WBP Bengali gk mcq 2024
পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন শহরে গড়ে উঠেছে —
(A) সার কারখানা (B) লৌহ ও ইস্পাত শিল্প (C) লোকোমোটিভ কারখানা (D) সিমেন্ট কারখানা ।
Answer:- লোকোমোটিভ কারখানা
পশ্চিমবঙ্গে চা চাষের সর্বাপেক্ষা আদর্শ অঞ্চল হল—
(A) মালদা (B) জলপাইগুড়ি (C) দার্জিলিং (D) কোচবিহার ।
Answer:- দার্জিলিং
পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত—
(A) আসাম ও বাংলাদেশ (B) বিহার ও ঝাড়খন্ড (C) সিকিম ও ভূটান (D) ওড়িষ্যা ও ঝাড়খন্ড ।
Answer:- আসাম ও বাংলাদেশ
লাদাক অঞ্চলে কোন হিমালীয় শহরে মেঘ ফেটে আকস্মিক বন্যা ও বৃষ্টি হয় ?
(A) শ্রীনগর (B) টিসকি (C) মানালি (D) লে।
Answer:- লে।
কুমেরুতে ভারতের তৃতীয় গবেষণাকেন্দ্রের নাম —
(A) হিন্দু (B) অক্ষ (C) ভারতী (D) ইন্দ্রপ্রস্থ
Answer:- ভারতী
প্রশান্ত মহাসাগরের ‘এল নিনো’ ভারতের—
(A) মৌসুমী বৃষ্টিপাত বৃদ্ধি করে (B) মৌসুমী বৃষ্টিপাত হ্রাস করে (C) বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বৃদ্ধি করে (D) বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হ্রাস করে
Answer:- মৌসুমী বৃষ্টিপাত হ্রাস করে
গঙ্গানদী বঙ্গোপসাগরে নিম্নলিখিত ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয়—
(A) ব-দ্বীপ (B) এস্টুয়ারি (C) ‘Birdsfoot’ ব-দ্বীপ (D) চ্যুতি রেখা
Answer:-ব-দ্বীপ
পশ্চিমঘাটের পশ্চিম দিক নিম্নলিখিত ভূখন্ড দ্বারা গঠিত—
(A) ‘Cliff’ (B) ‘Autochthonous nappe’ (C) ‘Fault scarp’ (D) ‘Rockey outlier’
Answer:- ‘Autochthonous nappe’
বর্তমানে ভারতে গড় আয়ু কত ?
(A) 45 বছর (B) 60 বছর (C) 70 বছর (D) 65 বছর
Answer:- 65 বছর
ভারতের কোন রাজ্যে ব্যাঘ্র প্রকল্প আছে যেটি বিশ্ব ঐতিহ্যস্থান
(A) রাজস্থান (B) অসম (C) মধ্যপ্রদেশ (D) পশ্চিমবঙ্গ
Answer:- পশ্চিমবঙ্গ
ক্ষেত্র হিসাবে ভারতের স্থান পৃথিবীর মধ্যে
(A) পঞ্চম (B) সপ্তম (C) দশম (D) দ্বাদশতম
Answer:- সপ্তম
এপ্রিল মাসে কোথায় ঝড়বৃষ্টির আশঙ্কা খুব বেশী ?
(A) অসম (B) পশ্চিমবঙ্গ (C) বিহার (D) রাজস্থান
Answer:- পশ্চিমবঙ্গ
গণ্ডোয়ানা স্তর কিসের জন্য বিখ্যাত ?
(A) লৌহ (B) কয়লা (C) বক্সাইট (D) পেট্রোলিয়াম
Answer:- কয়লা
উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি ?
(A) তোর্সা (B) রাইডাক (C) মেছি (D) পাগলা
Answer:- রাইডাক
বঙ্গোপসাগরে সাইক্লোনের প্রাধান্য হয়
(A) বর্ষার প্রথমে (B) বর্ষা শেষে (C) শীতকালে (D) গ্রীষ্মকালে
Answer:- বর্ষার প্রথমে
পাট চাষের প্রধান ক্ষেত্র হল
(A) তামিলনাড়ু (B) পশ্চিমবঙ্গ (C) কেরল (D) হিমাচল প্রদেশ
Answer:- পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গে বোরো ধান চাষের প্রাধান্য দেখা যায়
(A) পুরুলিয়া মালভূমি অঞ্চলে
(B) উত্তর বাংলা সমতলভূমিতে (C) পূর্বের জেলাগুলিতে (D) রাঢ় অঞ্চলে
Answer:- রাঢ় অঞ্চলে
সুভাষ চন্দ্র বোস প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ছিল
(A) ইন্ডিয়ান ফ্রিডম পার্টি (B) আজাদ হিন্দ ফৌজ (C) রেভোলিউশনারি ফ্রন্ট (D) ফরওয়ার্ড ব্লক
Answer:- ফরওয়ার্ড ব্লক
মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে
(A) মহানন্দা নদী (B) জলঙ্গী নদী (C) ভাগীরথী নদী (D) মাথাভাঙ্গা নদী
Answer:- ভাগীরথী নদী
নিম্নলিখিতদের মধ্যে কে ফরাসীদের সাথে যুক্ত ছিলেন ?
(A) হায়দার আলি (B) সফদার জঙ্গ (C) মীর কাসিম (D) টিপু সুলতান
Answer:- টিপু সুলতান
__ এর আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি ?
(A) তেল (B) জল (C) গ্লিসারিন (D) HCI
Answer:- জল
বরফের আপেক্ষিক তাপ কত ? (CGS এককে)
(A) (0.3 ক্যালােরি/গ্রাম °সে (B) 0.4 ক্যালােরি/গ্রাম °সে (C) 0.2 ক্যালােরি/গ্রাম °সে (D) 0.5 ক্যালােরি/গ্রাম °সে
Answer:- 0.5 ক্যালােরি/গ্রাম °সে
S.I. পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ কত?
(A) 4000 জুল/কেজি কেলভিন (B) 4100 জুল/কেজি কেলভিন (C) 4200 জুল/কেজি কেলভিন (D) 4300 জুল/কেজি কেলভিন
Answer:- 4200 জুল/কেজি কেলভিন
অবস্থার পরিবর্তনে তাপমাত্রা স্থির থাকে। —উক্তিটি
(A) ঠিক (B) ভুল (C) কখনাে কখনাে ঠিক (D) বলা যায় না
Answer:- ঠিক
তাপ একটি
(A) উভমুখী রাশি (B) স্কেলার রাশি (C) ভেক্টর রাশি (D) একক রাশি
Answer:- স্কেলার রাশি
আর্কিমিডিসের নীতি গ্যাসের ক্ষেত্রে—
(A) প্রযােজ্য (B) প্রযােজ্য নয় (C) মাঝে মাঝে প্রযােজ্য (D) সঠিক জানা নেই
Answer:- প্রযােজ্য
0°C তাপমাত্রায় 11 c.c. জল জমে 0°C তাপমাত্রায় বরফ হয়-
(A) 10 c.c (B) 13 c.c (C) 12 c.c (D) 11 c.c
Answer:- 12 c.c
S.I পদ্ধতিতে চাপের একক
(A) প্যাস্কাল (B) নিউটন (C) ডাইন (D) ঘন ডাইন
Answer:- প্যাস্কাল
কোন্ যন্ত্রের দ্বারা তরলের ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা যায় ?
(A) স্পেকটোমিটার (B) হাইড্রোফোনােমিটার (C) স্ট্রাটোমিটার (D) হাইড্রোমিটার
Answer:- হাইড্রোমিটার
আপেক্ষিক গুরুত্বের একক কী ?
(A) গ্রাম/মি³ (B) গ্রাম/মি2 (C) গ্রাম/মি (D) কোন একক নেই
Answer:- কোন একক নেই
গভীরতা বাড়লে তরলের চাপ কী হয়?
(A) কমে (B) একই থাকে (C) বাড়ে (D) প্রথমে কমে পরে বাড়ে
Answer:- বাড়ে
বল x সময় হল—
(A) শক্তি (B) বেগ (C) নিউটন (D) ঘাত
Answer:- ঘাত
ঘড়িতে দম দেওয়ার ফলে প্রকৃতপক্ষে আমরা কি সঞ্চয় করি?
(A) বৈদ্যুতিক শক্তি (B) চাপশক্তি (C) গতিশক্তি (D) স্থিতিশক্তি
Answer:- স্থিতিশক্তি
সর্ববৃহৎ কম্পিউটারের নাম কী?
(A) সুপার কম্পিউটার (B) মেগা কম্পিউটার (C) জায়ান্ট কম্পিউটার (D) ইউনিভার্সাল কম্পিউটার
Answer:- সুপার কম্পিউটার
FORTRAN, COBOL, LOTUS-এর মধ্যে কোনটি কম্পিউটারের ভাষা নয় ?
(A) FORTRAN (B) COBOL (C) LOTUS (D) সব কটিই
Answer:- LOTUS
ROM কী দিয়ে গঠিত?
(A) বিশেষ ধরনের চিপস (Chips) দ্বারা
(B) বিশেষ ধরণের জেল (gel) (C) ইলেকট্রিক সার্কিট (D) সব কটি
Answer:- বিশেষ ধরনের চিপস (Chips) দ্বারা
কোন্ আকারের (ব্যাসের মাপ) ফ্লপি ডিস্ক বাজারে পাওয়া যায় ?
(A) 2 (B) 3 (C) 5 (D) 4
Answer:- 3
ALU কম্পিউটারের কোন অংশে উপস্থিত ?
(A) Printer (B) Key Board (C) CPU (D) Mouse
Answer:- CPU
CADFIHCACKMCAOP — এই সিরিজে A— এর আগে C কতবার আছে ?
A. ২ বার B. ৩ বার C. ৪ বার D. ১ বার
Answer:- ৩ বার
গীতা হল রিতার বোন, রিতা হল পূজার কন্যা। পূজা হল সিমার কন্যা। তবে গীতার সঙ্গে সিমার সম্পর্ক কি ?
A. বোন B. মা C. নাতনি D. মাসি
Answer:- নাতনি
একটি ঘড়িতে সময় যখন 5.30 মিনিট তখন ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোণ তৈরি হয় ?
A 23° B 15° C 85° D 55°
Answer:- 15°
8, 20, 34, 50, 68, ? স্থানের কোন সংখ্যা বসবে ?
A. 88 B. 70 C. 76 D. 80
Answer:- 88
নিচের সংখ্যাগুলির মধ্যে প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে ?
90, 87, 81, 72, 60, ?
A. 52 B. 45 C. 40 D. 35
Answer:- 52
1.পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে? [PSC Clerkship ’20]
Answer- (c) 24
2.নিম্নে বর্ণিত নদীগুলোর মধ্যে কোন নদী ভারত-বাংলাদেশ সীমানারেখা অতিক্রম করে না ? [PSC Clerkship ’20]
Answer – (d) দামোদর
3.ফিজি’ রাষ্ট্রের অবস্থান— [PSC Clerkship ’20]
Answer – (a) এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
4.মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যের অন্তর্গত? [WBP Constable Main ’20]
Answer – (d) মেঘালয় 5.গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয় ? [WBP Constable Main ’20]
Answer – (a) 21 জুন
6.রবি শস্য কোন সময় রোপণ করা হয় ? [WBP Constable Main ’20]
Answer – (a) অক্টোবর -নভেম্বর
7.কোন খাল (Canal) প্রশান্ত (Pacific) ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে? [WBP Constable Main ’20]
Answer – (c) পানামা খাল
8.2019-এর শেষ দিকে কোন সাইক্লোন পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়ে ? [WBP Constable Main ’20]
Answer – (a) বুলবুল
9.নিম্নোক্ত কোন দেশটির ভারতের সাথে স্থল-সীমান্ত নেই ? [PSC Misc’20]
Answer – (c) আফগানিস্তান
10.নিম্নোক্ত দেশগুলির কোনটিতে ভারতের সবচেয়ে বেশি প্রদেশের সাথে সীমান্ত বন্টন রয়েছে? [PSC Misc’20]
Answer – (b) নেপাল
11.হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ? [PSC Misc’20]
Answer – (d) লাদাখ
12.‘নামচা বারওয়া’ থেকে কোন নদী ভারতে প্রবেশ করে ? [PSC Misc’20]
Answer – (c)
13.তেলেঙ্গানা একটি পূর্ণরাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে— [W.B.C.S. Preli – 19]
Answer – (b) 1 লা জুন, 2014
14.ধনেখালি কী জন্য বিখ্যাত? [W.B.C.S Preli – 19]
Answer – (a) তাঁত শিল্পের জন্য
15.তিস্তা নদীর পশ্চিম ভাগ যে নামে পরিচিত— [W.B.C.S. Preli – 19]
Answer – (a) তরাই
16.সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ‘World Heritage Site’ নামে নথিভুক্ত করা হয়েছে— [W.B.C.S Preli – 19]
Answer – (c) ম্যানগ্রোভ গাছের জন্য
17.জলপাইগুড়ি শহর কোন্ নদীর তীরে অবস্থিত ?[W.B.C.S Preli – 19]
Answer – (a) তিস্তা ও করলা নদী
18.রাম্মাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত ? [W.B.C.S Preli – 19]
Answer – (d) দার্জিলিং
19.নিম্নলিখিত কোন্ জোড়টি সঠিক নয়? [W.B.C.S. Preli -’19]
Answer – (d) দচিগাম : এশীয় সিংহ
20.পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়?[W.B.C.S. Preli -’19]
Answer – (a) হাওড়া থেকে হুগলী
21.নিম্নলিখিত কোন্ রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি? [W.B.C.S Preli – 19]
Answer – (c) ওড়িশা
22.শোলা অরণ্য দেখা যায়— [W.B.C.S Preli – 19]
Answer – (b) পশ্চিমঘাট পর্বতে
23.কোলের হ্রদ কোথায় অবস্থিত? [W.B.C.S Preli – 19]
Answer – (b) গোদাবরী ও কৃষ্ণার মধ্যে
24.জনসংখ্যার লভ্যাংশ বলতে কী বোঝায় ? [W.B.C.S Preli – 19]
Answer – (c) 16-64 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি
25.স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে নীচের কোন্ জেলাটি ছিল না ? [W.B.C.S. Preli – 19]
Answer – (a) কোচবিহার