WBP Best Bengali gk

WBP Best Bengali gk যারা পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা দেবেন এবং আপনারা প্রচুর পরিমাণে বাংলা যে কে করছেন এবং অনেক জায়গা থেকে কালেকশন করছেন তাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি খুবই দুর্দান্ত যেগুলো পরীক্ষায় আসবে সেই রকম বাংলা জিকে এই জিকেগুলো অবশ্যই আপনারা পড়ুন এবং আপনাদের চাকরির পরীক্ষায় হুবহু কমন পেয়ে যান

WBP Best Bengali gk

১. চিপকো আন্দোলনে নেতৃত্ব দেন কে ?
Ans: সুন্দরলাল বহুগুনা

২. কোন গ্যাসকে লাফিং গ্যাস বলা হয় ?
Ans: নাইট্রাস অক্সাইড

৩. কোন গ্রহকে উষ্ণতম গ্রহ বলা হয়?
Ans: শুক্র

৪. সূর্যের আলোতে দেহে কোন ভিটামিন তৈরি হয়?
Ans: ভিটামিন ডি

৫. ভারতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় ?
Ans: ২৮ ফেব্রুয়ারি

৬. বিশ্বের সবচেয়ে বড় শিকারি পাখি কোনটি?
Ans: ক্যানডোর

৭. কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়?
Ans: মঙ্গল

৮. এইচআইভি ভাইরাস দ্বারা কোন রোগ হয়?
Ans: এইডস

৯. বিশ্ব প্রাণী দিবস কবে পালিত হয় ?
Ans: ৪ অক্টোবর

১০. বৃহস্পতি গ্রহের কটি উপগ্রহ?
Ans: ৭৯টি

১১. পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলিতে কোন ধরণের পারমাণবিক বিক্রিয়া ঘটে?
Ans: নিউক্লিয়ার ফিউশন

১২. বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয় ?
Ans: ১১ জুলাই

১৩. ধোঁয়া ও কুয়াশার মিশ্রণকে বলে ?
Ans: ধোঁয়াশা

১৪. শব্দের তীব্রতা মাপার একক কি ?
Ans: ডেসিবল

১৫. কোন গ্রহকে ক্ষুদ্রতম গ্রহ বলা হয়?
Ans: বুধ

১৬. কোন পাখি বাসা তৈরি করে না?
Ans: কোকিল

১৭. পৃথিবীর সবচেয়ে বড় ফুল কোনটি?
Ans: রাফলেশিয়া আর্নল্ডি (Rafflesia Arnoldi)

১৮. সবচেয়ে আকর্ষণীয় ফুল কোনটি ?
Ans: অর্কিড

১৯. কোন গাছ ৩০০ বছর ফল দেয়?
Ans: নাসপাতি

২০. ওজোন হোল সৃষ্টির জন্য দায়ী গ্যাসটির নাম কী ?
Ans: ক্লোরোফ্লুরোকার্বন (CFC)

২১. কোন গাছকে স্বর্গীয় গাছ বলে?
Ans: নারিকেল

২২. সন্ধাতারা বা শুকতারা কাকে বলে ?
Ans: শুক্র গ্রহ

২৩. বিশ্ব এইডস দিবস কবে পালিত হয় ?
Ans: ১লা ডিসেম্বর

২৪. বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু কোনটি?
Ans: স্কাই ব্রিজ ৭২১

২৫. ডিভাইসটিকে ‘গ্যাসের চাপ’ বলা হয়?
Ans: মানোমিটার

২৬. কোন প্রানীর কান হাটুতে থাকে?
Ans: ফড়িং

২৭. কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়?
Ans: পৃথিবী

২৮. বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয় ?
Ans: ২১ মার্চ

২৯. লেড (Pb) দূষণের ফলে কী রোগ হয় ?
Ans: কোষ্ঠকাঠিন্য, রক্তাল্পতা, ক্ষুধামান্দ্য, বমিভাব

৩০. বিশ্বের দীর্ঘতম করিডোরের কোনটি?
Ans: রামেশ্বরম মন্দিরের করিডোর।

৩১. কোন তরঙ্গের সাহায্যে রাতে বাদুড় নিরাপদে উড়ে যায়?
Ans: অতিবেগুনী তরঙ্গ

৩২. পৃথিবীর সবচেয়ে ছোট ফুল কোনটি ?
Ans: সুজিপানা

৩৩. সবুজ গ্রহ কোন গ্রহকে বলে ?
Ans: ইউরেনাসকে

৩৪. বসুন্ধরা দিবস কবে পালিত হয় ?
Ans: ২২ এপ্রিল

৩৫. ম্যাঙ্গানিজ (Mn) দূষণের ফলে কী রোগ হয় ?
Ans: স্নায়ুরোগ

৩৬. ভূপাল গ্যাস দুর্ঘটনায়, কারখানা থেকে কী গ্যাস নির্গত হয় ?
Ans: মিথাইল আইসোসায়ানেট

৩৭. বিশ্বের সর্ববৃহৎ পাখি কোনটি?
Ans: উট পাখি৷

৩৮. বিশ্বের দীর্ঘতম রেলপথ কোনটি?
Ans: ট্রান্স-সাইবেরিয়ান রেলওয়ে

৩৯. বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় ?
Ans: ৭ এপ্রিল

৪০. বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী প্রধান গ্যাস কী ?
Ans: কার্বন ডাই অক্সাইড

৪১. কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে?
Ans: ভিটামিন কে

৪২. বিশ্বের দ্রুততম পাখি কোনটি?
Ans: পেরেগ্রিন শাহিন বা,পেরেগ্রিন ফ্যালকন।

৪৩. বড় লাল দাগ যুক্ত গ্রহ কোনটি?
Ans: বৃহস্পতি

৪৪. বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় ?
Ans: ৫ জুন

৪৫. পারদ (Hg) দূষণের ফলে কী রোগ হয় ?
Ans: মিনামাটা, স্নায়ুতন্ত্র ও কিডনির রোগ, পুরুষের প্রজনন ক্ষমতা হ্রাস, উদারাময়

৪৬. পৃথিবীর সবচেয়ে ছোট পাখির নাম কী?
Ans: হামিংবার্ড।

৪৭. বিশ্বের দীর্ঘতম সাঁতারের পথ কোনটি?
Ans: ইংলিশ চ্যানেল।

৪৮. কয়েকটি গ্রীনহাউস গ্যাসের নাম লেখ ।
Ans: কার্বন ডাই অক্সাইড, মিথেন, নইট্রাস অক্সাইড, ওজোন, ক্লোরোফ্লুরোকার্বন (CFC)

৪৯. নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান মুখপাত্র কে ছিলেন ?
Ans: মেধা পাটকর

৫০. মানবদেহে আর্সেনিকের সর্বাধিক সহনসীমা কত ?
Ans: প্রতি লিটার জলে ০.০৫ মিলিগ্রাম

৫১. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন
Ans: স্যার জেমস উইলিয়াম কোলভিল

৫২. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন?
Ans: গুরুদাস ব্যানার্জি

1.’বিষের ধোঁয়া’ উপন্যাসটি কার লেখা ?
Ans : শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
2.’শহরতলী’ উপন্যাসটি কার লেখা ?
Ans : মানিক বন্দ্যোপাধ্যায়
3.’দৃষ্টি প্রদীপ’ উপন্যাসটি কার লেখা?
Ans : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
4.’পল্লী সমাজ’ উপন্যাসটি কার লেখা ?
Ans : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
5.যোগাযোগ উপন্যাসটি কার লেখা?
Ans : রবীন্দ্রনাথ ঠাকুর
6.স্থূলতা সম্পর্কের ভীতি কে কি বলা হয় ?
Ans : ওবেসোফোবিয়া
7.হাসপাতালের ভীতি কে কি বলা হয় ?
Ans : নোসোকামফোবিয়া
8.বন্য পশুর থেকে ভীত হওয়া কে কি বলে ?
Ans : এগ্রিজুফোবিয়া
9.তীব্র আওয়াজের ভীতি কে কি বলা হয় ?
Ans : ফোনোফোবিয়া
10.ভালোবাসা থেকে ভীত হওয়াকে কি বলা হয় ?
Ans : ফিলোফোবিয়া
11.দুর্বাশার অভিশাপ এর চিত্রকার কে ছিলেন ?
Ans: রবি বর্মা
12.সিক্ত বসনা সুন্দরী এর চিত্রকার কে ছিলেন ?
Ans : হেমেন গাঙ্গুলী
13.পঞ্চপাণ্ডবের মহাপ্রস্থান এর চিত্রকার কে ছিলেন?Ans: নন্দলাল বসু
14.দ্য ড্যান্স এর চিত্রকার কে ছিলেন ?
Ans : হেনরি মার্তিজ
15.বৌদ্ধ ভিক্ষুক এর চিত্রকার কে ছিলেন ?
Ans : রবীন্দ্রনাথ ঠাকুর
16.অর্ডার অফ জায়েদ কোন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ?
Ans : সংযুক্ত আরব আমিরশাহী
17.অনন্যপুরুষ কোন দেশের সর্বোচ্চ অসামরিক
সম্মান ?
Ans: বাংলাদেশ
18.অর্ডার অফ লিওপোল্ড কোন দেশের সর্বোচ্চ
অসামরিক সম্মান ?
Ans : বেলজিয়াম
19.অর্ডার অফ মেরিট কোন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ?
Ans : জার্মানি
20.কিং আব্দুল আজিজ পুরস্কার কোন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ?
Ans : সৌদি আরব
21.দ্য অর্ডার অব দ্য গোল্ডেন স্টার কোন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ?
Ans: ভিয়েতনাম
22.অর্ডার অফ দ্য অ্যাজটেক ঈগল কোন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ?
Ans : মেক্সিকো
23.মুবারক আল-কবির মেডেল কোন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ?
Ans: কুয়েত
24.দ্য অর্ডার অব ব্যানার কোন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ?
Ans: হাঙ্গেরি
25.অর্ডার অব ইসাবেল দ্য ক্যাথলিক কোন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ?
Ans: স্পেন

  1. দুটি নদীর মধ্যবর্তী পলিগঠিত উঁচু অংশকে কে কি বলে ?
    উ: দোয়াব 

2.লেগুনের স্থানীয় নাম কি ?
উ: কয়াল 

3.আন্দামানের উচ্চতম পাহাড়ের নাম কি ?
উ: স্যাডেল পিক

4.চিল্কা  ধরনের জলের হ্রদ ?
উ: লবণাক্ত 

5.ভারতের সর্বাধিক স্বেচ সেবিত রাজ‍য  কোনটি ?
উ: পাঞ্জাব

  1. গম উৎপাদনে কত ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন
    উ 16 ডিগ্ৰী
  2. দক্ষিণ ভারতের কাশি কাকে বলা হয়
    উ মাদুরাই কে 
  3. মটর গাছের বসবাসকারী ব্যাকটেরিয়ার নাম কি
    উ রাইবোজোম
  4. অয়েল অব ভিট্রিয়ল কাকে বলা হয় ?
    উ: সালফিউরিক অ্যাসিড
  5. কলিচুন এর রাসায়নিক সংকেত হলো ?
    উ: Ca (OH)2
  6. নক্ষত্র ও গ্যালাক্সির ভর কিসের মাধ্যমে পরিমাপ করা হয় ?
    উ: সোলার মাস
  7. X রশ্মির আবিষ্কারক কে ?
    উ: রন্টজেন
  8. X রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যর ক্রম  কত ?
    উ: 1 অ্যানস্ট্রম
  9. সিটি স্ক্যানে কোন রশ্মি ব্যবহৃত হয় ?
    উ: X এক্স রশ্মি ব্যবহৃত হয়
  10. ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় ?
    উ: দূরত্ব
  11. কোন দুটি দূরত্বের পার্থক্য কে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলে ?
    উ: পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব
  12. সূর্যের অতিবেগুনী রশ্মিকে শোষণ করে কোন 
    স্তর ?
    উ: ওজোন স্তর
  13. ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত ?
    উ: মুম্বাই
  14. ফাইবার অপটিক্স এর আবিষ্কারক কে ?
    উ: নারিন্দার কাপানি
  15. এন্ডোস্কোপের কার্যনীতি মূলত কিসের উপর ভিত্তি করে ?
    উ: আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
  1. ভারতের কোন রাজ্য কে “সমুদ্রের দান” বলা হয় ?
    Ans:কেরলা রাজ্যকে
  2. FIFA এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
    Ans: জুরিখ
    3.রাজাজি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে ?
    Ans: উত্তরাখন্ড
  3. আকবর গ্রন্থটি কার লেখা ?
    Ans: আবুল ফজল ইবনে মুবারক
  4. ঝাড়খন্ড রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী নাম কী ?
    Ans: হেমন্ত সোরেন
    6.বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খালের নাম কী ?
    Ans: গ্র্যান্ড খাল
  5. কোন গুপ্ত সম্রাট ‘শকারি’ উপাধি গ্রহণ করেছিলেন ?
    Ans:দ্বিতীয় চন্দ্ৰগুপ্ত
  6. গুজরাট রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী নাম কী ?
    Ans: বিজয় রূপানী
  7. রকেটে কি ধরনের জ্বালানি ব্যবহার করা হয় ?
    Ans: তরল হাইড্রোজেন
  8. কত তারিখে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় ?
    Ans:১৪ ডিসেম্বর
  9. সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
    Ans: জ্যোতিবা ফুলে
  10. মহাদেশীয় পাত কোন শিলা দ্বারা গঠিত ?
    Ans:গ্রানাইট দ্বারা গঠিত
    13.কোন দেশকে আফ্রিকান ইউনিয়নের জন্মভূমি বলা হয় ?
    Ans:ইথিওপিয়া
  11. The Secret Chord’ উপন্যাসটির লেখক কে ?
    Ans:জেরালডিন ব্রুকস
  12. সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
    Ans:জ্যোতি ও ফুলে
  13. সাঙ্গাই উৎসব কোন রাজ্যে আয়োজিত হয় ?
    Ans: মনিপুর
  14. বর্তমানে ভারতের হাইকোর্টের সংখ্যা কত ?
    Ans: ২৫টি
  15. “The Environment Protection Act of India’ পাশ হয় কবে ?
    Ans : ১৯৮৬ সালে
    19.কমনওয়েলথ গেমস শুরু হয়েছিল কবে ?
    Ans: ১৯৩০ সালে
    20.NIA-এর পুরো কথাটি কী ?
    Ans:ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি
    21.ভারতের ইতিহাসের জনক (Father of Indian History) কাকে বলা হয় ?
    Ans: মেগাস্থিনিস
    22.দক্ষিণ কোরিয়ার কত তারিখে স্বাধীনতা দিবস পালন করা হয় ?
    Ans:১৫ অগস্ট
    23.ভারতের কোন শহরে প্রথম ইনসেক্ট মিউজিয়াম ( Insect Museum) চালু হলো ?
    Ans: কোয়েম্বাটুরে
  16. কত সালে হাজার দুয়ারী নির্মান কার্য শেষ হয় ?  ১৮৩৭ সালে
  17. সেলিম আলী পাখিরালয় ভারতের কোন রাজ্যে রয়েছে ?
    Ans:- গোয়া
  1. বিশ্ব গণ্ডার দিবস পালন করা হয় ২২শে সেপ্টেম্বর
  2. ভারতের পরবর্তী বায়ুসেনা প্রধান হিসেবে নিযুক্ত হলেন এয়ার মার্শাল অমর প্রীত সিং

3.WHO দ্বারা ঘোষিত কুষ্ঠ রোগ নির্মূলকারী প্রথম দেশ হলো জর্ডান

4.শীর্ষস্থান অState Food Safety Index (SFSI) 2024-এ পুনরায় শীর্ষ অর্জন কেরালা

  1. সম্প্রতি ৯২ বছর বয়সে মারা গেলেন কন্নড় ভাষার লেখিকা এম মনোরমা ভাট 8
  2. ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন (FIH)-এর প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বার পুনরায় নির্বাচিত হলেন তৈয়ব ইকরাম

7.19th Divya Kala Mela উদ্বোধন করা হলো বিশাখাপত্তনমে

৪. তেলেঙ্গানার DSP হিসেবে নিযুক্ত হলেন বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন নিখাত জারিন

9.Nadi Utsav 2024 উদ্বোধন করা হয়েছে নিউ দিল্লীতে

10.TIME and Statista’s World’s Best Companies 2024 তালিকায় শীর্ষে রয়েছে Apple

1) রোহিঙ্গা উপজাতি মায়ানমারে কোন প্রদেশের আদি বাসিন্দা ? [PSC Misc’20]
Answer – (a) রাখিন
2)‘গোটিপুয়া’ ভারতের কোন প্রদেশের নৃত্য ? [PSC Misc’20]
Answer – (a) ওড়িশা
3)নিম্নোক্ত কোন জলাশয়টি সমুদ্রের সঙ্গে যুক্ত নয় ? [PSC Misc’20]
Answer – (a) অরাল সাগর
4)‘দস্ত-ই-মারগো’বা ‘মৃত্যু-মরুভূমি’ কোন দেশের অংশ ? [PSC Misc’20]
Answer – (d) আফগানিস্তান
5)নিম্নোক্ত কোনটি হিমালয়ের অংশ নয় ? [PSC Misc’20]
Answer – (b) সহ্যাদ্রী
6) গোদাবরী ও কৃষ্ণার ব-দ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম কী ? [WBCS Preli ’20]
Answer – (a) কল্লেরু হ্রদ
7) Census 2011-এ পশ্চিমবঙ্গের literacy rate হল— [WBCS Preli ’20]
Answer – (d) 77%
8) সোমাসিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত ? [WBCS Preli ’20]
Answer – (c) অন্ধ্রপ্রদেশ
9) ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে? [WBCS Preli ’20]
Answer – (c) 5
10) কখন মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তানিলনাড়ু হিসাবে নামকরণ করা হয়? [WBCS Preli ’20]
Answer – (a) 14 জানুয়ারি 1969
11) মোট জনসংখ্যার নিরিখে ভারতে 2011 Census পশ্চিমবঙ্গের স্থান হল –  [WBCS Preli 20]
Answer – (b) চতুর্থ
12) বিকানের খাল কোন নদী থেকে শুরু হয়েছে? [WBCS Preli ’20]
Answer – (c) শতদ্রু
13) 2019 এ পশ্চিমবঙ্গে যে তীব্র ঘূর্ণাবর্ত হয়েছে তার নাম হল- [WBCS Preli ’20]
Answer – (b) Bulbul
14) কলকাতার কাছে ঘুসুরিতে ভারতের প্রথম কার্পাস বস্ত্রবয়ন শিল্পটি কোন বছর স্থাপিত হয়? [WBCS Preli ’20]
Answer – (a) 1818
15) নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকার্যের প্রমাণ মেলে ? [WBCS Preli ’20]
Answer – (b) মেহেরগড়
16) সূর্য থেকে আলো আমাদের কাছে পৌঁছাতে সময় লাগে— [WBCS Preli ’20]
Answer – (b) 8 মিনিট
17) কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত ? [WBCS Preli ’20]
(d) অন্ধ্রপ্রদেশ Answer – (c) জন্মু ও কাশ্মীর
18) গুজরাটের কোন শহরটি জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত? [WBCS Preli ’20]
Answer – (b) আলাঙ
19). ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য যে স্কেল ব্যবহৃত হয়— [WBCS Preli ’20]
(c) রিখটার স্কেল
20) চুম্বি উপত্যকা কোন সীমান্তে রয়েছে? [WBCS Preli ’20]
Answer – (a) সিকিম-ভুটান
21).  ভারতে সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য হল – [WBCS Preli ’20]
Answer – (b) অন্ধ্রপ্রদেশ
22) ‘ISRO’ সম্প্রতি Cartosat-3 কে উৎক্ষেপণ করেছে— [WBCS Preli ’20]
Answer – (c) আমেদাবাদ থেকে
23 ) আরোহী ক্রমে পশ্চিমবঙ্গের নিম্নলিখিত চাল উৎপাদনকারী জেলা নির্বাচন করুন : [WBCS Preli ’20]
Answer – (b) মুর্শিদাবাদ, মেদিনীপুর, পূর্ব বর্ধমান
21) নিম্নলিখিত কোন শহরটি মুলা-মুখা নদীর তীরে অবস্থিত? [WBCS Preli ’20]
Answer – (b) পুনে
22) সর্বশেষ Census of Indian Population (জনগণনা) হয়েছিল— [WBCS Preli ’20]
Answer – (c) 2011
23) পশ্চিমবঙ্গের ‘গনগনি’ অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে? [WBCS Preli ’20]
Answer – (c) ল্যাটেরাইট মাটি
24) কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্যভাণ্ডার বলে? [WBCS Preli ’20]
Answer – (b) থাঞ্জাভুর
25) পশ্চিমবঙ্গের ‘গনগনি’ অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে? [WBCS Preli ’20]
Answer – (c) ল্যাটেরাইট মাটি

Leave a Comment