WB Police Bengali gk

  1. এই বছরের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি কে ছিলেন?

উওর:- ইমানুয়েল ম্যাক্রন (Emmanuel Macron)

  1. 2024 সালে প্রজাতন্ত্র দিবসে কেন্দ্রীয় সরকার কতজনকে ‘জীবন রক্ষা পদক’ দিয়ে সম্মানিত করেছে?

উওর:- 31 জনকে।

  1. সম্প্রতি কোন রাজ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ‘খোদালধাম ট্রাস্ট ক্যান্সার’ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন?

উওর:- গুজরাট

  1. ভারতে প্রতি বছর ‘পরক্রম দিবস’ (Parakram Diwas) কোন দিন পালন করা হয়ে থাকে?

উওর:- 23 জানুয়ারী

  1. সম্প্রতি কোথায় 19তম জোট নিরপেক্ষ আন্দোলনের (NAM) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হলো?

উওর:- কাম্পালা

  1. সম্প্রতি কোন কোম্পানি 3 ট্রিলিয়ন টাকার বাজার মূলধন অতিক্রম করে বিশ্বের দ্বিতীয় কোম্পানি হয়ে উঠেছে?

উওর:- মাইক্রোসফট

  1. সম্প্রতি কোন ভারতীয় কোম্পানি মার্কিন স্বাস্থ্য নিয়ন্ত্রক থেকে জেনেরিক ওষুধের জন্য অনুমোদন পেয়েছে?

উওর:- জাইডাস (Zydus)

  1. দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রকের নতুন ভবন ‘কৌশল ভবন’ সম্প্রতি কে উদ্বোধন করলেন?

উওর:- দ্রৌপদী মুর্মু

  1. কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি তথ্য প্রযুক্তি খাতে সহযোগিতার জন্য কোন দেশের সাথে MoU চুক্তি অনুমোদন করেছে?

উওর:- ওমান।

  1. সম্প্রতি কোন কুচিপুড়ি নৃত্য শিল্পি “রাষ্ট্রীয় বাল পুরস্কার 2024” -এ ভূষিত হলেন কে?

উত্তর:- পেন্ড্যালা লক্ষ্মী প্রিয়া।

  1. “বিশ্ব জলাভূমি দিবস” (World Wetlands Day) কোন দিন পালন করা হয়ে থাকে?

উত্তর:- 2nd ফেব্রুয়ারী

  1. অস্ট্রেলিয়ান ওপেন 2024 পুরুষ বিভাগে একক শিরোপা জিতলেন কে?

উত্তর:- জনিক পাপী (Janic Sinner)

  1. সম্প্রতি TATA কোম্পানি কার সাথে ভারতের প্রথম ব্যক্তিগত হেলিকপ্টার সমাবেশ লাইন স্থাপনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে?

উত্তর:- এয়ারবাস (Airbus)

  1. উত্তরপ্রদেশ সরকার কোন মহিলা ক্রিকেটারকে ইউপি পুলিশে DSP পদে নিযুক্ত করেছে?

উত্তর:- দীপ্তি শর্মা (Deepti Sharma).

  1. সম্প্রতি প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্রুততম ট্রিপল সেঞ্চুরি করা ব্যাটসম্যান কে?

উত্তর:- তন্ময় আগরওয়াল

  1. সম্প্রতি কোন রাজ্য সরকার ‘রোড সেফটি ফোর্স’ চালু করেছে?

উত্তর:- পাঞ্জাব

  1. সম্প্রতি সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হিসেবে কে শপথ নিয়েছেন?

উত্তর:- প্রসন্ন বি ভারালে (Prasanna B Varale)

  1. ’84 তম সর্বভারতীয় প্রিসাইডিং অফিসারস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো?

উত্তর:- মুম্বাই

  1. সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী কোন দেশের সাথে যৌথ সামরিক মহড়া ‘SADA TANSEEQ’ আয়োজন করছে?

উত্তর:- সৌদি আরব

  1. সম্প্রতি ভিরা রানা ভারতের কোন রাজ্যের চিপ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন?

উত্তর:- মধ্যপ্রদেশ।

  1. বিশ্ব ক্যান্সার দিবস (World Cancer Day) কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 4th ফেব্রুয়ারী

  1. সম্প্রতি বিশ্বের প্রথম কোন দেশ শিশুদের জন্য ম্যালেরিয়া ভ্যাকসিন প্রোগ্রাম লঞ্চ করেছে?

উত্তর:- ক্যামেরুন।

  1. সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কাকে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় মনোনীত করেছেন?

উত্তর:- সাতনাম সিং সান্ধু (Satnam Singh Sandhu)

  1. সম্প্রতি NTPC গ্রীন এনার্জি লিমিটেড সবুজ হাইড্রোজেনের জন্য কোন রাজ্য সরকারের সাথে চুক্তি স্বাক্ষর করেছে?

উত্তর:- মহারাষ্ট্র

  1. সম্প্রতি উত্তর-পূর্ব ভারতের প্রথম প্রাকৃতিক চিকিৎসা হাসপাতালের ভিত্তিপ্রস্তর কোথায় স্থাপন করা হয়েছে?

উত্তর:- ডিব্রুগড়

  1. সম্প্রতি কে FIH হকি 5S মহিলা বিশ্বকাপ শিরোপা জিতলো?

উত্তর:- নেদারল্যান্ডস

  1. সম্প্রতি অনুষ্ঠিত ISSF বিশ্বকাপ 2024 -এ পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল শুটিং ইভেন্টে কে জয়লাভ করেছে?

উত্তর:- দিব্যাংশ সিং পানওয়ার

  1. ফিল্মফেয়ার পুরষ্কার 2024 -এ কোন চলচ্চিত্রটি সেরা জনপ্রিয় চলচ্চিত্রের পুরস্কার জিতেছে?

উত্তর:- 12th ফেল

  1. সম্প্রতি প্রকাশিত ‘এক সমন্দর, আমার অন্দর’ বইটির লেখক কে?

উত্তর:- সঞ্জীব জোশী (Sanjeev Joshi)

  1. 69th Filmfare Awards -এ সেরা অভিনেতার পুরষ্কার পেলেন কে?

উত্তর:- রণবীর কাপুর

Leave a Comment