ICDS Best Bengali gk

ICDS Best Bengali gk

১।পূর্বঘাট পাহাড়ের অপর নাম কী – মহেন্দ্ৰগিরি।
২। পশ্চিম পাহাড়ের অপর নাম কী – সহ্যাদ্রি পর্বত।
৩। নীলগিরি পার্বত্য অঞ্চলের আদিবাসীদের কী বলে – টোডা।
৪। গর্জনকোন শ্রেণির বৃক্ষ – পাতাঝরা বা, পর্ণমােচী বৃক্ষ।
৫।তিব্বতে যাওয়ার জন্য কোন গিরিপথটি সিকিম রাজ্যে আছে— নাথুলা।
৬। রাজস্থানের সমান্তরাল বালিয়াড়ির মধ্যবর্তী লম্বা হ্রদকে কী বলা হয় – ধান্দ।
৭।তুঙ্গভদ্রা বাঁধ প্রকল্পটি কোন রাজ্যে আছে-কর্ণাটকে।
৮।ক্ৰান্তীয় চিরহরিৎ অরণ্য কোন রাজ্যে নেই – হিমাচল প্রদেশে।
৯। নােয়াভেলি তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে আছে – তামিলনাড়ু।
১০। পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি – কোদাইকানাল।
১১। ভারতের কোথায় সােনা ও হিরের খনি আছে – পান্না ও কোলার।
১২। ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার কেন্দ্রটি কোন উপকূলে আছে – পূর্ব উপকূলে।
১৩। পশ্চিমবঙ্গের কোন জেলার একটি অঞ্চল দিয়ারানামে পরিচিত – মালদহ।
১৪। কলকাতা শহর কত দ্রাঘিমায় অবস্থিত।– ৮৮/, পূর্ব।
১৫। সুবর্ণসিরি ও ধানসিরি কোন নদীর উপনদী – ব্ৰহ্মপুত্ৰ।
১৬।আত্ৰেয়ী বা, আত্রাই নদীর তীরে আছে। কোন শহর – বালুরঘাট।
১৭। গােরগারু কোন পাহাড়ের শৃঙ্গ – অযােধ্যা।
১৮। হর মন্দির কে প্রতিষ্ঠা করেন—গুরু অর্জন।
১৯। জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত – চতুর্থ।
২০। বিহারীনাথ পাহাড় আছে পশ্চিমবঙ্গের কোন জেলায় – বাঁকুড়া।
২১। ল্যান্ড অফ হােয়াইট অর্কিড কাকে বলে – কার্শিয়াং।
২২।পাণ্ডুয়ার আদিনা মসজিদ পশ্চিমবঙ্গের কোন জেলায় – মালদহ।
২৪। তাের্সা নদীর উৎপত্তি কোথায় – চুম্বি উপত্যকা।
২৫। পূর্বঘাট পর্বত কোন ধরণের পর্বত – ফয়জাত।
২৬। হুভু জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্ট – সুবর্ণরেখা।
২৭। সিয়াচেন হিমবাহ কোন পর্বতমালার অংশ – কারাকোরাম।
২৮। রাজস্থানের মরুস্থলীতে চলন্ত বালিয়াড়িকে কী বলে – থ্রিয়ান।
২৯। ভারত ও ভূটানের সীমান্ত শহরের নাম কী – ফুন্টশলিং।
৩০। নর্মদা নদী কোন পর্বত থেকে উৎপন্ন হয়েছে – মহাকাল ।
৩১। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী – ধূপগড়।
৩২। কোলার হ্রদ কোন দুটি নদীর সংযােগ স্থলে আছে – কৃষা ও গােদাবরী।
৩৩। ভেম্বানাদ উপহ্রদ আছে কোন উপকূলে ।– মালাবার।
৩৪। গঙ্গার ডান তীরের উপনদী কোনটি — শোন।
৩৫। পাংগাং হ্রদ আছে কোথায় – লাদাখ ।
৩৬। জাতীয় বননীতি কত সালে গৃহীত হয় – ১৯৫২ সালে।
৩৭।পডসল মৃত্তিকা কোন অঞ্চলে দেখা যায় – পশ্চিম হিমালয়।
৩৮। সিন্ধু নদের প্রধান উপনদী কোনটি – শতদ্ৰু
৩৯। প্রাচীন পলি দিয়ে গঠিত মৃত্তিকাকে কী বলে – ভাঙ্গর।
৪০। ভারতের কোন ইস্পাত কারখানার উৎপাদন ক্ষমতা সর্বাধিক – বােকারাে।
৪১। ভিলাই ইস্পাত কারখানা কোন দেশের সহায়তায় তৈরি হয় – রাশিয়া।।
৪২। ভারতের অভ্র কোথায় সর্বাধিক পাওয়া যায় – বিহার।
৪৩। পামির মালভূমি ভারতের কোন দিকে রয়েছে – উত্তর-পশ্চিম দিকে।
৪৪। শিবালিক পর্বতের উচ্চতা কত – : ৬০০-১,৫০০ মিটার।
৪৫। কোন নদীর ওপর মেত্তুর বাঁধ আছে| — কাবেরী।।
৪৬।সাতপুরার সর্বোচ্চ শিখর কোনটি- ধূপগড়।
৪৭। সাতপুরার পূর্বাংশ কীনামে পরিচিত – মহাকাল পর্বত।
৪৮। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি(NEFA) কোন রাজ্যের পুরনাে নাম – অরুণাচল প্রদেশ।
৪৯। নাঙ্গা পর্বতের উচ্চতা কত – ৮,১২৬ মিটার।
৫০। ভারতে সবচেয়ে বেশি কয়লা মজুত আছে কোন নদীর উপত্যকায় – দামােদর।
৫১। তুঙ্গভদ্ৰা প্ৰকল্প কোন-কোন রাজ্যের । যৌথ উদ্যোগে গড়া – আন্ধ্রা প্রদেশ ও কর্ণাটক।
৫২। ভারতের কোন রাজ্যে প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্লান্টতৈরি হয় – মহারাষ্ট্র।
৫৩। কোন পারমাণবিক শক্তি কেন্দ্র পুরােপুরি দেশীয় প্রযুক্তিতে তৈরি – কালপক্কম।
৫৪। কোন রাজ্যে সব থেকে বেশি জলবিদ্যুৎ উৎপাদিত হয় – কৰ্ণাটক।
৫৫। হিনললা জলসেচ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় রয়েছে – বীরভূম।
৫৬। তিস্তা-মহানদীর সংযােজক খাল পশ্চিমবঙ্গের কোন জেলায় আছে – জলপাইগুড়ি।
৫৭। ন্যাশনাল ইনস্টিটিউট অফ : ওসানােগ্রাফি কোথায় আছে – পানাজি।
৫৮। তালকী – হিমালয়ে অবস্থিত হিমবাহ। জলপুষ্ট হ্রদকে তালবলা হয়।
৫৯। কয়েকটি তলের উদাহরণ দিন – নৈনিতাল, ভীমতাল, ওকুচিয়াতাল, সাততাল, পুনাতাল ইত্যাদি।
৬০। গঙ্গোত্রী হিমবাহের উচ্চতা কত – ৬,৬১৪ মিটার।
৬১। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি মাউন্ট আবু।
৬২। বানম কার উপনদী চম্বল নদীর।
৬৩। মধ্য প্রদেশের রাজধানী ভূপাল কোন দুটি নদীর মধ্যে অবস্থিত – বেতােয়া ও ওপাধতী
৬৪। দোদাবেতা ও মাকুর্তি কোন পর্বতে অবস্থিত নীলগিরি।
৬৫। পশ্চিমঘাট পর্বতের উচ্চতম শৃঙ্গগুলির নাম কী – হরিশ্চন্দ্রগড়, মহাবালেশ্বর, কলসুবাই।
৬৬। পশ্চিমঘাট পর্বতের দুটি গিরিপথের নাম। কী – ধলঘাট, ভােরঘাট।
৬৭। দোদাবেতার পাদদেশে কোন বিখ্যাত শৈলশহর অবস্থিত — উদগামণ্ড বাউটি।
৬৮। কোন দুটি পর্বতের মাঝে পালঘাট অবস্থিত — করিমালাই ও পাদগিরিমালাই।।
৬৯। দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি – আনাইমুদি।
৭০।কার্ডামাম পাহাড়ের সবচেয়ে দক্ষিণের গিরিপথটির নাম কী – শেঙ্কোটা

  1. দুটি নদীর মধ্যবর্তী পলিগঠিত উঁচু অংশকে কে কি বলে ?
    উ: দোয়াব 

2.লেগুনের স্থানীয় নাম কি ?
উ: কয়াল 

3.আন্দামানের উচ্চতম পাহাড়ের নাম কি ?
উ: স্যাডেল পিক

4.চিল্কা  ধরনের জলের হ্রদ ?
উ: লবণাক্ত 

5.ভারতের সর্বাধিক স্বেচ সেবিত রাজ‍য  কোনটি ?
উ: পাঞ্জাব

  1. গম উৎপাদনে কত ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন
    উ 16 ডিগ্ৰী
  2. দক্ষিণ ভারতের কাশি কাকে বলা হয়
    উ মাদুরাই কে 
  3. মটর গাছের বসবাসকারী ব্যাকটেরিয়ার নাম কি
    উ রাইবোজোম
  4. অয়েল অব ভিট্রিয়ল কাকে বলা হয় ?
    উ: সালফিউরিক অ্যাসিড
  5. কলিচুন এর রাসায়নিক সংকেত হলো ?
    উ: Ca (OH)2
  6. নক্ষত্র ও গ্যালাক্সির ভর কিসের মাধ্যমে পরিমাপ করা হয় ?
    উ: সোলার মাস
  7. X রশ্মির আবিষ্কারক কে ?
    উ: রন্টজেন
  8. X রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যর ক্রম  কত ?
    উ: 1 অ্যানস্ট্রম
  9. সিটি স্ক্যানে কোন রশ্মি ব্যবহৃত হয় ?
    উ: X এক্স রশ্মি ব্যবহৃত হয়
  10. ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় ?
    উ: দূরত্ব
  11. কোন দুটি দূরত্বের পার্থক্য কে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলে ?
    উ: পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব
  12. সূর্যের অতিবেগুনী রশ্মিকে শোষণ করে কোন 
    স্তর ?
    উ: ওজোন স্তর
  13. ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত ?
    উ: মুম্বাই
  14. ফাইবার অপটিক্স এর আবিষ্কারক কে ?
    উ: নারিন্দার কাপানি
  15. এন্ডোস্কোপের কার্যনীতি মূলত কিসের উপর ভিত্তি করে ?
    উ: আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

1) রোহিঙ্গা উপজাতি মায়ানমারে কোন প্রদেশের আদি বাসিন্দা ? [PSC Misc’20]
Answer – (a) রাখিন
2)‘গোটিপুয়া’ ভারতের কোন প্রদেশের নৃত্য ? [PSC Misc’20]
Answer – (a) ওড়িশা
3)নিম্নোক্ত কোন জলাশয়টি সমুদ্রের সঙ্গে যুক্ত নয় ? [PSC Misc’20]
Answer – (a) অরাল সাগর
4)‘দস্ত-ই-মারগো’বা ‘মৃত্যু-মরুভূমি’ কোন দেশের অংশ ? [PSC Misc’20]
Answer – (d) আফগানিস্তান
5)নিম্নোক্ত কোনটি হিমালয়ের অংশ নয় ? [PSC Misc’20]
Answer – (b) সহ্যাদ্রী
6) গোদাবরী ও কৃষ্ণার ব-দ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম কী ? [WBCS Preli ’20]
Answer – (a) কল্লেরু হ্রদ
7) Census 2011-এ পশ্চিমবঙ্গের literacy rate হল— [WBCS Preli ’20]
Answer – (d) 77%
8) সোমাসিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত ? [WBCS Preli ’20]
Answer – (c) অন্ধ্রপ্রদেশ
9) ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে? [WBCS Preli ’20]
Answer – (c) 5
10) কখন মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তানিলনাড়ু হিসাবে নামকরণ করা হয়? [WBCS Preli ’20]
Answer – (a) 14 জানুয়ারি 1969
11) মোট জনসংখ্যার নিরিখে ভারতে 2011 Census পশ্চিমবঙ্গের স্থান হল –  [WBCS Preli 20]
Answer – (b) চতুর্থ
12) বিকানের খাল কোন নদী থেকে শুরু হয়েছে? [WBCS Preli ’20]
Answer – (c) শতদ্রু
13) 2019 এ পশ্চিমবঙ্গে যে তীব্র ঘূর্ণাবর্ত হয়েছে তার নাম হল- [WBCS Preli ’20]
Answer – (b) Bulbul
14) কলকাতার কাছে ঘুসুরিতে ভারতের প্রথম কার্পাস বস্ত্রবয়ন শিল্পটি কোন বছর স্থাপিত হয়? [WBCS Preli ’20]
Answer – (a) 1818
15) নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকার্যের প্রমাণ মেলে ? [WBCS Preli ’20]
Answer – (b) মেহেরগড়
16) সূর্য থেকে আলো আমাদের কাছে পৌঁছাতে সময় লাগে— [WBCS Preli ’20]
Answer – (b) 8 মিনিট
17) কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত ? [WBCS Preli ’20]
(d) অন্ধ্রপ্রদেশ Answer – (c) জন্মু ও কাশ্মীর
18) গুজরাটের কোন শহরটি জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত? [WBCS Preli ’20]
Answer – (b) আলাঙ
19). ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য যে স্কেল ব্যবহৃত হয়— [WBCS Preli ’20]
(c) রিখটার স্কেল
20) চুম্বি উপত্যকা কোন সীমান্তে রয়েছে? [WBCS Preli ’20]
Answer – (a) সিকিম-ভুটান
21).  ভারতে সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য হল – [WBCS Preli ’20]
Answer – (b) অন্ধ্রপ্রদেশ
22) ‘ISRO’ সম্প্রতি Cartosat-3 কে উৎক্ষেপণ করেছে— [WBCS Preli ’20]
Answer – (c) আমেদাবাদ থেকে
23 ) আরোহী ক্রমে পশ্চিমবঙ্গের নিম্নলিখিত চাল উৎপাদনকারী জেলা নির্বাচন করুন : [WBCS Preli ’20]
Answer – (b) মুর্শিদাবাদ, মেদিনীপুর, পূর্ব বর্ধমান
21) নিম্নলিখিত কোন শহরটি মুলা-মুখা নদীর তীরে অবস্থিত? [WBCS Preli ’20]
Answer – (b) পুনে
22) সর্বশেষ Census of Indian Population (জনগণনা) হয়েছিল— [WBCS Preli ’20]
Answer – (c) 2011
23) পশ্চিমবঙ্গের ‘গনগনি’ অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে? [WBCS Preli ’20]
Answer – (c) ল্যাটেরাইট মাটি
24) কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্যভাণ্ডার বলে? [WBCS Preli ’20]
Answer – (b) থাঞ্জাভুর
25) পশ্চিমবঙ্গের ‘গনগনি’ অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে? [WBCS Preli ’20]
Answer – (c) ল্যাটেরাইট মাটি

1)বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য কোন পাল রাজা বিখ্যাত ‘বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়’ (university) তৈরি করেছিলেন? [WBP Lady Constable’18]
Answer – (b) ধর্মপাল
2) সুভাষচন্দ্র বোস প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ছিল— [WBCS Preli’18]
Answer – (d) ফরওয়ার্ড ব্লক
3) কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতে আসেন ? [WBCS Preli’18]
Answer – (c) মেগাস্থিনিস
4)গৌতম বুদ্ধ তাঁর বাণী কোথায় প্রথম প্রচার করেন ? [WBCS Preli’18]
Answer – (c) সারনাথ
5)মুসলিম লীগের লাহোর প্রস্তাবের (1940) মূল গুরুত্ব ছিল- [WBCS Preli’18]
Answer – (d) পাকিস্তান প্রস্তাব গ্রহণ
6)  গ্রীক লেখকদের রচনায় কাকে ‘স্যান্দ্রোকোট্টস’ বলা হয়েছে? [WBCS Preli 18]
Answer – (c) চন্দ্রগুপ্ত মৌর্য
7)‘বৃহৎসংহিতা’ গ্রন্থের রচয়িতা কে? [WBCS Preli’18]
Answer – (b) বরাহমিহির
8)মুসলিম লীগ মাউন্ট ব্যাটেন পরিকল্পনা গ্রহণ করেছিলেন কেননা— [WBCS Preli’18]
Answer – (c) পাকিস্তান গঠনের বিষয়টি মেনে নেওয়া হয়েছ
9)কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণর জন্য বিখ্যাত ? [WBCS Preli’18]
Answer – (d) অমলেশ ত্রিপাঠী
10) ‘ঢাকা অনুশীলন সমিতি’ কে প্রতিষ্ঠা করেন ? [WBCS Preli’18]
Answer – (b) পুলিন দাস
11) কিতাব-উল-হিন্দ কার রচনা? [WBCS Preli’18]
Answer – (b) আল বিরুনি
12) কোন গুপ্ত শাসক হূণ আক্রমণ প্রতিহত করেছিলেন? [WBCS Preli’18 ]
Answer – (c) স্কন্দগুপ্ত
13)ভারতবর্ষকে ক্ষমতা হস্তান্তর-এর জন্য 1946 সলে ‘ Break down Plan’ প্রস্তাব করেন- [WBCS Preli’18]
Answer – (b) ভাইসরয় লর্ড ওয়াভেল
14)ইন্ডিয়ান ইনডিপেনডেন্স লীগ’ প্রতিষ্ঠা করেন—
Answer – (d) রাসবিহারী বোস
15)কে ‘গঙ্গাইকোণ্ডচোল’ উপাধি ধারণ করেন ? [WBCS Preli’18]
Answer – (a) প্রথম রাজেন্দ্র
16) 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনকে ব্যাখ্যা করেন কে এই বলে “by far the most serious rebellion since 1857″ [WBCS Preli’18]
Answer – (a) ভাইসরয় লর্ড লিনলিথগো
17)স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন— [WBCS Preli’18]
Answer – (b) জে বি কৃপালিনী
18)কে চাহলগানী অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন ? [WBCS Preli’18]
Answer – (a) গিয়াসুদ্দিন বলবন
19)কে বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন? [WBCS Preli’18]
Answer – (c) আলাউদ্দিন খলজি
20)কে কুতুবমিনার নির্মাণ কার্য সমাপ্ত করেন? [WBCS Preli’18]
Answer – (c) ইলতুৎমিস
21)উত্তর ভারতে কখন তামাকের প্রচলন হয়? [ CISF AC (EXE) LDCE-2021]
Answer – (c) সপ্তদশ শতাব্দীতে
22)দুই দশক পরে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসে মহাত্মা গান্ধি ভারতে কোথায় এবং কখন প্রকাশ্যে গণ অভ্যুত্থান ঘটিয়েছিলেন? বিকল্পসমূহ— [ National Defence Academy – 2021]
Answer – (a) চম্পারণ 1917
23)কখন এবং কোথায় ভারতীয় জাতীয় কংগ্রেস ‘পূর্ণ স্বরাজ’ অর্থাৎ পূর্ণ স্বাধীনতার দাবি জানায় ? [ National Defence Academy – 2021]
Answer – (b) লাহোর, 1929
24)1917 খ্রিস্টাব্দে বলশেভিক বিপ্লবের দ্বারা ক্ষমতাচ্যুত হওয়া সরকারের প্রধান কে ছিলেন? বিকল্পসমূহ— [ National Defence Academy – 2021]
Answer – (a) আলেকজান্ডার কেরেনস্কি
25.নিম্নের কোন্ কেন্দ্রগুলি সিন্ধু সভ্যতার শেল ভিত্তিক উৎপাদন কেন্দ্র ছিল ? 
Answer – (c) বালাকোট এবং নাগেশ্বর

Leave a Comment