WB Police Bengali gk

  1. এই বছরের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি কে ছিলেন?

উওর:- ইমানুয়েল ম্যাক্রন (Emmanuel Macron)

  1. 2024 সালে প্রজাতন্ত্র দিবসে কেন্দ্রীয় সরকার কতজনকে ‘জীবন রক্ষা পদক’ দিয়ে সম্মানিত করেছে?

উওর:- 31 জনকে।

  1. সম্প্রতি কোন রাজ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ‘খোদালধাম ট্রাস্ট ক্যান্সার’ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন?

উওর:- গুজরাট

  1. ভারতে প্রতি বছর ‘পরক্রম দিবস’ (Parakram Diwas) কোন দিন পালন করা হয়ে থাকে?

উওর:- 23 জানুয়ারী

  1. সম্প্রতি কোথায় 19তম জোট নিরপেক্ষ আন্দোলনের (NAM) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হলো?

উওর:- কাম্পালা

  1. সম্প্রতি কোন কোম্পানি 3 ট্রিলিয়ন টাকার বাজার মূলধন অতিক্রম করে বিশ্বের দ্বিতীয় কোম্পানি হয়ে উঠেছে?

উওর:- মাইক্রোসফট

  1. সম্প্রতি কোন ভারতীয় কোম্পানি মার্কিন স্বাস্থ্য নিয়ন্ত্রক থেকে জেনেরিক ওষুধের জন্য অনুমোদন পেয়েছে?

উওর:- জাইডাস (Zydus)

  1. দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রকের নতুন ভবন ‘কৌশল ভবন’ সম্প্রতি কে উদ্বোধন করলেন?

উওর:- দ্রৌপদী মুর্মু

  1. কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি তথ্য প্রযুক্তি খাতে সহযোগিতার জন্য কোন দেশের সাথে MoU চুক্তি অনুমোদন করেছে?

উওর:- ওমান।

  1. সম্প্রতি কোন কুচিপুড়ি নৃত্য শিল্পি “রাষ্ট্রীয় বাল পুরস্কার 2024” -এ ভূষিত হলেন কে?

উত্তর:- পেন্ড্যালা লক্ষ্মী প্রিয়া।

  1. “বিশ্ব জলাভূমি দিবস” (World Wetlands Day) কোন দিন পালন করা হয়ে থাকে?

উত্তর:- 2nd ফেব্রুয়ারী

  1. অস্ট্রেলিয়ান ওপেন 2024 পুরুষ বিভাগে একক শিরোপা জিতলেন কে?

উত্তর:- জনিক পাপী (Janic Sinner)

  1. সম্প্রতি TATA কোম্পানি কার সাথে ভারতের প্রথম ব্যক্তিগত হেলিকপ্টার সমাবেশ লাইন স্থাপনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে?

উত্তর:- এয়ারবাস (Airbus)

  1. উত্তরপ্রদেশ সরকার কোন মহিলা ক্রিকেটারকে ইউপি পুলিশে DSP পদে নিযুক্ত করেছে?

উত্তর:- দীপ্তি শর্মা (Deepti Sharma).

  1. সম্প্রতি প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্রুততম ট্রিপল সেঞ্চুরি করা ব্যাটসম্যান কে?

উত্তর:- তন্ময় আগরওয়াল

  1. সম্প্রতি কোন রাজ্য সরকার ‘রোড সেফটি ফোর্স’ চালু করেছে?

উত্তর:- পাঞ্জাব

  1. সম্প্রতি সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হিসেবে কে শপথ নিয়েছেন?

উত্তর:- প্রসন্ন বি ভারালে (Prasanna B Varale)

  1. ’84 তম সর্বভারতীয় প্রিসাইডিং অফিসারস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো?

উত্তর:- মুম্বাই

  1. সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী কোন দেশের সাথে যৌথ সামরিক মহড়া ‘SADA TANSEEQ’ আয়োজন করছে?

উত্তর:- সৌদি আরব

  1. সম্প্রতি ভিরা রানা ভারতের কোন রাজ্যের চিপ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন?

উত্তর:- মধ্যপ্রদেশ।

  1. বিশ্ব ক্যান্সার দিবস (World Cancer Day) কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 4th ফেব্রুয়ারী

  1. সম্প্রতি বিশ্বের প্রথম কোন দেশ শিশুদের জন্য ম্যালেরিয়া ভ্যাকসিন প্রোগ্রাম লঞ্চ করেছে?

উত্তর:- ক্যামেরুন।

  1. সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কাকে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় মনোনীত করেছেন?

উত্তর:- সাতনাম সিং সান্ধু (Satnam Singh Sandhu)

  1. সম্প্রতি NTPC গ্রীন এনার্জি লিমিটেড সবুজ হাইড্রোজেনের জন্য কোন রাজ্য সরকারের সাথে চুক্তি স্বাক্ষর করেছে?

উত্তর:- মহারাষ্ট্র

  1. সম্প্রতি উত্তর-পূর্ব ভারতের প্রথম প্রাকৃতিক চিকিৎসা হাসপাতালের ভিত্তিপ্রস্তর কোথায় স্থাপন করা হয়েছে?

উত্তর:- ডিব্রুগড়

  1. সম্প্রতি কে FIH হকি 5S মহিলা বিশ্বকাপ শিরোপা জিতলো?

উত্তর:- নেদারল্যান্ডস

  1. সম্প্রতি অনুষ্ঠিত ISSF বিশ্বকাপ 2024 -এ পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল শুটিং ইভেন্টে কে জয়লাভ করেছে?

উত্তর:- দিব্যাংশ সিং পানওয়ার

  1. ফিল্মফেয়ার পুরষ্কার 2024 -এ কোন চলচ্চিত্রটি সেরা জনপ্রিয় চলচ্চিত্রের পুরস্কার জিতেছে?

উত্তর:- 12th ফেল

  1. সম্প্রতি প্রকাশিত ‘এক সমন্দর, আমার অন্দর’ বইটির লেখক কে?

উত্তর:- সঞ্জীব জোশী (Sanjeev Joshi)

  1. 69th Filmfare Awards -এ সেরা অভিনেতার পুরষ্কার পেলেন কে?

উত্তর:- রণবীর কাপুর

পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর কোনটি?
A. গ্রেট ডিভাইডিং B. গ্রেট বেরিয়ার রিপ C. গ্রেট সী রীপ D. কোনো টিই না
Answer:- গ্রেট বেরিয়ার রিপ

আটাকামা মরুভূমি কোথায় অবস্থিত ?
A. চিলি B. কলম্বিয়া C. ব্রাজিল D. পেরু
Answer:- চিলি

আদিনা মসজিদ নির্মাণ করেন –
A. হোসেন শাহ B. শেরশাহ C. নসরৎ শাহ D. সিকিন্দার শাহ
Answer:- সিকিন্দার শাহ

রামানন্দের প্রধান শিষ্য কে ছিলেন?
A. কবীর B. চৈতন্যদেব C. নামদেব D. কেউ ই না
Answer:- কবীর

‘ তুজুক ই বাবরি ‘ এই আত্মজীবনীটি কে লেখেন?
A. আকবর B. বাবর C. হুমায়ূন D. জাহাঙ্গীর
Answer:- বাবর

স্বাধীন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন?
A.ডক্টর নগেন্দ্র সিংহ B. আর কে ত্রিবেদী C. সুকুমার সেন D.টি স্বামীনাথন
Answer:- সুকুমার সেন

বিশ্বের বৃহত্তম নদীচর হল –
A. মাজুলি দ্বিপ B. সাগর দ্বিপ C. পূর্বাসা দ্বিপ D. কোনো টিই না
Answer:- মাজুলি দ্বিপ

গৌতমীপুত্র সাতকর্ণী কোন বংশের রাজা ছিলেন?
A.পহ্লব B. সাতবাহন C. চোল D. কুশান
Answer:- সাতবাহন

বৈশাখী কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব?
A. পাঞ্জাব B. উত্তর প্রদেশ C. অন্ধ্রপ্রদেশ D. ওড়িশা
Answer:- পাঞ্জাব

স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে?
A. ডাঃ জাকির হোসেন B. ডঃ রাজেন্দ্র প্রসাদ C. ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ D. জওহরলাল নেহেরু
Answer:- ডঃ রাজেন্দ্র প্রসাদ

দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 135 ও 21 হলে, সংখ্যা দুটির বর্গের পার্থক্য কত ?
[A] 2835 [B] 8235 [C] 2853 [D] 8253
Answer:- 2835

দুটি সংখ্যার অনুপাত 3 : 4; তাদের গ.সা.গু. 4, তাদের ল.সা.গু কত ?
[A] 48 [B] 50 [C] 56 [D] 60
Answer:- 48

?, HI, OP, WX
(a) AB (b) BC (c) DE (d) EF
Answer:- BC

প্রদত্ত অক্ষর সিরিজের ফাঁকে ক্রমানুসারে কোন অক্ষর সেট করলে তা সম্পূর্ণ হবে?
A_BC_BBC_BB_
(a) BAAC (b) BBBC (c) BABA (d) ABBC
Answer:- BAAC

সবুজ উদ্ভিদে আলোক বর্ণালীর কোন আলোর অঞ্চলে সর্বাধিক সালোকসংশ্লেষ সংঘটিত হয়?
(a) হলুদ ও কমলা (b) সবুজ ও বেগুনি (c) লাল ও নীল (d) নীল ও বেগুনি
Answer:- লাল ও নীল

দুটি আধান একে অপরকে-
(a) আকর্ষণ করে (b) বিকর্ষণ করে (c) বিকর্ষণ করে না (d) A এবং B উভয় সত্য
Answer:-

খেজুর-এর ভোজ্য অংশের নাম কি?
(a) এন্ডোকার্প (b) মেসোকার্প (c) পেরিকার্প (d) রসালো অমরা
Answer:- পেরিকার্প

স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে?
A. ডঃ জাকির হোসেন B. ডঃ ভি ভি গিরি C. জি এস পাঠক D. ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ
Answer:- ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ

দামোদরের প্রধান শাখানদী কোনটি ?
A. বরাকর B. শিলাবতী C. মাতলা D. রূপনারায়ন
Answer:- বরাকর

আধুনিক চিনের জনক কাকে বলা হয় ?
A. কামাল পাসা B. বেনিজিং হুড্রো C. সান ইয়াৎ সেন D. কোনো টিই না
Answer:- সান ইয়াৎ সেন

কোনটির মধ্যে ব্যাতিক্রান্ত প্রসারণ দেখা যায়?
A. পারদ B. গ্লিসারিন C. কেরোসিন D. জল
Answer:- জল

সংগীত নাটক অ্যাকাডেমি কত সালে গঠিত হয়?
A. 1935 B. 1960 C. 1980 D. 1953
Answer:- 1953

মানব মস্তিষ্কে স্নায়ুকোষ থাকে প্রায়?
A. 1 লাখ B. 10 শত কোটি C. 10 কোটি D. 40 হাজার
Answer:- 10 শত কোটি

স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে?
A. ইন্দিরা গান্ধী B. জওহরলাল নেহেরু C. লাল বাহাদুর শাস্ত্রী D. মোরারজি দেশাই
Answer:- জওহরলাল নেহেরু

কুচিপুড়ি কোথাকার বিখ্যাত নৃত্য?
(a) কর্ণাটক (b) মনিপুর (c) কেরল (d) অন্ধ্রপ্রদেশ
Answer:- অন্ধ্রপ্রদেশ

কোন্ যন্ত্রের দ্বারা তরলের ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা যায় ?
(A) স্পেকটোমিটার
(B) হাইড্রোফোনােমিটার (C) স্ট্রাটোমিটার (D) হাইড্রোমিটার
Answer:- হাইড্রোমিটার

S.I পদ্ধতিতে চাপের একক
(A) প্যাস্কাল
(B) নিউটন (C) ডাইন (D) ঘন ডাইন
Answer:- প্যাস্কাল

প্লবতা কোনদিকে কাজ করে?
(A) পাশ্বমুখী
(B) নিম্নমুখী (C) উর্ধ্বমুখী (D) উভমুখী
Answer:- উর্ধ্বমুখী

0°C তাপমাত্রায় 11 c.c. জল জমে 0°C তাপমাত্রায় বরফ হয়-
(A) 10 c.c
(B) 13 c.c (C) 12 c.c (D) 11 c.c
Answer:- 12 c.c

আর্কিমিডিসের নীতি গ্যাসের ক্ষেত্রে—
(A) প্রযােজ্য
(B) প্রযােজ্য নয় (C) মাঝে মাঝে প্রযােজ্য (D) সঠিক জানা নেই
Answer:- প্রযােজ্য

সূর্য থেকে যে তাপ পৃথিবীতে আসে তা কী ধরনের তাপ ?
(A) লীন তাপ
(B) বিকীর্ণ তাপ (C) দুটোই (D) কোনােটিই নয়
Answer:- বিকীর্ণ তাপ

তাপশক্তির মাত্রা কী ?
(A) M2LT
(B) M-2L2T (C) ML2T2 (D) MLT
Answer:- ML2T2

অবস্থার পরিবর্তনের সময় বস্তুতে তাপের পরিমাণ কেমন থাকে?
(A) স্থির থাকে
(B) পরিবর্তিত হয় (C) প্রথমে বাড়ে পরে কমে (D) কোনােটিই নয়
Answer:- পরিবর্তিত হয়

S.I. পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ কত?
(A) 4000 জুল/কেজি কেলভিন
(B) 4100 জুল/কেজি কেলভিন (C) 4200 জুল/কেজি কেলভিন (D) 4300 জুল/কেজি কেলভিন
Answer:- 4200 জুল/কেজি কেলভিন

__ এর আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি ?
(A) তেল
(B) জল (C) গ্লিসারিন (D) HCI
Answer:- জল

একই উষ্ণতায় এক গ্রাম তামা ও এক গ্রাম লােহা কি একই পরিমাণ তাপ ধারণ করে?
(A) হ্যাঁ
(B) না (C) কখনাে কখনাে করে (D) কখনাে কখনাে করে না
Answer:- না

কোনাে বস্তুর তাপগ্রাহিতা 200 CGS একক হলে বস্তুটির জলসম কত হবে?
(A) 200 গ্রাম
(B) 100 গ্রাম (C) 400 গ্রাম (D) 300 গ্রাম
Answer:- 200 গ্রাম

থার্মোমিটার কে আবিস্কার করেন?
(A) মেকুলাস
(B) গ্যালিলিও গ্যালিলি (C) হ্যান্স লিপারসি (D) জেড ভ্যানসেন
Answer:- গ্যালিলিও গ্যালিলি

বিশুদ্ধ জল ও লবণ জল এদের মধ্যে কোনটির ক্ষুটনাঙ্ক বেশি।
(A) বিশুদ্ধ জল
(B) দুটোই সমান (C) লবণ জল (D) নির্দিষ্ট করে বলা যায় না
Answer:- লবণ জল

খনিগর্ভে জলের স্মৃটনাঙ্ক কেমন হয় ?
(A) বাড়ে
(B) কমে (C) একই থাকে (D) নির্দিষ্ট করে কিছু বলা যায় না
Answer:- বাড়ে

কে প্রথম ‘ভারতের গভর্ণর জেনারেল’ উপাধি প্রাপ্ত হন ?
(A) লর্ড ক্লাইভ (B) স্যার জন শোর (C) ওয়ারেন হেস্টিংস (D) লর্ড কর্ণওয়ালিশ
Answer:- ওয়ারেন হেস্টিংস

কে ‘হিন্দু প্যাট্রিয়ট’ -এর সম্পাদক ?
(A) সুরেন্দ্রনাথ ব্যানার্জী
(B) মোতিলাল ঘোষ (C) শিশির কুমার ঘোষ (D) হরিশচন্দ্র মুখার্জী
Answer:- হরিশচন্দ্র মুখার্জী

কোন আইন কে ‘Black-Bill’ বলা হত ?
(A) Rowlatt অ্যাক্ট -কে
(B) Pitt ইন্ডিয়া অ্যাক্ট -কে (C) দা রেগুলেটিং অ্যাক্ট-কে (D) ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট-কে
Answer:- Rowlatt অ্যাক্ট -কে

কোন আন্দোলনের শুরুতে গান্ধিজি ‘করেঙ্গে ইয়ে মরেঙ্গে’ -এর ডাক দিয়েছিলেন?
(A) খিলাফৎ আন্দোলন
(B) নৌ বিদ্রোহ (C) ভারত ছাড়ো আন্দোলন (D) দলিত-হরিজন আন্দোলন
Answer:- ভারত ছাড়ো আন্দোলন

কোন কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবী প্রথম উত্থাপিত হয়?
(A) নাগপুর
(B) অমৃতসর (C) লাহোর (D) কলকাতা
Answer:- লাহোর

কোন গ্রন্থ নীল্ চাষীদের দুঃখ কষ্টের বিবরণ দেয়?
(A) দীনবন্ধু
(B) নীলদর্পণ (C) নীলদর্শন (D) আনন্দমঠ
Answer:- নীলদর্পণ

কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন ?
(A) চৌরিচৌরা
(B) রাওলাট আইন (C) জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড (D) ডান্ডি মার্চ
Answer:- চৌরিচৌরা

কোন বছর রেগুলেশন XVII বিধিবদ্ধ করে সতীদাহ নিষিদ্ধ ঘোষিত হয়েছিল ?
(A) 1829 খ্রীঃ
(B) 1830 খ্রীঃ (C) 1835 খ্রীঃ (D) উপরের কোনোটিই নয়
Answer:- 1829 খ্রীঃ

কবে ‘আজাদ হিন্দ ফৌজ’ গঠিত হয়েছিল ?
(A) 1 লা অক্টোবর, 1939
(B) 10 ই আগস্ট, 1940 (C) 11 ই মে, 1941 (D) 1 লা সেপ্টেম্বর, 1942
Answer:- 1 লা সেপ্টেম্বর, 1942

কত সালে এবং কোথায় মুসলিম লিগ ‘পাকিস্তান প্রস্তাব’ গ্রহণ করেছিল ?
(A) 1929, লাহোর
(B) 1930, এলাহাবাদ (C) 1940, লাহোর (D) 1940, ঢাকা
Answer:- 1940, লাহোর

কবে ‘ডান্ডী অভিযান’ হয়েছিল ?
(A) 12 ই এপ্রিল, 1925
(B) 7 ই আগস্ট, 1942 (C) 12 ই মার্চ, 1930 (D) 14 ই মে, 1935
Answer:- 12 ই মার্চ, 1930

কবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড ঘটেছিল ?
(A) 13 ই এপ্রিল, 1919
(B) 15 ই আগস্ট, 1921 (C) 21 শে এপ্রিল, 1922 (D) 25 শে সেপ্টেম্বর, 1925
Answer:- 13 ই এপ্রিল, 1919

কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন
(A) উইলিয়াম কলভিল
(B) রিচি (C) এরস্কিন (D) মেইন
Answer:- উইলিয়াম কলভিল

খিলাফত আন্দোলনের নেতৃত্ব কে / কারা দিয়েছিলেন ?
(A) সৈয়দ আহমেদ
(B) ইকবাল (C) মহম্মদ আলি ও সৌকত আলি (D) রহমত আলি
Answer:- মহম্মদ আলি ও সৌকত আলি

জাতীয় কংগ্রেস তার 1929 সালের লাহোর অধিবেশন -এ কোনটিকে লক্ষ্য বলে ঘোষণা করেছিল ?
(A) পূর্ণ স্বরাজ
(B) ডমিনিয়ন স্ট্যাটাস (C) ভারতছাড়ো (D) এর কোনোটিই নয়
Answer:- পূর্ণ স্বরাজ

যদি A : B = 2:3, B: C=4:5, C: D= 6:7 হয়
তবে A: B: C: D হবে? A. 16:24:30:35 Β. 8:12:15:24 C.2:4:6:7 D. 10:15:20:25
Answer:- 16:24:30:35

তিনটি সংখ্যার গড় 12, বৃহত্তম 16 ও ক্ষুদ্রতমটি বৃহত্তমের অর্ধেক, অপর সংখ্যাটি কত?
A. 8 B. 10 C. 14 D. 12
Answer:- 12

আজাদ হিন্দ ফৌজ’ কোথায় প্রথম স্থাপিত হয় ?
(A) টোকিও (B) রেঙ্গুন (C) সিঙ্গাপুর (D) ব্যাঙ্কক
Answer:- সিঙ্গাপুর

নিম্নোক্ত কোন যৌগটি থার্মোপ্লাস্টিক ?
(A) রবার (B) নাইলন 6-6 (C) PVC (D) বেকেলাইট
Answer:- PVC

প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব’টির প্রবক্তা হলেন—
(A) জে. বি. এস. হলডেন (B) জি.জে. মেন্ডেল (C) এ. আই. ওপারিন (D) সি. আর. ডারউইন
Answer:- সি. আর. ডারউইন

নীল বিদ্রোহ’ নিয়ে নিয়মিত আলোকপাত করা হত—
(A) হিন্দু পেট্রিয়টে (B) টাইমস অফ ইন্ডিয়ায় (C) স্টেটসম্যানে (D) ইংলিশম্যানে
Answer:- হিন্দু পেট্রিয়টে

খালিমপুর তাম্রপট’ পালবংশীয় কোন রাজার সমরকীর্তি সম্পর্কে আমাদের অবহিত করে ?
(A) দেবপাল (B) রামপাল (C) ধর্মপাল (D) প্রথম মহীপাল
Answer:- ধর্মপাল

তারিখ-ই-ফিরুজশাহী’ গ্রন্থটির রচয়িতা কে ?
(A) আবুল ফজল (B) মিনহাজ-উজ-সিরাজ (C) জিয়াউদ্দিন বারানী (D) আল বিরুণী
Answer:- জিয়াউদ্দিন বারানী

দিল্লীর সুলতানীর শেষ শাসক কে ছিলেন ?
(A) আলাউদ্দিন আলম শাহ (B) ইব্রাহিম লোদী (C) বাহলুল লোদী (D) সিকান্দার লোদী
Answer:- ইব্রাহিম লোদী

তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন
(A) দেবেন্দ্রনাথ ঠাকুর (B) শিবনাথ শাস্ত্রী (C) কেশবচন্দ্র সেন (D) রাজা রামমোহন রায়
Answer:- দেবেন্দ্রনাথ ঠাকুর

মুসলীম লীগ অন্তর্বর্তী কালীন সরকারে যোগদান করেন কবে ?
(A) অক্টোবর, 1946 (B) নভেম্বর, 1946 (C) ডিসেম্বর, 1946 (D) জানুয়ারী, 1947
Answer:- অক্টোবর, 1946

কাদম্বরী’ গ্রন্থের রচয়িতা ছিলেন
(A) ক্ষেমেন্দ্র (B) কলহন (C) ভবভূতি (D) বাণভট্ট
Answer:- বাণভট্ট

সাইমন কমিশন গঠন করা হয়েছিল কিসের জন্য ?
(A) ভারতীয় সংবিধানের সংস্কার (B) প্রশাসনিক সংস্কার (C) শিক্ষা সংস্কার (D) জেল কোড সংস্কার
Answer:- ভারতীয় সংবিধানের সংস্কার

সৌর চুল্লির কার্যনীতি নীচের কোনটির সাথে এক ?
(A) বোলোমিটার (B) পাইরোমিটার (C) গ্রীণহাউস (D) গ্যালভানোমিটার
Answer:- গ্রীণহাউস

বোম্বাইতে আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয় ?
(A) 1870 (B) 1875 (C) 1876 (D) 1880
Answer:- 1875

Leave a Comment