WBP Bengali gk Mcq
1. ভারতের কোন রাজ্যে প্রথমবারের মতো বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়?
- a) পশ্চিমবঙ্গ
- b) বিহার
- c) ত্রিপুরা
- d) আসাম
Answer: a) পশ্চিমবঙ্গ
2. পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী কে?
- a) জ্যোতি বসু
- b) মমতা বন্দ্যোপাধ্যায়
- c) বুদ্ধদেব ভট্টাচার্য
- d) সিদ্ধার্থ শঙ্কর রায়
Answer: b) মমতা বন্দ্যোপাধ্যায়
3. বাংলার নবাব সিরাজউদ্দৌলার যুদ্ধক্ষেত্র কোথায়?
- a) পলাশী
- b) গিরিয়া
- c) মুর্শিদাবাদ
- d) পানিপথ
Answer: a) পলাশী
4. পশ্চিমবঙ্গের কোন শহরকে “সিটি অব জয়” বলা হয়?
- a) কলকাতা
- b) আসানসোল
- c) দার্জিলিং
- d) শিলিগুড়ি
Answer: a) কলকাতা
5. পশ্চিমবঙ্গের প্রধান ফসল কি?
- a) গম
- b) ধান
- c) ভুট্টা
- d) তুলা
Answer: b) ধান
6. রবীন্দ্রনাথ ঠাকুর কোন পুরস্কার পান?
- a) ভারতরত্ন
- b) নোবেল পুরস্কার
- c) পদ্মশ্রী
- d) অস্কার
Answer: b) নোবেল পুরস্কার
7. নেতাজী সুভাষ চন্দ্র বোসের জন্মস্থান কোথায়?
- a) কটক
- b) কলকাতা
- c) হাওড়া
- d) চট্টগ্রাম
Answer: a) কটক
8. সাঁওতাল বিদ্রোহ কে নেতৃত্ব দিয়েছিলেন?
- a) সিধু-কানু
- b) বিরসা মুন্ডা
- c) টিপু সুলতান
- d) মঙ্গল পাণ্ডে
Answer: a) সিধু-কানু
9. পশ্চিমবঙ্গের কোন নদীকে “শোকের নদী” বলা হয়?
- a) গঙ্গা
- b) দামোদর
- c) ময়ূরাক্ষী
- d) তিস্তা
Answer: b) দামোদর
10. দার্জিলিং এর প্রধান চা বাগান কোথায় অবস্থিত?
- a) কালিম্পং
- b) কার্শিয়াং
- c) শিলিগুড়ি
- d) জলপাইগুড়ি
Answer: b) কার্শিয়াং
11. “আনন্দবাজার পত্রিকা” প্রথম কোন বছরে প্রকাশিত হয়?
- a) ১৯২২
- b) ১৯২৮
- c) ১৯৩১
- d) ১৯৪৭
Answer: a) ১৯২২
12. সুন্দরবন কোন দুই দেশের মধ্যে ভাগ করা আছে?
- a) ভারত ও মিয়ানমার
- b) ভারত ও বাংলাদেশ
- c) ভারত ও নেপাল
- d) ভারত ও ভুটান
Answer: b) ভারত ও বাংলাদেশ
13. মুর্শিদাবাদ রাজবাড়ির প্রতিষ্ঠাতা কে?
- a) সিরাজউদ্দৌলা
- b) আলীবর্দি খান
- c) মুর্শিদ কুলি খান
- d) শায়েস্তা খান
Answer: c) মুর্শিদ কুলি খান
14. বাংলার কোন পৌরাণিক রূপকথায় চাঁদ সওদাগরের উল্লেখ রয়েছে?
- a) মনসামঙ্গল
- b) চণ্ডীমঙ্গল
- c) রামায়ণ
- d) মহাভারত
Answer: a) মনসামঙ্গল
15. রবীন্দ্রনাথ ঠাকুরের “গীতাঞ্জলি” কতটি কবিতা নিয়ে গঠিত?
- a) ১০৩
- b) ১৫৭
- c) ১৯০
- d) ২০৫
Answer: b) ১৫৭
16. “অগ্নিযুগ” কোন যুগের সঙ্গে সম্পর্কিত?
- a) বিপ্লবী আন্দোলন
- b) রেনেসাঁ আন্দোলন
- c) সাঁওতাল বিদ্রোহ
- d) গান্ধীজীর অসহযোগ আন্দোলন
Answer: a) বিপ্লবী আন্দোলন
17. বাংলার কোন স্বাধীনতা সংগ্রামী “তিতুমীরের বাঁশের কেল্লা” তৈরি করেছিলেন?
- a) ক্ষুদিরাম বসু
- b) সুভাষ চন্দ্র বোস
- c) তিতুমীর
- d) রাসবিহারী বসু
Answer: c) তিতুমীর
18. “ভাওয়াইয়া” কোন অঞ্চলের লোকসংগীত?
- a) সুন্দরবন
- b) উত্তরবঙ্গ
- c) দক্ষিণবঙ্গ
- d) মেদিনীপুর
Answer: b) উত্তরবঙ্গ
19. “পশ্চিমবঙ্গ” নামটি প্রথম কবে প্রস্তাবিত হয়েছিল?
- a) ১৯৪৭
- b) ১৯০৫
- c) ১৯৪৬
- d) ১৯৫০
Answer: a) ১৯৪৭
20. কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন?
- a) লীলা শেঠ
- b) রুমি আহমেদ
- c) মীরা শর্মা
- d) মালতী মুখার্জী
Answer: a) লীলা শেঠ
21. “সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়” কোন উপন্যাসের লেখক?
- a) পথের পাঁচালী
- b) অপরাজিত
- c) চাঁদের পাহাড়
- d) আরণ্যক
Answer: a) পথের পাঁচালী
22. বাংলার কোন জেলার নামকরণ এক মহান রাজনীতিকের নামে করা হয়?
- a) আলিপুরদুয়ার
- b) মুর্শিদাবাদ
- c) জলপাইগুড়ি
- d) ক্যানিং
Answer: b) মুর্শিদাবাদ
23. নেতাজী সুভাষচন্দ্র বসু কোন বছর “ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি” গঠন করেন?
- a) ১৯৩৯
- b) ১৯৪১
- c) ১৯৪২
- d) ১৯৪৩
Answer: d) ১৯৪৩
24. পশ্চিমবঙ্গের কোন জেলা তিস্তা নদীর তীরে অবস্থিত?
- a) দার্জিলিং
- b) কোচবিহার
- c) জলপাইগুড়ি
- d) মালদা
Answer: c) জলপাইগুড়ি
25. “দুর্গাপুজা” বাংলার কোন ঋতুতে অনুষ্ঠিত হয়?
- a) গ্রীষ্ম
- b) শরৎ
- c) শীত
- d) বসন্ত
Answer: b) শরৎ
26. পশ্চিমবঙ্গের কোন মন্দির হিন্দু এবং বৌদ্ধ উভয় সংস্কৃতির মিশ্রণ?
- a) কালীঘাট মন্দির
- b) বেলুড় মঠ
- c) ময়ূরেশ্বর মন্দির
- d) দার্জিলিং মন্দির
Answer: c) ময়ূরেশ্বর মন্দির
27. “আনন্দমঠ” উপন্যাসের লেখক কে?
- a) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- b) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- c) রবীন্দ্রনাথ ঠাকুর
- d) মধুসূদন দত্ত
Answer: a) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
28. রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কোথায়?
- a) শান্তিনিকেতন
- b) যশোর
- c) কলকাতা
- d) ময়মনসিংহ
Answer: c) কলকাতা
29. কলকাতার কোন ভবনকে “বিবিধ ভবন” বলা হয়?
- a) রাইটার্স বিল্ডিং
- b) ভিক্টোরিয়া মেমোরিয়াল
- c) হাওড়া ব্রিজ
- d) ইডেন গার্ডেন
Answer: a) রাইটার্স বিল্ডিং
30. “রায়পুর” কোন খেলার সাথে সম্পর্কিত?
- a) ফুটবল
- b) ক্রিকেট
- c) হকি
- d) কাবাডি
Answer: c) হকি
31. “নমশূদ্র” সম্প্রদায়ের মানুষের প্রধান ভাষা কি?
- a) সাঁওতালি
- b) বাংলায়
- c) হিন্দি
- d) ওড়িয়া
Answer: b) বাংলায়
32. “হুগলি” নদীটি কোথায় অবস্থিত?
- a) উত্তরবঙ্গে
- b) দক্ষিণবঙ্গে
- c) ত্রিপুরায়
- d) সিকিমে
Answer: b) দক্ষিণবঙ্গে
33. “আদ্যাপীঠ” কোন ধর্মীয় প্রতিষ্ঠানের অংশ?
- a) ইসকন
- b) রামকৃষ্ণ মঠ
- c) ব্রাহ্ম সমাজ
- d) বৌদ্ধ ধর্ম
Answer: b) রামকৃষ্ণ মঠ
34. পশ্চিমবঙ্গের কোন জেলা “লালমাটি”র জন্য বিখ্যাত?
- a) বাঁকুড়া
- b) মেদিনীপুর
- c) বীরভূম
- d) পুরুলিয়া
Answer: c) বীরভূম
35. রবীন্দ্রনাথ ঠাকুরের “ঘরে বাইরে” উপন্যাসে প্রধান চরিত্রের নাম কি?
- a) বিমলা
- b) চারুলতা
- c) লাবণ্য
- d) অপর্ণা
Answer: a) বিমলা
36. কোন পাহাড়কে “পশ্চিমবঙ্গের প্রাচীনতম পাহাড়” বলা হয়?
- a) সিংলিলা রেঞ্জ
- b) জয়চণ্ডী পাহাড়
- c) পুরুলিয়া পাহাড়
- d) দার্জিলিং পাহাড়
Answer: b) জয়চণ্ডী পাহাড়
37. “চন্দননগর” কোন নদীর তীরে অবস্থিত?
- a) গঙ্গা
- b) পদ্মা
- c) হুগলি
- d) তিস্তা
Answer: c) হুগলি
38. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন উপন্যাসে “বন্দেমাতরম” গানটি রচনা করেন?
- a) আনন্দমঠ
- b) দুর্গেশনন্দিনী
- c) বিষবৃক্ষ
- d) কপালকুণ্ডলা
Answer: a) আনন্দমঠ
ভারত উপ-মহাদেশের পাতন বলয় কোনটি ?
(A)- নেপাল
(B)- কাশ্মীর (C)- জম্বু ও কাশ্মীর (D)- জম্বু
Answer:- জম্বু ও কাশ্মীর
লিল্লি শহরে নীচের কোন জাদুঘর টি আছে ?
(A)- ইন্ডিয়ন মিউজিয়াম
(B)- প্রিন্স অফ ওয়েলস মিউজিয়াম (C)- সালার মিউজিয়াম (D)- ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচরাল হিস্ট্রি
Answer:- ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচরাল হিস্ট্রি
রাষ্ট্রপতি কে শপথবাক্য কে পাঠ করান ?
(A)- সুপ্রিম কোটের প্রধান বিচারপতি
(B)- উপরাষ্ট্রপতি (C)- প্রধানমন্ত্রী (D)- লোকসভার অধক্ষ
Answer:- সুপ্রিম কোটের প্রধান বিচারপতি
জাহাত আন্দোলনের সঙ্গে কার নাম জড়িত ?
(A)- মাহমুদ আবাস
(B)- এয়াসিন আরাফাত (C)- মাসদুর রহমান (D)- লাদেন রহমান
Answer:- এয়াসিন আরাফাত
কোন দুটি নদীর মিলিত প্রধান নীল-নদের সৃষ্টি হয়েছে ?
(A)- হোয়য়াইট নীল ও অ্যালবার্ট নীল
(B)- অ্যালবার্ট নীল (C)- ব্লু-নীল (D)- হোয়য়াইট নীল ও ব্লু-নীল
Answer:- হোয়য়াইট নীল ও ব্লু-নীল
অযোধ্যার বাবরি মসজিদ ভাঙার বিষয়ে তদন্তকারী কমিশন কোনটি?
(A)- জৈন কমিশন
(B)- অযধ্যা কমিসন (C)- লিবারহান কমিশন (D)- কৃষ্ণকমিশন
Answer:- লিবারহান কমিশন
গুরুশিখর’ কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ?
(A)- সিঙ্গলিলা
(B)- আরাবল্লী (C)- কারা-কোরাম (D)- কোনটিই-নয়
Answer:- আরাবল্লী
কোন এসিড থাকে লেবুতে ?
(A)- ফসফরিক এসিড
(B)- টারটারিক অ্যাসিড (C)- সাইট্রিক এসিড (D)- ম্যালিক এসিড
Answer:- সাইট্রিক এসিড
দু’টি দেশকে আলাদা করেছে কোন পক প্রণালী ?
(A)- ভারত ও চিন
(B)- ভারত ও বাংলাদেশ (C)- ভারত ও শ্রীলুঙ্কা (D)- ভারত ও পাক
Answer:- ভারত ও শ্রীলুঙ্কা
সবথেকে বেশি সড়কপথ আছে ভারতবর্ষের কোন রাজ্যে ?
(A)- মহারাষ্ট্র
(B)- রাজস্থান (C)- পশ্চিমবঙ্গ (D)- উত্তর প্রদেশ
Answer:- মহারাষ্ট্র
তামা উৎপাদনে ভারতবর্ষের কোন রাজ্য প্রথম?
(A)- বিহার
(B)- পশ্চিমবঙ্গ (C)- মহারাষ্ট্র (D)- কোনো টিইনয়
Answer: – বিহার
উন্নয়ন পরিষদ কত সালে গঠিত হয় ?
(A)- ১৯৪৫
(B)- ১৯৫৮ (C)- ১৯৪৯ (D)- ১৯৫১
Answer: – ১৯৫১
আর্যদের ধর্ম বৈদিক যুগে কোন ধর্মে পরিণত হয়েছিল ?
(A)- বৈষ্ণব
(B)- ব্রাহ্মণ্য (C)- জৈন (D)- ঋক
Answer: – ব্রাহ্মণ্য
সালোকসংশ্লেষে হিল বিকার কোনটি ?
(A)- RUDP
(B)- ATP (C)- NADP (D)- ADP
Answer: – RUDP
সংবিধান অনুযায়ী মন্ত্রিপরিষদের সদস্যরা কার ইচ্ছা অনুযায়ী পদে বসেন ?
(A)- রাষ্ট্রপতি
(B)- রাজ্যপাল (C)- প্রধানমন্ত্রী (D)- লোকসভার অধ্যক্ষ
Answer: – প্রধানমন্ত্রী
সেনা-বাহিনীর কোন প্রশিক্ষণ কেন্দ্র টি পাচমাড়ি তে আছে?
(A)- ই.এন.ই স্কুল
(B)- আর্মি এডুকেশন কোর্স ট্রেনিং কলেজ আন্ড সেন্টার (C)- আর্মি ক্লার্কস ট্রেনিং স্বৃল (D)- ইনস্কিটিউট অফ ন্যাশনাল ইন্টিগরেশন
Answer: – আর্মি এডুকেশন কোর্স ট্রেনিং কলেজ আন্ড সেন্টার
বিশেষ কিছু দূরত্বের পর টিভি সিগন্যাল কে গ্রহণ করতে পারে না কেন?
(A)- বায়ুর মাধ্যম
(B)- পৃথিবীর বক্রতা (C)- দুর্বল ক্ষমতা (D)- সিগন্যাল এর সমস্যা
Answer: – বায়ুর মাধ্যম
জলবিদ্যুৎ উৎপাদন জাপান পৃথিবীর কোন স্থান অধিকার করে রেখেছে ?
(A)- তৃতীয়
(B)- দ্বিতীয় (C)- প্রথম (D)- পঞ্চম
Answer: – তৃতীয়
বস্তুর কাজ করার সামর্থ্যকে কি বলে ?
(A)- শক্তি
(B)- তাপ (C)- আকার (D)- কোনোটিই নয়
Answer: – আকার