WBP Bengali gk mcq 2024

WBP Bengali gk mcq 2024

4th Rashtriya Hindi Vigyan Sammelan 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে?
মুম্বাই জয়পুর ভোপাল শ্রীনগর
Answer:- ভোপাল

২০২৩ সালে বিশ্বব্যাপী কৃষি পণ্য রপ্তানিতে ভারতের স্থান কত?
সপ্তম অষ্টম নবম দশম
Answer:- অষ্টম

Academy of Motion Picture Arts and Sciences (AMPAS) -এর প্রেসিডেন্ট পদে তৃতীয়বার পুনরায় নির্বাচিত হলেন কে?
ব্রিডি কার্টার জোডি গর্ডন জেসিকা টোভি জ্যানেট ইয়াং
Answer:- জ্যানেট ইয়াং

কোন টেকনোলজি ইন্সটিটিউট ‘Nivahika’ ওয়েব পোর্টাল চালু করেছে?
NIT Surathkal NIT Allahabad NIT Calicut NIT Jaipur
Answer:- NIT Jaipur

প্যারিস অলিম্পিক ২০২৪ -এ ভারত মোট কয়টি পদক জিতেছে?
৪টি ৫টি ৬টি ৭টি
Answer:- ৬টি

Dr. M.S. Swaminathan Award 2024′ সম্মানে ভূষিত হলেন কে?
মনোহর লাল
জিতেন্দ্র সিং অনন্ত দর্শন শঙ্কর পিভি সত্যনারায়ণ
Answer:-শঙ্কর পিভি সত্যনারায়ণ

২০২৪ লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে Pardo Alla Carriera Award -এ সম্মানিত হলেন কে?
শাহরুখ খান আমীর খান সালমন খান আমিতাভ বচ্চন
Answer:- শাহরুখ খান

সম্প্রতি প্রয়াত Susan Wojcicki কোন কোম্পানির প্রাক্তন CEO ছিলেন?
Google Youtube Facebook Instagram
Answer:- Youtube

বংশগতিবিদ্যার জনক কে
a) ডারউইন
b) ল্যামার্ক c) মেন্ডেল d) ওপারিন
Answer:- মেন্ডেল

কানের ভারসাম্য রক্ষা করে কোন অঙ্গ
a) সিস্টোলিথ
b) কর্ণপটহ c) মেলিয়াস d) অলেটালিথ
Answer:- অলেটালিথ

প্রশ্বাস বায়ুতে কত পরিমাণ অক্সিজেন থাকে ❓
a) 20.94%
b) 16.4% c) 14.2% d) 8.2%
Answer:- 20.94%

অরনিথিন চক্র কোথায় সংঘটিত হয় ❓
a) বৃক্কে
b) যকৃতে c) পেশীতে d) ক্ষুদ্রান্তে
Answer:- যকৃতে

বাস্তুতন্ত্রে বিয়োজক হল –
a) প্রথম শ্রেণীর খাদক
b) ব্যাকটেরিয়া c) মানুষ d) উদ্ভিদ
Answer:- ব্যাকটেরিয়া

পিটুইটারি হল –
a) অন্তঃক্ষরা গ্রন্থি
b) বহিঃক্ষরা গ্রন্থি c) মিশ্রগ্রন্থি d) কোনটাই নয়
Answer:- অন্তঃক্ষরা গ্রন্থি

কোন প্রাণীর রক্তে লোহিত রক্ত কণিকা নেই ❓
a) মানুষ
b) ব্যাং c) কেঁচো d) মাছ
Answer:- কেঁচো

“PAN” হল একটি –
a) জল দূষক
b) বায়ু দূষক c) শব্দ দূষণ d) মাটি দূষণ
Answer:- বায়ু দূষক

ফাইলোড হলো পরিবর্তিত –
a) পাতা
b) মূল c) কান্ড d) বীজ
Answer:- পাতা

বাণিজ্যিক ‘কক’ নিম্নলিখিত কোন গাছ থেকে পাওয়া যায় ❓
a) রাবার
b) ওক c) সেগুন d) আকন্দ
Answer:- ওক

ব্যাঙের মুখ্য রেচন পদার্থ হল –
a) ইউরিয়া
b) ইউরিক অ্যাসিড c) অ্যামোনিয়া d) অ্যামাইনো এসিড
Answer:- ইউরিয়া

ব্যাকটেরিয়ার দেহে ক্রোমোজোম সংখ্যা ❓
a) 1টি
b) 1জোড়া c) 2 জোড়া d) 23 জোড়া
Answer:- 1টি

ফুসফুসের বায়ু কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়❓
a) স্পাইরোমিটার
b)স্পেকট্রোমিটার c) পাইরোমিটার d) কোনটাই নয়
Answer:- স্পাইরোমিটার

যে দেশের লোকেদের সিদ্ধ চাল প্রধান খাদ্য, তারা কোন রোগে ভোগেন ❓
a) পেলেগ্রা
b) স্কার্ভি c) বেরি বেরি d) অস্টিও ম্যালেসিয়া
Answer:- বেরি বেরি

ভিটামিন ‘সি’ হল –
a) অ্যাসিটিক অ্যাসিড
b) ল্যাকটিক অ্যাসিড c) অ্যাসকরবিক অ্যাসিড d) সাইট্রিক এসিড
Answer:- অ্যাসকরবিক অ্যাসিড

ছত্রাকের কোষ প্রাচীরের উপাদানের নাম কি ❓
a) সেলুলোজ
b) কাইটিন c) পেপটাইডোগ্লাইক্যান d) হেমিসেলুলোজ
Answer:- কাইটিন

কুমড়ো গাছের নালিকা বান্ডিল নিম্নলিখিত কোন প্রকৃতির ❓
a) সমপার্শ্বীয় মুক্ত
b) সমপার্শ্বীয় বদ্ধ c) সমদ্বিপার্শ্বীয় মুক্ত d) সমপার্শ্বীয়
Answer:- সমদ্বিপার্শ্বীয় মুক্ত

নিখিল ভারত হোমরুল লীগ -এর প্রতিষ্ঠাতা ছিলেন
(A) অ্যানি বেসান্ত (B) মহিলাল নেহরু (C) বি.আর.আম্বেদকর (D) সরোজিনী নাইডু
Answer:- অ্যানি বেসান্ত

নীল দর্পন লিখেছেন
(A) দিনাবন্ধু মিত্র (B) হরিশ চন্দ্র মুখার্জী (C) বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় (D) রমেশ চন্দ্র দত্ত
Answer:- দিনাবন্ধু মিত্র

নীল দর্পনের ইংরেজী অনুবাদ কারণে কারাদন্ডে কে দন্ডিত হয়েছিল?
(A) দিনা বন্দু বন্ধু (B) মধুসূদন দত্ত। (C) রিভারেন্ড লং (D) সুরেন্দ্রনাথ ব্যানার্জী
Answer:- মধুসূদন দত্ত

নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন ?
(A) রামমোহন রায় (B) ডিরোজিও (C) দেবেন্দ্রনাথ ঠাকুর (D) ডেভিড হেয়ার
Answer:- ডিরোজিও

নব্যবঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরনা কে ছিলেন ?
(A) রামমোহন (B) ডিরোজিও (C) দেবেন্দ্রনাথ (D) ডেভিড হেয়ার
Answer:- ডিরোজিও

প্রথম মারাঠা যুদ্ধ কার সময়ে ঘটেছিল?
(A) ওয়ারেন হাস্টিং (B) উইলিয়াম বেন্টিঙ্ক (C) মার্কুইস কর্নওয়ালিস (D) চার্লস ক্যানিং
Answer:- ওয়ারেন হাস্টিং

বঙ্গ-ভঙ্গ রদ হয়েছিল
(A) 1905 (B) 1906 (C) 1911 (D) 1909
Answer:- 1911

বিখ্যাত ‘ভারতমাতা’ ছবির চিত্রশিল্পী কে ছিলেন?
(A) গগমেন্দ্র নাথ ঠাকুর (B) আবাহনী নাথ ঠাকুর। (C) নন্দলাল বসু (D) জামিনি রায়
Answer:- আবাহনী নাথ ঠাকুর

ব্রিটিশদের বিরুদ্ধে দেওয়ান ভেলু থাম্পির বিদ্রোহ যে দেশীয় রাজ্যে ঘটে,সেটি ছিল—
(A) অযোধ্যা (B) কাশ্মীর (C) ত্রিবাঙ্কুর (D) মহীশূর
Answer:- ত্রিবাঙ্কুর

ভারতের তিলক কমিউনিস্ট পার্টি (Tilak Communist party of India) আনুষ্ঠানিকভাবে গঠন হয় ?
(A) 1921 (B) 1924 (C) 1925 (D) 1926
Answer:- 1925

অল ইন্ডিয়া কিশান সভাযার প্রথম সভাপতি কে ছিলেন?
(A) এন জি রাঙ্গা (B) সুধিন প্রমানিক। (C) স্বামী সাহাজনন্দ সরস্বতী (D) রামনাথন লোহরি
Answer:- স্বামী সাহাজনন্দ সরস্বতী

যে ভাইসরয় তিব্বতে ইয়ংহাসব্যান্ড মিশন পাঠান, তিনি হলেন —
(A) রিপন (B) লিটন (C) মেয়ো (D) কার্জন
Answer:- মেয়ো

ঢাকা অনুশীলন সমিতি’ কে প্রতিষ্ঠা করেন ?
(A) প্রফুল্ল চাকী (B) পুলিন দাস (C) এস. এন. সান্যাল (D) যতীন্দ্রনাথ মুখার্জী
Answer:- পুলিন দাস

তেভাগা আন্দোলন সংগঠিত হয়েছিল ?
(A) তেলঙ্গানা (B) মালাবর। (C) বাংলা (D) দিল্লি
Answer:- বাংলা

দিকদর্শন মাসিক পত্রিকা কে প্রকাশ করেছিলেন?
(A) মার্শম্যান (B) রামমোহন রায় (C) সিসির কুমার ঘোষ (D) দ্বারকনাথ ঠাকুর
Answer:- মার্শম্যান

দেশ ভাগের সময় ভারতে কতগুলি সামন্ত রাজ্য ছিল ?
(A) 555 (B) 558 (C) 560 (D) 565
Answer:- 565

জাতীয়তাবাদী সংগঠন ‘পুনা সার্বজনীক সভা’ প্রতিষ্ঠিত হয় যে বছরে, সেটি হলো —
(A) 1870 (B) 1885 (C) 1890 (D) 1900
Answer:- 1870

5° ফারেনহাইট = কত ডিগ্রি সেলসিয়াস?
A) 5° B) 258° C) +15° D) -15°
Answer:- -15°

পারসেক কিসের একক?
A) সময় B) বেগ C) দূরত্ব D) কোণ
Answer:- দূরত্ব

কিলোওয়াট-ঘন্টা কিসের একক?
A) ক্ষমতা (Power) B) বল (Force) C) শক্তি (Energy) D) ভরবেগ (Momentum)
Answer:- শক্তি

তাপের এসআই (SI) একক কি?
A) কিলোক্যালোরি B) আর্গ C) জুল D) ক্যালোরি
Answer:- জুল

তড়িৎবিভব পার্থক্যের এসআই (SI) একক কি?
A) কুলম্ব B) জুল C) অ্যাম্পিয়ার D) ভোল্ট
Answer:- ভোল্ট

  1. দুটি নদীর মধ্যবর্তী পলিগঠিত উঁচু অংশকে কে কি বলে ?
    উ: দোয়াব 

2.লেগুনের স্থানীয় নাম কি ?
উ: কয়াল 

3.আন্দামানের উচ্চতম পাহাড়ের নাম কি ?
উ: স্যাডেল পিক

4.চিল্কা  ধরনের জলের হ্রদ ?
উ: লবণাক্ত 

5.ভারতের সর্বাধিক স্বেচ সেবিত রাজ‍য  কোনটি ?
উ: পাঞ্জাব

  1. গম উৎপাদনে কত ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন
    উ 16 ডিগ্ৰী
  2. দক্ষিণ ভারতের কাশি কাকে বলা হয়
    উ মাদুরাই কে 
  3. মটর গাছের বসবাসকারী ব্যাকটেরিয়ার নাম কি
    উ রাইবোজোম
  4. অয়েল অব ভিট্রিয়ল কাকে বলা হয় ?
    উ: সালফিউরিক অ্যাসিড
  5. কলিচুন এর রাসায়নিক সংকেত হলো ?
    উ: Ca (OH)2
  6. নক্ষত্র ও গ্যালাক্সির ভর কিসের মাধ্যমে পরিমাপ করা হয় ?
    উ: সোলার মাস
  7. X রশ্মির আবিষ্কারক কে ?
    উ: রন্টজেন
  8. X রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যর ক্রম  কত ?
    উ: 1 অ্যানস্ট্রম
  9. সিটি স্ক্যানে কোন রশ্মি ব্যবহৃত হয় ?
    উ: X এক্স রশ্মি ব্যবহৃত হয়
  10. ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় ?
    উ: দূরত্ব
  11. কোন দুটি দূরত্বের পার্থক্য কে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলে ?
    উ: পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব
  12. সূর্যের অতিবেগুনী রশ্মিকে শোষণ করে কোন 
    স্তর ?
    উ: ওজোন স্তর
  13. ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত ?
    উ: মুম্বাই
  14. ফাইবার অপটিক্স এর আবিষ্কারক কে ?
    উ: নারিন্দার কাপানি
  15. এন্ডোস্কোপের কার্যনীতি মূলত কিসের উপর ভিত্তি করে ?
    উ: আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
  16. 1.’বিষের ধোঁয়া’ উপন্যাসটি কার লেখা ?
  17. Ans : শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
  18. 2.’শহরতলী’ উপন্যাসটি কার লেখা ?
  19. Ans : মানিক বন্দ্যোপাধ্যায়
  20. 3.’দৃষ্টি প্রদীপ’ উপন্যাসটি কার লেখা?
  21. Ans : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  22. 4.’পল্লী সমাজ’ উপন্যাসটি কার লেখা ?
  23. Ans : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  24. 5.যোগাযোগ উপন্যাসটি কার লেখা?
  25. Ans : রবীন্দ্রনাথ ঠাকুর
  26. 6.স্থূলতা সম্পর্কের ভীতি কে কি বলা হয় ?
  27. Ans : ওবেসোফোবিয়া
  28. 7.হাসপাতালের ভীতি কে কি বলা হয় ?
  29. Ans : নোসোকামফোবিয়া
  30. 8.বন্য পশুর থেকে ভীত হওয়া কে কি বলে ?
  31. Ans : এগ্রিজুফোবিয়া
  32. 9.তীব্র আওয়াজের ভীতি কে কি বলা হয় ?
  33. Ans : ফোনোফোবিয়া
  34. 10.ভালোবাসা থেকে ভীত হওয়াকে কি বলা হয় ?
  35. Ans : ফিলোফোবিয়া
  36. 11.দুর্বাশার অভিশাপ এর চিত্রকার কে ছিলেন ?
  37. Ans: রবি বর্মা
  38. 12.সিক্ত বসনা সুন্দরী এর চিত্রকার কে ছিলেন ?
  39. Ans : হেমেন গাঙ্গুলী
  40. 13.পঞ্চপাণ্ডবের মহাপ্রস্থান এর চিত্রকার কে ছিলেন?Ans: নন্দলাল বসু
  41. 14.দ্য ড্যান্স এর চিত্রকার কে ছিলেন ?
  42. Ans : হেনরি মার্তিজ
  43. 15.বৌদ্ধ ভিক্ষুক এর চিত্রকার কে ছিলেন ?
  44. Ans : রবীন্দ্রনাথ ঠাকুর
  45. 16.অর্ডার অফ জায়েদ কোন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ?
  46. Ans : সংযুক্ত আরব আমিরশাহী
  47. 17.অনন্যপুরুষ কোন দেশের সর্বোচ্চ অসামরিক
  48. সম্মান ?
  49. Ans: বাংলাদেশ
  50. 18.অর্ডার অফ লিওপোল্ড কোন দেশের সর্বোচ্চ
  51. অসামরিক সম্মান ?
  52. Ans : বেলজিয়াম
  53. 19.অর্ডার অফ মেরিট কোন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ?
  54. Ans : জার্মানি
  55. 20.কিং আব্দুল আজিজ পুরস্কার কোন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ?
  56. Ans : সৌদি আরব
  57. 21.দ্য অর্ডার অব দ্য গোল্ডেন স্টার কোন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ?
  58. Ans: ভিয়েতনাম
  59. 22.অর্ডার অফ দ্য অ্যাজটেক ঈগল কোন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ?
  60. Ans : মেক্সিকো
  61. 23.মুবারক আল-কবির মেডেল কোন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ?
  62. Ans: কুয়েত
  63. 24.দ্য অর্ডার অব ব্যানার কোন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ?
  64. Ans: হাঙ্গেরি
  65. 25.অর্ডার অব ইসাবেল দ্য ক্যাথলিক কোন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ?
  66. Ans: স্পেন

Leave a Comment