – (c) ম্যানগ্রোভ গাছের জন্য
17.জলপাইগুড়ি শহর কোন্ নদীর তীরে অবস্থিত ?[W.B.C.S Preli – 19]
Answer – (a) তিস্তা ও করলা নদী
18.রাম্মাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত ? [W.B.C.S Preli – 19]
Answer – (d) দার্জিলিং
19.নিম্নলিখিত কোন্ জোড়টি সঠিক নয়? [W.B.C.S. Preli -’19]
Answer – (d) দচিগাম : এশীয় সিংহ
20.পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়?[W.B.C.S. Preli -’19]
Answer – (a) হাওড়া থেকে হুগলী
21.নিম্নলিখিত কোন্ রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি? [W.B.C.S Preli – 19]
Answer – (c) ওড়িশা
22.শোলা অরণ্য দেখা যায়— [W.B.C.S Preli – 19]
Answer – (b) পশ্চিমঘাট পর্বতে
23.কোলের হ্রদ কোথায় অবস্থিত? [W.B.C.S Preli – 19]
Answer – (b) গোদাবরী ও কৃষ্ণার মধ্যে
24.জনসংখ্যার লভ্যাংশ বলতে কী বোঝায় ? [W.B.C.S Preli – 19]
Answer – (c) 16-64 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি
25.স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে নীচের কোন্ জেলাটি ছিল না ? [W.B.C.S. Preli – 19]
Answer – (a) কোচবিহার
- এশিয়ার সবচেয়ে ফটোজেনিক ইউনেস্কো হেরিটেজ সাইটের মর্যাদা পেল কম্বোডিয়ার ‘Angkor Wat’
- বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন মনু ভাকের
- ভারতের জিডিপিতে মহারাষ্ট্রের অবদান সবচেয়ে বেশি
- জর্ডানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন জাফর হাসান korom
5.ONGC-এর Director for Strategy and Corporate Affairs হিসেবে নিযুক্ত হয়েছেন অরুণাংশু সরকার
6.Adani Green Energy-এর Chief Financial Officer (CFO) হিসেবে নিযুক্ত হয়েছেন সৌরভ শাহ
- সরকারী ভাষা বিভাগ কর্তৃক রাজভাষা কীর্তি পুরস্কারে ভূষিত হলো Bharat Heavy Electricals Limited (BHEL) কোম্পানি
৪. সন্তানদের আর্থিক নিরাপত্তা প্রদান করতে NPS Vatsalya Scheme লঞ্চ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন
- ফুটবলে অসাধারণ অবদানের জন্য ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে সম্মান জানাতে একটি বিশেষ CR7 ইউরো কয়েন জারি করলো পর্তুগাল
- টাইম ম্যাগাজিনের বিশ্বের সেরা কোম্পানি ২০২৪ তালিকায় No.1 India-Headquartered Company হিসাবে মর্যাদা পেল HCL Tech
1) রোহিঙ্গা উপজাতি মায়ানমারে কোন প্রদেশের আদি বাসিন্দা ? [PSC Misc’20]
Answer – (a) রাখিন
2)‘গোটিপুয়া’ ভারতের কোন প্রদেশের নৃত্য ? [PSC Misc’20]
Answer – (a) ওড়িশা
3)নিম্নোক্ত কোন জলাশয়টি সমুদ্রের সঙ্গে যুক্ত নয় ? [PSC Misc’20]
Answer – (a) অরাল সাগর
4)‘দস্ত-ই-মারগো’বা ‘মৃত্যু-মরুভূমি’ কোন দেশের অংশ ? [PSC Misc’20]
Answer – (d) আফগানিস্তান
5)নিম্নোক্ত কোনটি হিমালয়ের অংশ নয় ? [PSC Misc’20]
Answer – (b) সহ্যাদ্রী
6) গোদাবরী ও কৃষ্ণার ব-দ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম কী ? [WBCS Preli ’20]
Answer – (a) কল্লেরু হ্রদ
7) Census 2011-এ পশ্চিমবঙ্গের literacy rate হল— [WBCS Preli ’20]
Answer – (d) 77%
8) সোমাসিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত ? [WBCS Preli ’20]
Answer – (c) অন্ধ্রপ্রদেশ
9) ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে? [WBCS Preli ’20]
Answer – (c) 5
10) কখন মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তানিলনাড়ু হিসাবে নামকরণ করা হয়? [WBCS Preli ’20]
Answer – (a) 14 জানুয়ারি 1969
11) মোট জনসংখ্যার নিরিখে ভারতে 2011 Census পশ্চিমবঙ্গের স্থান হল – [WBCS Preli 20]
Answer – (b) চতুর্থ
12) বিকানের খাল কোন নদী থেকে শুরু হয়েছে? [WBCS Preli ’20]
Answer – (c) শতদ্রু
13) 2019 এ পশ্চিমবঙ্গে যে তীব্র ঘূর্ণাবর্ত হয়েছে তার নাম হল- [WBCS Preli ’20]
Answer – (b) Bulbul
14) কলকাতার কাছে ঘুসুরিতে ভারতের প্রথম কার্পাস বস্ত্রবয়ন শিল্পটি কোন বছর স্থাপিত হয়? [WBCS Preli ’20]
Answer – (a) 1818
15) নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকার্যের প্রমাণ মেলে ? [WBCS Preli ’20]
Answer – (b) মেহেরগড়
16) সূর্য থেকে আলো আমাদের কাছে পৌঁছাতে সময় লাগে— [WBCS Preli ’20]
Answer – (b) 8 মিনিট
17) কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত ? [WBCS Preli ’20]
(d) অন্ধ্রপ্রদেশ Answer – (c) জন্মু ও কাশ্মীর
18) গুজরাটের কোন শহরটি জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত? [WBCS Preli ’20]
Answer – (b) আলাঙ
19). ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য যে স্কেল ব্যবহৃত হয়— [WBCS Preli ’20]
(c) রিখটার স্কেল
20) চুম্বি উপত্যকা কোন সীমান্তে রয়েছে? [WBCS Preli ’20]
Answer – (a) সিকিম-ভুটান
21). ভারতে সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য হল – [WBCS Preli ’20]
Answer – (b) অন্ধ্রপ্রদেশ
22) ‘ISRO’ সম্প্রতি Cartosat-3 কে উৎক্ষেপণ করেছে— [WBCS Preli ’20]
Answer – (c) আমেদাবাদ থেকে
23 ) আরোহী ক্রমে পশ্চিমবঙ্গের নিম্নলিখিত চাল উৎপাদনকারী জেলা নির্বাচন করুন : [WBCS Preli ’20]
Answer – (b) মুর্শিদাবাদ, মেদিনীপুর, পূর্ব বর্ধমান
21) নিম্নলিখিত কোন শহরটি মুলা-মুখা নদীর তীরে অবস্থিত? [WBCS Preli ’20]
Answer – (b) পুনে
22) সর্বশেষ Census of Indian Population (জনগণনা) হয়েছিল— [WBCS Preli ’20]
Answer – (c) 2011
23) পশ্চিমবঙ্গের ‘গনগনি’ অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে? [WBCS Preli ’20]
Answer – (c) ল্যাটেরাইট মাটি
24) কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্যভাণ্ডার বলে? [WBCS Preli ’20]
Answer – (b) থাঞ্জাভুর
25) পশ্চিমবঙ্গের ‘গনগনি’ অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে? [WBCS Preli ’20]
Answer – (c) ল্যাটেরাইট মাটি