WBP Bengali gk mcq 2024
ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র ‘দক্ষিণ গঙ্গোত্রী’ কোথায় অবস্থিত ?
(A) হিমালয়
(B) ভারতমহাসাগর (C) আন্টার্কটিকা (D) আরবসাগর ।
Answer:- আন্টার্কটিকা
কোনো স্থানের অক্ষাংশ বলতে আমরা বুঝি ওই স্থানের কৌণিক দুরত্ব
A) দক্ষিণ মেরুর সাপেক্ষে
(B) উত্তর মেরুর সাপেক্ষে (C) নিরক্ষরেখার সাপেক্ষে (D) পৃথিবীর অক্ষরেখার সাপেক্ষে ।
Answer:- নিরক্ষরেখার সাপেক্ষে
টোডা উপজাতি দেখতে পাওয়া যায়
(A) ঝাড়খন্ডে
(B) ছত্তিশগড়ে (C) উত্তরাখন্ডে (D) নীলগিরি পর্বতে
Answer:- নীলগিরি পর্বতে
কপিলধারা ফলসের অবস্থান
(A) সোন নদীর উপর
(B) চম্বল নদীর উপর (C) নর্মদা নদীর উপর (D) কৃষ্ণা নদীর উপর
Answer:- নর্মদা নদীর উপর
মধ্যপ্রদেশে উৎপন্ন ‘বক্সাইট’ ব্যবহৃত হয়
(A) ব্রোঞ্জ উৎপাদনে
(B) অ্যালুমিনিয়াম উৎপাদনে (C) তামা উৎপাদনে (D) অভ্র উৎপাদনে
Answer:- অ্যালুমিনিয়াম উৎপাদনে
বাঁকুড়ায় মৃত্তিকা হচ্ছে
(A) ‘পডজলিক মৃত্তিকা
(B) অ্যালুভিয়াল মৃত্তিকা (C) ল্যাটারিটিক মৃত্তিকা (D) সিল্টি মৃত্তিকা
Answer:- ল্যাটারিটিক মৃত্তিকা
পশ্চিমবঙ্গে বাগিচা কৃষি নিম্নলিখিত জেলার বৈশিষ্ট্য
(A) মালদা
(B) দার্জিলিং (C) বাঁকুড়া (D) হাওড়া
Answer:- দার্জিলিং
আঁধি’ নামক ঝড় নিম্নলিখিত স্থানে ঘটে ।
(A) পাঞ্জাব
(B) পশ্চিমবঙ্গ (C) আসাম (D) উত্তরপ্রদেশ
Answer:- পাঞ্জাব
গাঙ্গুবাঈ হাঙ্গল ছিলেন ——- ঘরানার শিল্পী ।
(A) আগ্রা
(B) গোয়ালিয়র (C) মেওয়াট (D) কিরানা
Answer:- কিরানা
দক্ষিণ মেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রটির নাম হবে
(A) গঙ্গোত্রী
(B) মৈত্রী (C) ভারতী (D) অলকা
Answer: – ভারতী
কোয়ার্টজ, ফেল্ডসপার, মাইকা ও হর্নব্রেন্ড খনিজ দ্বারা গঠিত শিলাটি হল
(A) ব্যাসল্ট
(B) চুনাপাথর (C) কোয়ার্টজাইট (D) গ্র্যানাইট
Answer: -গ্র্যানাইট
ডোলড্রামসের অর্থ হল
(A) একটি শীতল জলবায়ু অঞ্চল
(B) একটি শুষ্ক জলবায়ু অঞ্চল (C) একটি শান্ত জলবায়ু অঞ্চল (D) একটি ঝঞ্জাপূর্ণ জলবায়ু অঞ্চল
Answer: -একটি শান্ত জলবায়ু অঞ্চল
ব্যাসল্ট শিলা গঠিত মাটির রং হল
(A) সাদা
(B) কালো (C) লাল (D) হলুদ
Answer: – কালো
বিশ্বের কোন্ অঞ্চল টক ফল উৎপাদনের জন্য প্রসিদ্ধ?
(A) নিরক্ষীয় অঞ্চল
(B) নাতিশীতোষ্ অঞ্চল (C) ভূমধ্যসাগরীয় অঞ্চল (D) মৌসুমী অঞ্চল
Answer: – ভূমধ্যসাগরীয় অঞ্চল
স্তেপ জলবায়ু অঞ্চলের প্রধান স্বাভাবিক উত্ভিদ হল
(A) দীর্ঘ তৃণভূমি
(B) সরলবর্গীয় অরণ্য (C) চিরহরিৎ অরণ্য (D) পর্ণমোচী অরণ্য
Answer: – দীর্ঘ তৃণভূমি
পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি নীচের কোন পর্বতশ্রেণির অন্তর্ভুক্ত ?
(A) দার্জিলিং পর্বতশ্রেণি
(B) সিঙ্গালীলা পর্বতশ্রেণি (C) জয়ন্তী পাহাড় (D) উপরের কোনোটিই নয়
Answer: – সিঙ্গালীলা পর্বতশ্রেণি
নীচের কোন বিদেশী পরিকল্পনাকে অনুসরণ করে DVC পরিকল্পনা করা হয়েছিল ?
(A) AFC
(B) TVA (C) DDC (D) কোনোটিই নয়
Answer: – TVA
ভারতের মধ্যে নীচের কোন নদীটি হিমালয়ের অধিক প্রাচীন ?
(A) শতদ্রু
(B) গঙ্গা (C) বিপাশা (D) ইরাবতী
Answer: – শতদ্রু
নীচের কোন স্থানটি জেরোফাইট (Xerophytic) উদ্ভিদ দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ ?
(A) ছোটনাগপুর মালভূমি
(B) খাসি পাহাড় (Kasi Hills) (C) পূর্বঘাট পর্বত (D) কচ্ছ (Kuch)
Answer: – পূর্বঘাট পর্বত
ভারতীয় সংবিধানের 21 নং অনুচ্ছেদে বলা হয়েছে
(A) ধর্মীয় স্বাধীনতার অধিকার (B) আইনের যথাযথ পদ্ধতি (C) জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার (D) আইন কর্তৃক প্রতিষ্ঠিত পদ্ধতি ।
Answer:- জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার
সৌরচুল্লী কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে ?
(A) বোলোমিটর (B) পাইরোমিটার (C) গ্রিনহাউস (D) সৌর আলোকতড়িৎ কোষ
Answer:- গ্রিনহাউস
শরৎচন্দ্রের কোন কাহিনীতে ভারতের বিপ্লবী আন্দোলনের স্পষ্ট প্রতিফলন লক্ষ্য করা গিয়েছিল ?
(A) শ্রীকান্ত (B) পথের দাবী (C) পল্লীসমাজ (D) উপরের কোনোটিই নয়
Answer:- পথের দাবী
ভারত সরকার মানবাধিকার সুরক্ষিত করতে আইন পাস করে
(A) 1990 সালে (B) 1993 সালে (C) 1995 সালে (D) 2002 সালে
Answer:- 1993 সালে
কোন মুসলিম সেনানায়ক ত্রয়োদশ শতকে বঙ্গদেশ জয় করেন ?
(A) তৈমুর (B) ইক্তিয়ারুদ্দিন বিন বক্তিয়ার খিলজি (C) চেঙ্গিজ খাঁ (D) আব্দুর রহিম খান ই খানান
Answer:- ইক্তিয়ারুদ্দিন বিন বক্তিয়ার খিলজি
রম্পা বিদ্রোহের নায়ক কে ছিলেন (1922-24) ?
(A) তঙ্গুতুরী প্রকাশম পান্টালু (B) তিরুপ্পা কুমারান (C) পুলি থেভান (D) আলুরি সীতা রামা রাজু
Answer:- আলুরি সীতা রামা রাজু
কোন বিপ্লবী নেতা জেল থেকে ‘মার্সি পিটিশন’ করেন ?
(A) ভি. ডি. সাভারকার (B) বি. জি. তিলক (C) শুকদেব থাপার (D) চন্দ্রশেখর আজাদ
Answer:- ভি. ডি. সাভারকার
নিম্নলিখিত কোন তারিখে পাকিস্তান প্রস্তাব (resolution) নেওয়া হয়েছিল ?
(A) 16ই আগস্ট 1946 (B) 26শে জানুয়ারি 1935 (C) 14ই এপ্রিল 1942 (D) 23শে মার্চ 1940
Answer:- 23শে মার্চ 1940
ইন্ডিয়া ইনডিপেন্ডেন্স লীগ’ -এর সঙ্গে কে জড়িত ছিলেন ?
(A) দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ (B) মহাদেব গোবিন্দ রানাডে (C) আনন্দ মোহন বোস (D) রাসবিহারী বোস
Answer:- রাসবিহারী বোস
ঈশ্বরের শহর’ খাজুরাহো UNESCO স্বীকৃত বিশ্ব হেরিটেজ সাইট, যেটি একাদশ শতকে প্রথম উল্লেখ করেন যিনি, তিনি হলেন
(A) ইবন বতুতা (B) ইবন সীনা (C) আবু রীহান আলবেরুনি (D) ওমর খৈয়াম
Answer:- আবু রীহান আলবেরুনি
এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হলেন
(A) রুদ্রদমন (B) হরিসেন (C) সমুদ্রগুপ্ত (D) বাণভট্ট
Answer:- হরিসেন
নেতাজীর আজাদ হিন্দ ফৌজের পতাকায় কোন পশুর প্রতিকৃতি ছিল ?
(A) সিংহ (B) হস্তি (C) ব্যাঘ্র (D) গণ্ডার
Answer:- ব্যাঘ্র
নিম্নলিখিত নদীটি থেকে কুর্ণুল-কুডাপা খাল নির্গত হয়েছে :
(A) কাবেরী (B) কৃষ্ণা (C) তাপ্তী (D) তুঙ্গভদ্রা
Answer:- তুঙ্গভদ্রা
বিক্রমশীলা বিহার কে স্থাপন করেন ?
(A) দেবপাল (B) ধর্মপাল (C) রামপাল (D) শশাঙ্ক
Answer:- ধর্মপাল
কোন ভারতীয় জাতীয়তাবাদী নেতাকে ‘গ্রান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া’ বলা হয় ?
(A) বদরউদ্দিন তৈয়বজী (B) সুরেন্দ্রনাথ ব্যানার্জী (C) গোপালকৃষ্ণ গোখলে (D) দাদাভাই নৌরজী
Answer:- দাদাভাই নৌরজী
গান্ধিজির আইন-অমান্য আন্দোলনের সময় কে গভর্নর জেনারেল ছিলেন ?
(A) লর্ড হার্ডিঞ্জ (B) লর্ড মিন্টো (C) লর্ড লিনলিথগো (D) লর্ড আরউইন
Answer:- লর্ড আরউইন
শারাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত ?
(A) কেরালা (B) কর্ণাটক (C) মহারাষ্ট্র (D) মধ্যপ্রদেশ
Answer:- কর্ণাটক
কলিকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয় ?
(A) 1911 (B) 1817 (C) 1854 (D) 1857
Answer:- 1857
মোটর বোট চলার সময় উদ্ভূত তরঙ্গগুলি হয়
(A) তির্যক (B) অনুদৈর্ঘ্য (C) তির্যক ও অনুদৈর্ঘ্য (D) স্থানু
Answer:- তির্যক ও অনুদৈর্ঘ্য
ভারতে প্রথম সুতোকল স্থাপিত হয় কত সালে?
(a) 1818 (b) 1840 (c) 1812 (d) 1820
Answer:- 1818
ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি?
(a) সমাচার দর্পণ (b) ফার্থেনম (c) দিগদর্শন (d) বেঙ্গল গেজেট
Answer:- বেঙ্গল গেজেট
একটি জনপ্রিয় পক্ষী অভয়ারণ্য হল:
(a) সুন্দরবন (b) বন্দিপুর (c) কেওলাদেও ঘানা অভয়ারণ্য (d) গির
Answer:- কেওলাদেও ঘানা অভয়ারণ্য
গৌতমি বৈশিষ্ঠ কোন নদীর মুখ্য শাখা নদী?
(a) কৃষ্ণা (b) মহানদী (c) গোদাবরী (d) কাবেরী
Answer:- গোদাবরী
কবে জাতীয় পঞ্চায়েতিরাজ ডে পালিত হল?
(a) 22 এপ্রিল (b) 27 এপ্রিল (c) 29 এপ্রিল (d) 24 এপ্রিল
Answer:- 24 এপ্রিল
স্তন্যপায়ী প্রাণীর সারভাইক্যাল কোশেরুকার সংখ্যা কত?
(a) এগারো (b) সাতাত্তর (c) সতেরো (d) সাত
Answer:- সাত
চাপ দিয়ে দুই বা ততোধিক বরফখন্ডকে জুড়ে দেওয়ার পদ্ধতিকে কি বলে?
(a) বিকিরণ (b) পুনঃশিলীভবন (c) কঠিনীভবন (d) কোনোটিই নয়
Answer:- পুনঃশিলীভবন
কার আমলে সাঁচি স্তুপ নির্মিত হয়?
A) অশোক B) হর্ষবর্ধন C) কনিষ্ক D) সমুদ্রগুপ্ত
Answer:- অশোক
কে পাটলিপুত্র নগর এর প্রতিষ্ঠাতা?
A) অজাতশত্রু B) অশোক C) বিম্বিসার D) মহাপদ্ম নন্দ
Answer:- অজাতশত্রু
কে লোকনায়ক হিসেবে পরিচিত?
A) জয়প্রকাশ নারায়ণ B) বল্লভ ভাই প্যাটেল C) মহাত্মা গান্ধী D) জহরলাল নেহেরু
Answer:- জয়প্রকাশ নারায়ণ
দুটি সংখ্যার গুনফল 4032 এবং তাদের গ.সা.গু হল 12 সংখ্যা দুটির ল.সা.গু কত?
A. 331 B. 336 C. 363 D. 301
Answer:- 336
কোনো স্থানে পৌছতে কোনো ব্যক্তি ঘন্টায় 4 কিমি বেগে গেলে 10 মিনিট বিলম্বে পৌঁছান। আবার 5 কিমি বেগে গেলে 5 মিনিট আগে পৌঁছান। তাঁকে কতদূর যেতে হবে?
A. 8 কিমি C. 10 কিমি B. 5 কিমি D. 12 কিমি
Answer:- 10 কিমি
কোনো ক্রিকেট খেলোয়াড় সপ্তদশতম বারের খেলায় 85 রান করলে তার রানের গড় পূর্বের 16 বারের রানের গড় অপেক্ষা 3 বাড়ল। 17 বার খেলার পর তার রানের গড় কী হল?
A. 31 B. 39 C. 37 D. 33
Answer:- 37
8*357 সংখ্যাটি যদি 11 দ্বারা বিভাজ্য হয়, তবে লুপ্ত * সংখ্যাটি কত হবে?
A.4 B.1 C.3 D.2
Answer:- 2
কিছু গরু ও পায়রার মধ্যে পায়ের সংখ্যা, মাথার সংখ্যার দ্বিগুনের থেকে 12 বেশি। গরুর সংখ্যা কত?
A.4 B.5 C.7 D.6
Answer:- 4
Select the most appropriate word to fill in the blank.
The new recruit was __ to impress his superiors.
A)sincere B) cordial C) eager D) intend
Answer:- eager
Select the most appropriate ANTONYM of the given word.
FARSIGHTED
A) Cautious B) Proactive C) Unwise D) Careful
Answer:- Unwise
ঘূর্ণিঝড় ইলসার কারণে সম্প্রতি খবরে দেখা বেদআউট দ্বীপ কোন দেশে অবস্থিত?
[A] Australia [B] Maldives [C] Indonesia [D] Malaysia
Answer:- Indonesia
কোন দেশ চন্দ্র অন্বেষণের জন্য NASA এর আর্টেমিস চুক্তিতে 43তম স্বাক্ষরকারী দেশ হয়েছে?
[A] China [B] Russia [C] Armenia [D] Austria
Answer:- Armenia
ওপারিন কত সালে জৈব রাসায়নিক তত্ত্ব দেন ?
(A) 1928 (B) 1940 (C) 1941 (D) 1942
Answer:- 1928
কোশ কথাটি প্রবর্তন করেন-
(A) রবার্ট হুক (B) রবার্ট ব্রাউন (C) পারকিনজি (D) স্লেইডেন ও স্বােয়ান
Answer:- রবার্ট হুক
গাছের যে অংশ সূর্যালােক পায়—
(A) ক্লোরােপ্লাস্টিড
(B) ক্রোমােপ্লাস্টিড (C) লিউকোপ্লাস্টিড (D) প্রটিনোপ্লাস্টিড
Answer:- ক্লোরােপ্লাস্টিড
সেন্ট্রোজোম থাকে—
(A) উদ্ভিদকোশে
(B) প্রাণীকোশে (C) আদি কোশে (D) আদর্শ কোশে
Answer:- প্রাণীকোশে
আয়তনে বৃহৎ প্রাণীকোশ-
(A) নার্ভকোশ
(B) রেমি উদ্ভিদের তন্তু (C) উটপাখির ডিম (D) মাইকোপ্লাজমা
Answer:- উটপাখির ডিম
পর্দাবিহীন কোশীয় অঙ্গাণু হল—
(A) লাইসােজোম
(B) সেন্ট্রোজোম (C) এন্ডােপ্লাজমিক রেটিকিউলাম (D) গলগিবডি
Answer:- সেন্ট্রোজোম
কোশের শক্তিঘর বলা হয়-
(A) লাইসােজোম
(B) গলগিবডি (C) রাইবােজোম (D) মাইটোকনড্রিয়া
Answer:- মাইটোকনড্রিয়া
নীচের কোনটিকে বলা হয় ‘নীলনদের দান’?
(A) ইজিপ্ট (B) ইটালি (C) ইথিওপিয়া (D) ইরাক
Answer:- ইজিপ্ট
ভূমধ্যসাগরের চাবি’ কাকে বলা হয়?
(A) জিব্রাল্টার প্রণালী
(B) তুরস্ক (C) সুয়েজ খাল (D) ইজিপ্ট
Answer:- জিব্রাল্টার প্রণালী
কোন দেশকে ‘দক্ষিণের ব্রিটেন’ বলা হয় ?
(A) অস্ট্রেলিয়া
(B) নিউজিল্যান্ড (C) সাউথ আফ্রিকা (D) ভারত
Answer:- নিউজিল্যান্ড
অ্যানােমােমিটার কি পরিমাপের জন্য ব্যবহৃত হয়?
(A) বাতাসের গতিবেগ
(B) সমুদ্রের লবণাক্ততা (C) প্রাণীদের বুদ্ধিমত্তা (D) ভূমিকম্পের তীব্রতা
Answer:-বাতাসের গতিবেগ
পালঘাট গিরিপথ কোন্ পর্বতমালায় ?
(A) পশ্চিমঘাট
(B) পূর্বঘাট (C) হিমাদ্রি হিমালয় (D) পীর পঞ্জাল পর্বতশ্রেণী
Answer:-পশ্চিমঘাট
1995-এ কোন্ দ্বীপের আগ্নেয়গিরি থেকে আবার লাভা উদগীরণ হয়েছে?
(A) ব্যালেন (B) নারকোনাডাম (C) লাক্ষাদ্বীপ (D) কার নিকোবর
Answer:-ব্যালেন
ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি ?
(A) গঙ্গোত্রী (B) বাতুরা (C) হিল্পর (D) সিয়াচেন
Answer:-সিয়াচেন
দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম-
(A) আনাইমুদি
(B) ডােভাবেট্টা (C) কালসুরাই (D) মাকুরতি
Answer:-আনাইমুদি
নীচের পর্বতগুলির মধ্যে কোনটি আগ্নেয় পর্বত নয় ?
(A) ভিসুভিয়াস (B) সিয়েরা নেভা (C) ফুজিয়ামা (D) কাসকেড
Answer:-সিয়েরা নেভা
ভারতের কোন শৈলশহরের নামের অর্থ বজ্রাস্ত্রের স্থান (Place of Thunderbolt) ?
(A) শিলং (B) নৈনীতাল (C) দার্জিলিং (D) গ্যাংটক
Answer:-দার্জিলিং
জোজিলা গিরিপথ কোথায় অবস্থিত?
(B) হিমাচল (C) হিমাদ্রি (D) ট্রান্স হিমালয় (A) শিবালিক
Answer:-শিবালিক
আপালেশিয়ান পর্বত কোথায় অবস্থিত ?
(A) ইন্দোনেশিয়া (B) ফ্রান্স (C) স্পেন (D) মার্কিন যুক্তরাষ্ট্র
Answer:- মার্কিন যুক্তরাষ্ট্র
রাজস্থানের মরু অঞ্চলের বালিয়াড়িগুলিকে বলা হয়—
(A) ধরিয়ান (B) কয়াল (C) ধান্ধ (D) টেরিস
Answer:- ধরিয়ান
কোন পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম তিরিচমির ?
(A) পামির (B) জুনলুন (C) কারাকোরাম (D) হিন্দুকুশ
Answer:- হিন্দুকুশ
সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত ?
(A) কারাকোরাম (B) লাডাক (C) পির পাঞ্জাল (D) জাস্কর
Answer:- কারাকোরাম
উত্তর ভারতের সমভূমি থেকে কাশ্মীর উপত্যকা যাওয়ার জন্য কোন্ গিরিপথ প্রধান প্রবেশদ্বার ?
(A) নাথুলা (B) জেলেপ লা (C) বানিহাল (D) রােটাং
Answer:- বানিহাল
পাঁচমারি শৈলশহর কোন পর্বতশ্রেণীতে অবস্থিত ?
(A) বিন্ধ্য (B) সাতপুরা (C) আরাবল্লী (D) নীলগিরি
Answer:- সাতপুরা
ইউরােপের একটি বিখ্যাত ভঙ্গিল পর্বত হল—
(A) আল্পস (B) সিয়েরা নেভাদা (C) ভােজ (D) ব্ল্যাক ফরেস্ট
Answer:- আল্পস
ভারতের প্রাচীনতম পর্বতটির নাম :
(A) হিমালয় (B) সাতপুরা (C) আরাবল্লী (D) বিন্ধ্য
Answer:- আরাবল্লী
আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্র কোনটি ?
(A) ব্যারােমিটার (B) হাইড্রোমিটার (C) হাইগ্রোমিটার (D) রেনগজ
Answer:- হাইগ্রোমিটার
নিম্নের কোন বিকল্প টি অন্যদের থেকে আলাদা ?
A.23 : 529 B.24 : 72 C.19 : 49 D.47 : 94
Answer:- 19 : 49
সিরিজটি সম্পূর্ণ করো : 80, 40, _ , 44, 90, 48, 95, _ , 100
A.85, 89 B.52, 56 C.60, 64 D.85, 52
Answer:- 85, 52
23=35, 51=126 হলে 7*2 = ?
A.352 B.351 C. 353 D. 365
Answer:- 351